ইয়েস…স্যার।
খুশির খবর। একমাস ধরে শুধু বোলোঙা স্যান্ডউইচ আর কফি খেয়ে ঘেন্না ঘরে গেছে আমার। এখন আমি এক প্লেট গলদা চিংড়ি স্যালাড আর কড়া টেকুইলা পেতে পারি কি?
চার ঘণ্টা পর, ইতোমধ্যে সুস্বাদু খাবারে পেট ভরে নিয়েছে, জীবনের সবচেয়ে উপভোগ্য ও আরামপ্রদ ঘুমে তলিয়ে গেল ডার্ক পিট।
Page 147 of 147