লুজি তাদের বলল, তোমরা জানো আমি পুলিশ। আমরা সবাই জানি, লিয়া বেশ জোরালো কণ্ঠে বলল। ঠিক সেই সময় দুজন লোক লুজিকে পেছন থেকে বন্দুক ধরল।
লিয়া লুজির জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে গ্লোক বা হাতকড়া বের করল। সে এটা তাদের মধ্যকার একজনকে দিল, লোকটি সঙ্গে সঙ্গে লুজির হাতে পরিয়ে দিল।
তুমি এর আগে আমাকে অনেক প্রশ্ন করেছ, লিয়া বলল, এখন আমি তোমাকে কিছু জিজ্ঞেসা করব। লুজি কোনো ভয় ছাড়াই দাঁড়িয়ে থাকল। সে শুধু ডেন্টি ও ক্রসের পৌঁছা নিয়ে উদ্বিগ্ন হলো।
নিজেদের মধ্যকার একজন মানুষ এমন করতে পারবে তা কখনোই সে বিশ্বাস করত না। প্রত্যেকেই বিপদে পড়ে, তার মধ্যে অনেকেই শেষ পর্যন্ত সফল হয়।
তুমি আমার ক্ষমতা সম্পর্কে অবগত হবে শুধু স্কানেটকে আসতে দাও। লুজি বলল, একটু আগে তোক আর পরেই হোক আমি মুক্ত হবই।
এটা তোমাকে খুব তাড়াতাড়ি মুক্তি দেবে। লিয়া বলল, দেরি হবে না। হ্যাঁ তোমার ধারণা সত্য। এখন তুমি সুখেই মরবে।
লুজি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে একজন পুলিশ অফিসারকে খুন করার জন্য ঠাণ্ডা মাথায় কেউ সাহস করতে পারে। একজন ধনী খুব সহজেই তার ভৃত্যকে শাস্তি প্রদান করতে পারে, বন্ধু বন্ধুর বুকে গুলি চালাতে পারে; ভাই তার স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে আরেক ভাইকে খুন করতে পারে। কিন্তু এমন সাহসী লোক কমই আছে যে একজন পুলিশ অফিসারকে খুন করতে পারে। এটা বেশ জটিল কাজ।
লিয়া চলে গেল, লুজির অবস্থা আস্তে আস্তে আরও ঘনীভূত পর্যায়ে পৌঁছল, প্রথমে তারা তার পেটে গুলি চালাল। এতে সে কাত হয়ে পড়ে গেল, পরে তারা তার কানে গুলি করলে সে আর কিছুই শুনতে পেল না। সে কাত হয়ে পড়ে গেল– তার মুখ দিয়ে অবিরত রক্ত বের হতে লাগল।
পরে তার মৃত লাশ একটা বড় ব্যাগে ঢুকাল। ব্যাগটির কোনো ছিদ্র ছিল না ফলে কোনো অবস্থায় রক্ত ব্যাগ ভেদ করে বাইরে পড়ল না। লাশটি ব্যাগে পরিহিত অবস্থায় আরো দুই দিন ঐ ভিলাতেই থাকল। লিয়া কঠিন সতর্কতার সঙ্গে পাহারা দিচ্ছিল কিন্তু ব্যাগ থেকে গন্ধ বের হওয়ার কারণে তারা বিপাকে পড়ল। সেই সময় ভিলাতে বাইরের লোক প্রবেশ নিষেধ ছিল। পরে তারা গন্ধ দূর করার জন্য সোফার নিচে বস্তাটি রাখল কিন্তু তাতেও কোনো আশু ব্যবস্থা হলো না। তারা খুব বিপাকের মধ্যে পড়ে গেল। কি করা যায়, তা তারা ভেবে পাচ্ছিল না। তারা শুধু জানত খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ক্রস এবং ডেন্টি ভিলার কমপাউন্ড গেটের সামনে পায়চারি করতে লাগল। তখন দুপুর হলেও সূর্য প্রচণ্ডভাবে তাপ বিকিরণ করছিল। ডেন্টি