এবার মাথা নুইয়ে পা টিপে টিপে হার্ভেদের ব্যাকইয়ার্ডের উদ্দেশে এগোল কিশোর।
অ্যাই, তুমি এখানে কী করছ? পিছন থেকে একটি কণ্ঠস্বর বলে উঠল।
আঁতকে উঠল কিশোর। বাঘা ডাক ছাড়ল। ওদের পিছনে দাঁড়িয়ে জুলিয়া।
ওহ, আহ, হাই, বলল কিশোর।
আমাদের ব্যাকইয়ার্ডে কী করছ তুমি?
লাল হয়ে গেল কিশোরের মুখের চেহারা। কী জবাব দেবে?
শেষমেশ ঠিক করল জুলিয়াকে সত্যি কথাটা বলে দেবে।
চটপট খাবারচোরের কথা ব্যাখ্যা করল ও। এবং জুতোর ফিতেটার কথা বলতেও ভুলল না। আরও জানাল পার্কে কীভাবে রয়কে কুকি চুরি করতে দেখেছে।
কাজেই আমি তোমার ভাইয়ের ওপর গোয়েন্দাগিরি করতে এসেছি, স্বীকার করল ও। ওর কোন জুতোয় কিংবা স্কেটে সাদা কালো ফিতে আছে কিনা দেখব।
চোখ সরু করল জুলিয়া।
ও, তুমি এ জন্যে এখানে এসেছ?
হ্যাঁ।
দারুণ! হাততালি দিয়ে উঠল জুলিয়া। আমি তোমাকে সাহায্য করব। শুনে খুব মজার কাজ বলে মনে হচ্ছে।
মৃদু হেসে মাথা ঝকাল কিশোর।
চলো, রয় ঘরে নেই। ওর রুমে গিয়ে ঢুকি। বলল জুলিয়া।
কিন্তু আমার কুকুরের কী হবে?
পিছনের বারান্দায় ওকে আটকে রাখতে পারো, বলল জুলিয়া।
কিশোর বাঘাকে একবার জড়িয়ে ধরল।
ভাল হয়ে থাকিস,বলল।
এবার বারান্দার রেলিঙের সঙ্গে ফিতেটা বেঁধে দিল ও। তারপর জুলিয়ার সঙ্গে তড়িঘড়ি বাড়ির ভিতর ঢুকল। সিঁড়ি বেয়ে সন্তর্পণে দোতলায় উঠে এল। হলের শেষ প্রান্তে রয়ের কামরা।
নাক টিপে ধরো। ও নোংরার হদ্দ। কাপড়চোপড় ধোয় না, সতর্ক করল জুলিয়া।
নাক না টিপলেও শ্বাস চেপে রাখল কিশোর। অন্যের ঘরে ঢুকছে বলে কেমন ভয়-ভয় করছে।
বলেছিলাম না? দরজা খুলে বলল জুলিয়া। কিশোর মাথা ঝাঁকিয়ে ঢোক গিলল। মেঝেময় টি শার্ট আর মোজা ছড়ানো। ময়লা কাপড় উঁই করা বিছানার উপরে। এখানে ও ঘুমায়। কীভাবে, ভাবল কিশোর।
জুলিয়া একজোড়া পুরানো কালো হাই-টপ তুলে ধরল।
ও রোজ এগুলো পরে। আজকে অবশ্য স্যাণ্ডেল পরেছে, বলল ও।
জুতোজোড়া দেখে নিল কিশোর। কালো ফিতে।
ওর ইন-লাইন স্কেটজোড়া কোথায়? প্রশ্ন করল।
ক্লজিটে, জানাল জুলিয়া।
ঘরের ওপ্রান্তে প্রকাণ্ড এক ওয়াক-ইন ক্লজিট আঙুল ইশারায় দেখাল ও।
দেখতে পারি?
নিশ্চয়ই জানাল জলিয়া।
কিশোর আর জুলিয়া ক্লজিট খুলে পা রাখল ভিতরে।
এই যে, বলে ভারী এক স্কেট তুলল জুলিয়া। তবে ফিতে নীল সবুজ।
মাথা ঝাঁকাল কিশোর। এবার ঝুঁকে বসল এক সার জুতো দেখার জন্য। ক্লজিটের পিছনের দেয়ালে সার বেঁধে রাখা হয়েছে ওগুলোকে।
একজোড়া বাদামি লোফার-ফিতে নেই।
একজোড়া সাদা হাই-টপ-সাদা ফিতে।
একজোড়া পুরানো, ছেঁড়া সবুজ বাস্কেটবল শুনোংরা সবুজ ফিতে।
এবং একজোড়া ধূসর চামড়ার রানিং শু-উজ্জ্বল নীল ফিতে।
নাহ, এগুলো নয়, বলল কিশোর। ওর আর কোন জুতো আছে?
