যা-ই বলো, ট্যালেন্ট আছে মেয়েটা। নাম করে ফেলবে।
খানসামাটি কে, চিনতে পেরেছ ভুরু নাচাল রবিন।
আরে তাই তো, বার্ব এনুডা!
দুজনের অভিনয় দেখতে দেখতে হাসি ফুটল মুসার মুখে। ঠিকই হয়েছে। যেখানে যাওয়ার কথা ওদের, ঠিক সেখানেই গেছে।
এক পর্যায়ে হাসি আর চেপে রাখতে পারল না কিশোর। হো হো করে হেসে উঠল। চমৎকার হাসির অভিনয় করছে ডায়না আর এনুডা। হাসল মুসাও। তারপর হঠাই যেন সংবিৎ ফিরল। আরে, দাঁড়িয়ে আছি কেন এখনও! চলো! চলো!
একটা দোকানের দিকে ছুটল সে। হালউইন ক্যাভি কেনার জন্যে।
Page 28 of 28