মাইকেল তখন বলল, মনে ভেবো না মানবজাতির সঙ্গে সর্পকুলের দ্বন্দ্ব এক সাধারণ লড়াই এবং তাদের মাথা ও পায়ের ক্ষত এক সাধারণ আঘাতজনিত ক্ষত। আরও বৃহত্তর শক্তির দ্বারা পর্যদস্ত হবে তোমার শত্রু।
তাদের মাথায় আঘাতের অর্থ হলো যে সর্পরূপী শয়তান তোমাদের সঙ্গে প্রতারণা করে তোমাদের পতন ঘটায় সেই শয়তান স্বর্গ হতে তোমাদের পায়ের তলায় নরকে পতিত হবে। সেই শয়তান নীচে থেকে তোমাদের পায়ে ক্ষত সৃষ্টি করলেও অর্থাৎ তারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করলেও কোন মারাত্মক আঘাত হানতে পারবে না। কারণ তোমাদের পরিজ্ঞাতা তোমাদের সব ক্ষত নিরাময় করে দেবেন। কিন্তু তিনি শয়তানকে একেবারে ধ্বংস করলেন না। তিনি শুধু তোমাদের ও সন্তানদের : মধ্য দিয়ে তাদের সব কাজকে ব্যর্থ করে দেবেন। তবে তার জন্য একদিন যা তোমরা করতে পারনি তাই তোমাদের করতে হবে। অর্থাৎ ঈশ্বরের বিধান লঙ্ঘন করার জন্য ন্যায়সঙ্গতভাবে তার যে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দান করেছিলেন তোমাদের সে বিধান অবনত মস্তকে মেনে নিতে হবে তোমাদের। তাঁর আদেশ পালন করে যেতে হবে অকুণ্ঠভাবে। তোমরা তা করলে তোমাদের শত্রুরাও সমুচিত শাস্তি পাবে।
শুধু আক্ষরিক অর্থে আনুগত্য নয়, একমাত্র ঈশ্বরপ্রেমের দ্বারাই ঈশ্বরের বিধানকে সঠিকভাবে মেনে চলা যায়। এই প্রেমের বশবর্তী হয়েই ঈশ্বরপুত্র মানুষের মতো রক্তমাংসের দেহ ধারণ করে অবতীর্ণ হবেন পৃথিবীতে। জীবনে অনেক লাঞ্ছনা ও নিপীড়ন সহ্য করে এক অভিশপ্ত মৃত্যুবরণ করবেন তিনি। যারা তাঁর এই পরিত্রাণে, বিশ্বাস করবে তাদের তিনি নবজীবন দান করে থাকেন।
কিন্তু তার স্বর্গগত লোকেরা পরম পিতা ঈশ্বরের প্রতি তার আনুগত্য ও অটল বিশ্বাসকে ভুল বুঝবে। তিনি যে মানবজাতির পরিত্রাণের জন্য এসেছেন সেকথা বুঝতে পারবে না তারা। তাঁকে তারা ঘৃণা করবে। তাকে বিধর্মী বলে গণ্য করে তার বিচার করবে। বিচারে তাঁর মৃত্যুদণ্ড হবে। তাকে ক্রুসে বিদ্ধ করে নিষ্ঠুরভাবে হত্যা করা হবে। যিনি সমগ্র মানবজাতির জন্য নবজীবনের বাণী নিয়ে এসেছিলেন পৃথিবীতে, তাকে এইভাবে বধ করা হবে।
কিন্তু আসলে তিনি সেই মানবজাতির পাপ, অবৈধ আইন ও শত্রুদেরই বিদ্ধ করলেন। কিন্তু যারা তাকে বিশ্বাস করে তাদের কোন আঘাত করলেন না। কিন্তু তাঁর তখন মৃত্যু হলেও আবার পুনরুজ্জীবিত হয়ে উঠলেন তিনি। মৃত্যু তাকে বেশিদিন আবদ্ধ করে রাখতে পারল না সমাধিগহ্বরে।
