- বইয়ের নামঃ প্রিলিউড টু ফাউণ্ডেশন
- লেখকের নামঃ আইজাক আসিমভ
- প্রকাশনাঃ সন্দেশ
- বিভাগসমূহঃ অনুবাদ বই, বৈজ্ঞানিক কল্পকাহিন
প্রিলিউড টু ফাউণ্ডেশন
১. গণিতবিদ
প্রিলিউড টু ফাউণ্ডেশন — সয়েন্স ফিকশন
মূল : আইজাক আসিমভ
অনুবাদ : নাজমুছ ছাকিব
গণিতবিদ
ক্লীয়ন প্রথম… ফাস্ট গ্যালাক্টিক এম্পায়ারের সম্রাট প্রথম ক্লীয়ন ছিলেন এ্যান্টান রাজবংশের শেষ বংশধর। জন্ম গ্যালাক্টিক ইরার ১১, ৯৮৮ সালে (হ্যারি সেলডনের জন্ম ঠিক একই বছরে, অনেকেই মনে করেন যে ক্লীয়নের সাথে সেলডনের জন্ম সালটাকে ইচ্ছে করেই মেলানো হয়েছে, যেহেতু ট্র্যান্টরে আগমনের কিছুদিন পরেই ক্লীয়নের সাথে সেলডন দেখা করেছিলেন)। মাত্র বাইশ বছর বয়সে সম্রাট প্রথম ক্লীয়ন ক্ষমতাসীন হন। সেই সময় গ্যালাক্সির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে বিরাজ করছিল সীমাহীন অরাজকতা, বিশৃঙ্খলা। কিন্তু ইতিহাসে ক্লীয়নের সুদীর্ঘ শাসনকালকে চিহ্নিত করা হয় নিরবিচ্ছিন্ন শান্তি ও সমৃদ্ধির যুগ হিসেবে। ধারণা করা হয়ে থাকে যে এই শান্তি ও সমৃদ্ধির পিছনে মূল অবদান ছিল ক্লীয়নের চীফ-অব-স্টাফ ইটো ডেমারজেলের। অথচ ইতিহাসবিদরা এই ইটো ডেমারজেলের ব্যাপারে পর্যাপ্ত কোনো তথ্য আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি, কারণ সে সর্বদাই নিজেকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখত।
ক্লীয়ন নিজে…
—-এনসাইক্লোপেডিয়া গ্যালাক্টিকা
০১.
ছোটখাটো একটা হাই তুলতে গিয়েও তুললেন না ক্লীয়ন। বললেন, হ্যারি সেলডন এই নামের কোনো লোককে তুমি চেন, ডেমারজেল, বা নামটা কখনো শুনেছ?
দশ বছরের কিছু বেশি হয়েছে ক্লীয়ন সিংহাসনে বসেছেন। এই সময়ের মাঝে তিনি হাতে গোনা কয়েকবার জমকালো রাজকীয় পোশাক, আলখাল্লা–যে পোশাকগুলো পরিধান করলে তাকে মহান সম্রাটের মতোই মনে হয় সেগুলো পরিধান করে জনসমক্ষে হাজির হয়েছেন। পিছনের দেয়ালের কুলুঙ্গিগুলোতে পূর্বপুরুষদের হলোগ্রাফের সাথে তার নিজের হলোগ্রাফও আছে একটা, এমনভাবে রাখা যেন এক নজর তাকিয়েই সবাই বুঝতে পারে যে তিনি পূর্বপুরুষদের চেয়েও অনেক মহিমান্বিত।
এই হলোগ্রাফ তৈরির সময় ছল-চাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে। হলোগ্রাফ এবং বাস্তব ক্লীয়নের সাথে যথেষ্ট অমিল। যেমন বাস্তবে ক্লীয়নের চুলের রং হালকা বাদামী, হলোগ্রাফে চুলের রং ঠিকই আছে কিন্তু যথেষ্ট পাতলা। বাস্তবে ক্লীয়নের মুখে একটা অসঙ্গতি চোখে পড়ে। তার উপরের ঠোঁটের ডান কোণা বাদিকের চেয়ে খানিকটা বাকা হয়ে ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় উপরের দিকে উঠে থাকে সবসময়ই। হলোগ্রাফে এই অসঙ্গতিটুকু ফুটিয়ে তোলা হয়নি। এছাড়াও হলোগ্রাফে তার উচ্চতা যা দেখানো হয়েছে বাস্তবে তার উচ্চতা আরো কমপক্ষে ২ সে. মি. কম। তিনি উঠে গিয়ে যদি হলোগ্রাফের পাশে দাঁড়ান তাহলেই ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে।
এটাই ক্লীয়নের ক্ষমতায় অভিষেকের হলোগ্রাফ। তখন তিনি ছিলেন তরুণ এবং সুদর্শন। অবশ্য এখনো তিনি সুদর্শন এবং গুরুগম্ভীর আর জটিল রাজকীয় আচার অনুষ্ঠান থেকে যখন মুক্ত থাকেন, তার মুখে ভালোমানুষী স্পষ্ট হয়ে ফুটে উঠে।
দীর্ঘদিনের পরিচর্যিত এবং পরিশিলীত সুরে জবাব দিল ডেমারজেল, হ্যারি সেলডন? নামটা অপরিচিত, সায়ার। আমি কী জানার চেষ্টা করব?
