.
ডুগি মাথা ডলছে।
মুসা, ক্লজিটে এত জিনিস ঠুসেছ কেন? তোমার স্কেটে লেগে মাথায় ব্যথা পেয়েছি। বলল।
গুণে ফেললাম ঝটপট। চার! সবাই ঠিকঠাক মত ফিরতে পেরেছি।
এতক্ষণ এসব কী ঘটল বলো তো? কিশোর বলল।
এ নিয়ে কালকে কথা বলা যাবে, বলল রবিন।
বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিলাম আমরা। বুজে এল চোখ।
.
বাসার কাউকে কিছু বলিনি আমরা। বললে বিশ্বাস করবে না, অযথা ঝামেলা বাড়িয়ে লাভ কী? আসলে কেউই বুঝবে না এবং বিশ্বাসও করবে না। ওখানে নিজেরা গেলে বিশ্বাস করত।
তা তোমাদের ভাগ্য ভাল, তোমরা অমন বিপদে পড়নি। যারা পড়েছে। তাদের পরামর্শটা নাও। মাঝরাতে যদি তোমার ক্লজিট থেকে দুপ-দাপ শব্দ আসে তা হলে স্রেফ উপেক্ষা করবে।
আমারও তা-ই করা উচিত ছিল।
Page 10 of 10