না, শুধু রাগবি ক্লিটস। ওগুলো কালো৷ ফিতেগুলোও কালো।
আচ্ছা, চলো, বলল কিশোর।
কিন্তু জুলিয়া ক্লজিট থেকে যেই বাইরে পা রাখতে যাবে, দড়াম করে বন্ধ হয়ে গেল দরজা।
অ্যাই, দরজা খোলো! চেঁচাল জুলিয়া। সর্বশক্তিতে ঠেলা দিল। ক্লজিটের দরজায়, কিন্তু নড়ল না ওটা।
আটকা পড়েছে ওরা!
সাত
বাঁচাও! বাঁচাও! চেঁচাল জুলিয়া। দুমাদুম কিল মারছে ক্লজিটের দরজায়।
কিশোরও ঠেলা দিল দরজায়, কিন্তু খুলতে পারল না।
নবটা ঘোরানো যাচ্ছে না। আটকে গেছে! চেঁচিয়ে বলল কিশোর। ক্রমাগত দরজায় কিল মেরে চলল ওরা, কিন্তু কোন কাজ হলো না।
হঠাই দরজার ওপাশ থেকে কাউকে খিকখিক করে হাসতে শুনল ওরা।
হি হি হি, খুদে ইঁদুরের গুষ্টি! রয়ের কণ্ঠ। ঠিক হয়েছে। অন্যের ঘরে উঁকি দেয়ার উচিত শাস্তি হয়েছে। তোমাদেরকে আর ছাড়ছি না!
দরজা খোলো, রয়, এক্ষুনি, চেঁচাল জুলিয়া।
না, তোমরা ফাঁদে পড়েছ। চিরদিনের জন্যে!
খোলো, নইলে মাকে বলে দেব, চেঁচাল জুলিয়া।
মুহূর্তের জন্য নীরব হয়ে গেল ঘরটা। এবার দরজাটা খুলে গেল ঝটকা দিয়ে। ট্যান শর্ট, ঘামে ভেজা টি-শার্ট আর স্যাণ্ডেল পরে রয় দাঁড়িয়ে।
আহা রে, মাকে বলে দেব! ভেঙাল রয়! কী বলবে? আমার ঘরে চুরি করতে ঢুকে গোয়েন্দাগিরি করছিলে? যাও, বেরোও এখান থেকে!
জুলিয়াকে বোকো না, সব দোষ আমার। আমি বের করার চেষ্টা করছি কে এলাকায় খাবার চুরি করছে, বলল কিশোর।
তো?
তো কালকে তোমাকে দেখেছি পার্কে কুকি চুরি করতে। চোখ উল্টাল রয়।
পিকনিকের একটা ছেলে আমার বন্ধু। আমরা একে অন্যের কুকি ছিনিয়ে নিই। এটা আমাদের একটা খেলা।
ওহ, বলে গলা খাঁকরে নিল কিশোর। কিন্তু কালকে রাতে? তুমি কি বেড়া টপকে রবি রেসের বাসায় ঢুকেছিলে? খাবার চুরি করেছিলে ওখান থেকে?
হেসে উঠল রয়।
আমি কাল রাতে বাসাতেই ছিলাম না। বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছিলাম।
ওহ, বলল কিশোর। মুখের চেহারা রক্তবর্ণ।
বেরোও এখান থেকে, জুলিয়া, বলে বোনের বাহু চেপে ধরল রয়। তুমিও, গোয়েন্দা কিশোর।
নিঃশব্দে বেরিয়ে এল ওরা।
এবার দীর্ঘশ্বাস ফেলল কিশোর।
তোমাকে বিপদে ফেলার জন্যে দুঃখিত।
ও কিছু না, বলল জুলিয়া। বরং বেশ একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। তোমার আর কোন সাহায্য দরকার?
না, ধন্যবাদ। যাই, বাড়ি যাই।
ঠিক আছে, বলল জুলিয়া। পরে আবার এসো। আবারও গোয়েন্দাগিরি করা যাবে।
বাঘার ফিতে খুলতেই ও লালাফি, টানাটানি আরম্ভ করল। লেজ