আমি প্রার্থনা করি স্বর্গীয় পিতা আপনার প্রিয় বিয়োগের নিদারুণ যন্ত্রণার তীব্রতা লাঘব করুন এবং আপনার হৃদয়ে হারিয়ে যাওয়া প্রিয়জনের মধুর স্মৃতি বজায় রাখুন এবং স্বাধীনতার বেদিতে যে অমূল্য ত্যাগ স্বীকার করেছেন তার পবিত্র গর্ব অবশ্যই একান্ত আপনার।’
এ পি জে: বিধবা স্ত্রীদের বিলাপসূচক ক্রন্দনধ্বনি, নিশ্চল বাবা-মা, আমার কোলে এক নিষ্পাপ শিশু এবং প্রতীকী কফিনের সৎকারের স্মৃতি রাষ্ট্রপতি ভবনেও আমাকে তাড়া করে ফিরত। যে কয়েক জন মানুষ চারদিকে রাজনীতি ও সরকারি দপ্তরের রীতিনীতি সংক্রান্ত আচরণবিধির অধীনে চলেন তাঁরা কার্যক্ষেত্রে এবং গবেষণাগারে মানুষকে যে যন্ত্রণা এবং মর্মবেদনা ভোগ করতে হয় তা কি উপলব্ধি করতে পারেন?
এ টি: এর থেকে আপনি কী বার্তা দিতে চান?
এ পি জে: মোমবাতি হওয়ার ভান কোরো না, আলোক দ্বারা আকৃষ্ট মথ হও। সেবার মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা জানো। দেখা যায় রাজনীতির বহিরাঙ্গের সঙ্গে আমরা জুড়ে যাই এবং তাকে রাষ্ট্র গড়ে ওঠা বলে ভুল করি। আত্মত্যাগ, পরিশ্রম এবং সাহসিকতা যে কদাচিৎ দেখা যায় বা দেখি, দেশ প্রকৃত অর্থে তা দিয়ে গড়ে ওঠে।
.
এয়ারবোর্ন সারভেল্যান্স মঞ্চ ভেঙে পড়া আমার জীবনের অন্যতম মর্মান্তিক ঘটনা। আমি যে কত গভীরভাবে বেদনার্ত ছিলাম এই কথোপকথনের বিস্তারিত বিবরণের মাধ্যমে তা প্রকাশিত। সেইসঙ্গে জটিল মিশনের উদ্যোগের ক্ষেত্রে এ যে এক দীর্ঘ কঠিন যাত্রা, কথোপকথন সে ইঙ্গিতও দেয়। কিন্তু এই ধরনের বিপর্যয় আমাদের দৃঢ় হতেও সাহায্য করে।