ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পাহাড়ের পেছনের ঢাল বেয়ে নেমে গেছে তাইতা ও ফেন। মাঝ পথে থেমে পেছনে তাকিয়েছে ওরা-মাথার উপর দিগন্তে দাঁড়ানো দুটি ক্ষুদে অবয়বের দিকে। শেষবারের মতো হাত নেড়েছে মেরেন ও সিদুদু। তারপর ঘোড়া ঘুরিয়ে দিগন্ত রেখায় মিলিয়ে গেছে।
আমরা কোথায় যাচ্ছি? জিজ্ঞেস করল ফেন।
প্রথমে সাগর, বিশাল প্রান্তর এবং তারপর উঁচু পাহাড়ী এলাকা পার হতে হবে আমাদের।
তারপর?
এক গহীন বনে, বিদ্যা ও প্রজননের দেবী সরস্বতীর মন্দিরে।
ওখানে কী পাওয়া যাবে?
একজন জ্ঞানী নারী, তোমার অন্তর্চক্ষু উন্মাচিত করবে সে যাতে তুমি আরও পরিষ্কারভাবে পবিত্র ফন্ট খোঁজে আমাকে সাহায্য করতে পারো।
কতদিন চলবে এই যাত্রা?
আমাদের যাত্রা হবে অন্তহীন, অনন্ত কাল একসাথে চলব আমরা, বলল তাইতা।
খুশিতে হেসে উঠল ফেন। তাহলে মাই লর্ড, এখুনি শুরু করতে হবে।
পাশাপাশি ঘোড়ার পেটে স্পার দাবাল ওরা, এগিয়ে চলল অজানার পথে।
-শেষ-