দূর, কি যে বলো তুমি, সেই কারিগরই নেই। চমৎকার একটা হার তুলে নিয়ে দাদীকে দিয়ে বললেন দাদা, নাও, এটা তোমাকে দিয়ে দিলাম। পরো।
সলজ্জ হাসি হেসে দাদী বললেন, তোমার মাথায় দোষ পড়েছে! এই বুড়ো বয়েসে এ হার পরে আমি কি করব! বললেন বটে, কিন্তু হারটা নিয়ে পরে ফেললেন।
হাসলেন দাদা। বললেন, দারুণ মানিয়েছে। আমাদেরকে সাক্ষি মানলেন, কি বলিস, মানিয়েছে না?
সাংঘাতিক! আমার আগেই বলে উঠল মুসা।
কিশোর বলল, এক কাজ করব, দাঁড়াও, তোমার পা-টা ভাল হয়ে গেলে তোমাদের বিবাহ বার্ষিকী পালন করব আমরা…
কিন্তু তার তো অনেক দেরি আছে, দাদা বললেন।
তাতে কি? আমাদের খাতিরে আগামই নাহয় করে ফেললে। বাসর ঘর সাজিয়ে দেব তোমাদের।
কৃত্রিম মুখ ঝামটা দিয়ে একটা কিছু বলতে যাচ্ছিলেন দাদী, এই সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল আক্কেল আলী। ভীষণ উত্তেজিত। বলল, হুজুর, একটা সাংঘাতিক খবর আছে! নন্দী পাড়ার সাহেব মিয়া এসেছে। আমাদের যে জমিগুলো নদীতে ডুবে গিয়েছিল বহুকাল আগে, আবার নাকি ভাসছে। চর জেগেছে, হুজুর, চর জেগেছে!
খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন দাদা। তারপর বিড়বিড় করলেন, সরকারদের সৌভাগ্য! শুরু হয়ে গেল আবার! আক্কেল আলীর দিকে মুখ তুলে বললেন, জাগবেই, জাগতেই হবে। আবার আমাদের সব হবে! আসল জিনিসই ফিরে এশেছে যে! জিনিসগুলোর দিকে ইঙ্গিত করলেন তিনি।
আনন্দে দাদীর চোখে পানি এসে গেছে। প্রচণ্ড আগে সইতে না পেরে উঠে এসে আমার কপালে চুমু খেয়ে মাথাটা বুকের সঙ্গে চেপে ধরলেন নীরবে।
একে একে মুসা আর কিশোরকেও চুমু খেলেন। তারপর বললেন, সরকার বাড়ির সৌভাগ্য ওই সোনার জিনিস নয়, আমার এই তিনটি রত্ন। ওরা ঘরে এসেছে। বলেই না ভাগ্য ফিরতে শুরু করেছে আমার, বুঝতে পারছি সোনাদানায় আবার ভরে উঠবে এই বাড়ি!
জমিদার-দাদার বাড়িতে এরপর মহাআনন্দে কাটতে লাগল আমাদের দিন।
নতুন কিছু আর বলার নেই।
ও হ্যাঁ, আরেকটা কথা জানার জন্যে নিশ্চয় কৌতূহল হচ্ছে তোমাদের; শফিকুর রহমান মধু মুন্সীর ছেলে–দাদার এই অনুমানটা সত্যি কিনা প্রমাণ করা গেল না, কারণ ধরা গেল না তাকে। পুলিশ তার ঠিকানায় খোঁজ নিতে গিয়ে দেখে, ঘরের তালা বন্ধ। বাড়িওয়ালা জানাল, আগের রাতে নাকি তড়িঘড়ি করে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে লোকটা। বলে গেছে, আর আসবে না। দামী গাড়িটাও নাকি তার নিজের ছিল না, ভাড়া, রেন্ট-অ্যা-কার কোম্পানি থেকে নিয়েছিল।
তবে যাই হোক, শফিকুর রহমান ধরা পড়ুক আর না পড়ুক, বিপদ কেটে গেছে। দাদা-দাদীর মুখে হাসি ফুটাতে পেরে আমরা খুব খুশি। নিশ্চয়ই তোমরাও খুশি?