লক্ষ্য করল ক্রস স্নেকের সাথে খোলা শার্ট তারপর তার ওপর বোতামঅলা জ্যাকেট পরেছে। যাতে তাকে দেখতে খুব সাহসী মনে হচ্ছে। সাতটি ভিলাতেই সবুজ পতাকা পতপত করে ওড়াচ্ছিল। তার ওপর চাঁদের হালকা আলো পড়ার কারণে আরও বেশি ভালো দেখাচ্ছিল। তারা বেলকনি থেকে তা ভালোভাবে উপভোগ করছিল। সেই সময় কিছুটা আলো জানালার মধ্যে প্রবেশ করে ঘরগুলো আরো চমৎকার করল। ডেন্টি ক্রসকে বলল, সৌন্দর্য উপভোগ করো। ভালো লাগবে। তাকাও, দেখ সুন্দর চন্দ্রিমা রাত্রি, আমি এমন একটি রাতে ছবির কাজ করতে পারলে বেশ মজা পেতাম।
ক্রস বলল, নিশ্চয়–
ডেন্টি তার হ্যাট নিল এবং আগ্রহের সাথে বলল, প্রত্যেকেই আমার হ্যাটটি পছন্দ করে। সেও আমাকে বলেছিল, সে হ্যাটটি পছন্দ করে।
সে তোমাকে মজা দিত ক্রস কর্কশভাবে বলল।
তোমার ধারণাটা ঠিক আছে, ডেন্টি বেশ মজা করেই বলল, তার পরেই তার বলার মধ্যে একটা ভিন্নতা ছিল।
তারা ভিলাটির দরজায় ছিল। যেখানে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। ডেন্টি কলিংবেলে চাপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল। বেলটি রীতিমতো বাজছিল কিন্তু কেউই দরজা খুলল না। সে তার পকেট থেকে চাবি বের করে দরজাটি খুলল। তারা লুজির সুইটে প্রবেশ করল।
ডেন্টি ভাবছিল সম্ভবত লুজি অ্যাথেনার সঙ্গে সেবা-এ আছে। তা না হলে হয়তো সে তার নিজ অপারেশনে ব্যস্ত আছে।
ডেন্টি ক্রসকে নিয়ে লিভিং রুমে প্রবেশ করে ওয়াল এবং আসবাবপত্র এলোপাতাড়ি দেখে তারা আশ্চর্য হলো।
সোফার ওপরে অনেক প্রকার প্লাস্টিক ব্যাগ পড়ে আছে। সোফাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারা কিছুই বুঝতে পারল না। ডেন্টি। যিশু এটা কি?
সে ক্রসের দিকে মাথা ঘুরাল ক্রস একটি ছোট বন্দুক তার হাতে নিল। আসবাবপত্রের গায়ে রক্ত, ক্রস বলল, আমাকে তোমায় বলতে হবে, আমি কখনোই তোমার হ্যাটস বিষয়ে ভাবিনি। আমি কখনোই বিশ্বাস করব না একজন ছিনতাইকারী আমার পিতাকে খুন করতে পারবে।
ডেন্টি ভাবছিল, লুজি কোথায়? সে বলল, একটা সাধারণ বন্দুক দ্বারা তাকে থামানো সম্ভব নয়।
ক্রস বলল, তুমি তোমার পুরো জীবনটাই সান্তাডিও-এর জন্য ব্যয় করেছ।
ডেন্টি ক্রসকে আক্রমণ করার জন্য পাশ থেকে সুযোগ নিল। কিন্তু তার আগেই ক্রস তার কাঁধে গুলি করল। ক্রস মনে করল এটা তার দ্বিতীয় বিজয়। তারপরও সে পুনরায় তার বাহুতে গুলি করল। সে পর্যবেক্ষণ করে দেখল তার বাঁচার আশা নেই। তার শরীর থেকে রক্ত স্রোতের মতো বেরুতে লাগল। ঘরের মেঝেতে রক্তের বন্যা বয়ে গেল। ক্রস আশ্চর্য হলো ঠিকই কিন্তু হতভম্ব হলো না; তারপর সে প্লাস্টিকের আসবাবপত্র দিয়ে তার দেহ ঢেকে দিল।