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গতরাতে এই লোকটার কথা আমাকে বলেছে। ভেবেছিলাম তুমি জানো।
ভুরু কুঁচকালো ডেমারজেল। তবে খুবই সামান্য, এতই সামান্য যে চোখে না পড়ার মতোই, কারণ সম্রাটের সামনে কোনোরকম বিরক্তি প্রকাশ করার নিয়ম নেই। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর উচিত ছিল কথাটা প্রথমে আমাকে জানানো যেহেতু আমি চীফ-অব-স্টাফ। সবাই যদি ছোটখাটো ব্যাপার নিয়েও আপনাকে বিরক্ত করা শুরু করে।
হাত তুললেন ক্লীয়ন, সাথে সাথে থেমে গেল ডেমারজেল। আহ্ ডেমারজেল, সবসময় নিয়ম কানুন মেনে চলা যায় না। গতরাতের অভ্যর্থনার সময় আমি কুশলাদি জানার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সামনে একটু দাঁড়িয়েছিলাম। ওই সময়েই সে কথাগুলো আমাকে বলে আর আমিও না শুনে পারিনি। কারণ বিষয়টা আমাকে বেশ আকৃষ্ট করেছে।
আকৃষ্ট করেছে? কেন, সায়ার?
দেখো, পুরনো দিনের মতো গণিত আর বিজ্ঞান সাধনা নিয়ে মানুষের মাঝে এখন কোনো ধরনের উন্মাদনা নেই। এইসব বিষয়ে মানুষের আগ্রহ বোধহয় পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। হয়তো সবাই ধরে নিয়েছে যে মানুষের সুখ ও কল্যাণের জন্য যা যা আবিষ্কার করা প্রয়োজন বিজ্ঞান তার সবই আবিষ্কার করে ফেলেছে, তোমার কী মনে হয়? তারপরেও অসম্ভব এবং অকল্পনীয় অনেক কিছু এখনো ঘটতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আপনাকে এগুলো জানিয়েছে, সায়ার?
হ্যাঁ, হ্যারি সেলডন একটা গণিত সম্মেলনে যোগ দেওয়ার জন্য ট্র্যান্টরে এসেছে। কী কারণে জানি না সম্মেলনটা প্রতি দশ বছর পর পর অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আমাকে জানায় যে এই হ্যারি সেলডন প্রমাণ করে দেখিয়েছে। যে গাণিতিক সূত্রের সাহায্যে ভবিষ্যতে কী ঘটবে তা আগাম বলে দেওয়া সম্ভব।
মুখে খানিকটা হাসি ফুটিয়ে তুলল ডেমারজেল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নিঃসন্দেহে তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে হয় তিনি বুঝতে ভুল করেছেন অথবা এই গণিতবিদ ভুল ব্যাখ্যা দিয়েছে। আগাম ভবিষ্যদ্বাণী করা, এগুলো তো শিশুদের রূপকথা।