তার মৃত্যুর তিন দিন পরে প্রভাতের আলো ফুটে উঠতেই তিনি উঠে পড়লেন তার সমাধিগহুর হতে। মানবজাতির পক্ষ থেকে মৃত্যুর সব দেনা তিনি শোধ করে দেবেন এইভাবে। তোমার মৃত্যুদণ্ড তিনি ভোগ করে মুক্ত করবেন তোমাকে সে দণ্ড হতে। তার এই ঐশ্বরিক কর্ম শয়তানের মাথায় আঘাত করে তার সব শক্তি চর্ণবিচূর্ণ করে দেবেন। শয়তানের দৃষ্টি বহ্নিস্বরূপ পাপ আর মৃত্যুকে এইভাবে পরাস্ত করবেন তিনি।
শয়তানের মাথার গভীরে মৃত্যুর ক্ষত অনুপ্রবিষ্ট হবে, তারা মানুষের পায়ে ক্ষত সৃষ্টি করে বিশেষ কিছু করতে পারবে না। তাতে তার মৃত্যু হলেও সে মৃত্যু হবে সাময়িক এবং তারপর তারা অনন্ত জীবন লাভ করবে।
পুনর্জীবন লাভের পর কিন্তু সেই ঈশ্বরপুত্র বেশিক্ষণ থাকবেন না এই পৃথিবীতে। যে সব ভক্ত শিষ্যরা তাকে বিশ্বাসের সঙ্গে অনুসরণ করবে তাদের কাছে মাঝে মাঝে আবির্ভূত হবেন না। তারা সকল পাপ ও মৃত্যুর অভিশাপ হতে যে মুক্তি লাভ করেছে সে মুক্তির বাণী জগতের মানুষদের মধ্যে প্রচার করার ভার দেবেন তিনি তাদের উপর। তারা নবজাত মানুষদের সব পাপের কলুষ ধুয়ে এক পবিত্র জীবন দান করবে। সেই পবিত্র জীবনে কোথাও মৃত্যু থাকবে না, কারণ তাদের পরিত্রাতা তাদের এই নবজীবনের জন্যই মৃত্যুবরণ করে তাদের চিরমুক্তি দান করে গেছেন ঈশ্বরপুত্র।
সেদিন হতে শুধু আব্রাহামের সন্তানদের মধ্যেই নয়, সমগ্র জগতে আব্রাহামের ধর্ম প্রচারিত হবে। এইভাবে আব্রাহামের বংশ থেকে সমগ্র মানবজাতি উদ্ধারলাভ করবে।
এরপর তার ও তোমার শত্রুদের নির্জিত করে বিজয়গৌরবে আকাশপথে স্বর্গে চলে যাবেন। সেখানে গিয়ে সর্পরূপী শয়তানকে শৃঙ্খল আবদ্ধ করে তার সারা রাজ্যে টেনে টেনে বেড়াবেন এবং পরে নির্জীব অবস্থায় ফেলে দেবেন। তারপর ঈশ্বরের স্বর্গসিংহাসনের পাশে ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে উপবেশন করে পূর্ণ গৌরব ও জ্যোতিতে বিরাজমান হবেন।
পরে পৃথিবীর ধ্বংস ও শেষ বিচারের দিন তিনি পূর্ণ গৌরবে নেমে এসে মৃত আত্মাদের বিচার করে পাপীদের শাস্তি আর পুণ্যাত্মাদের পুরস্কৃত করে তার স্বর্গরাজ্যে স্থান দেবেন। এই পাপ-পুণ্যের বিচারের ফলে পৃথিবী তখন ইডেন থেকে আরও সুন্দরতর হয়ে উঠবে।
এই বলে মাইকেল থামল এবং আদম আনন্দে উৎফুল্ল হয়ে বলল, হে অনন্ত মঙ্গলের বার্তাবহ, এখন বুঝলাম সমস্ত মৃত্যু অর্থাৎ অমঙ্গল থেকে একদিন এক অফুরন্ত মঙ্গলের উদ্ভব হবে। সমস্ত অশুভ শক্তি শুভ হয়ে উঠবে। সৃষ্টির আদিতে যখন অন্ধকার থেকে আলোর সৃষ্টি হয়, সেই আশ্চর্য ঘটনার থেকে এ ঘটনা আরও আশ্চর্যজনক।
এখন আমি সংশয়াম্বিত অবস্থায় ভাবছি, আমার কৃত পাপকর্মের জন্য আমি অনুশোচনা করব, না কি সে পাপ থেকে অনেক মঙ্গলজনক ঘটনার উদ্ভব হবে বলে আনন্দ করব। পরম গৌরব ও মঙ্গলময় ঈশ্বর মানুষের অনেক মঙ্গল সাধন করবেন। সমস্ত রোষাবেগের উপর প্রাধান্য লাভ করবে তার মহিমা।