হাদীস নং ২০৯৪
কুতাইবা রহ………জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত যে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মক্কা বিজয়ের বছর মক্কায় অবস্থানকালে বলতে শুনেছেন : আল্লাহ তা’আলা ও তাঁর রাসূল শরাব, মৃত জন্তু, শুকর ও মূর্তি কেনা-বেচা হারাম করে দিয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ ! মৃত জন্তুর চর্বি সম্পর্কে আপনি কি বলেন ? তা দিয়ে তো নৌকায় প্রলেপ দেওয়া হয় এবং চামড়া তৈলাক্ত করা হয় আর লোকে তা দ্বারা জ্বালিয়ে থাকে। তিনি বললেন, না, তাও হারাম। তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা’আলা ইয়াহুদীদের বিনাশ করুন। আল্লাহ যখন তাদের জন্য মৃতের চর্বি হারাম করে দেন, তখন তারা তা গলিয়ে বিক্রি করে মূল্য ভোগ করে। আবু আসিম রহ…….আতা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, জাবির রা.-কে (হাদীসটি) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি।
হাদীস নং ২০৯৫
আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….আবু মাসউদ আনসারী রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময় এবং গণকের পারিতোষিক (গ্রহণ করা) থেকে নিষেধ করেছেন।
হাদীস নং ২০৯৬
হাজ্জাজ ইবনে মিনহাল রহ……..আউন ইবনে আবু জুহায়ফা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে দেখেছি যে, তিনি একটি শিংগা লাগানেওয়া গোলাম কিনলেন। তিনি তার শিংগা লাগানোর যন্ত্র ভেঙ্গে ফেলতে নির্দেশ দিলে তা ভেঙ্গে ফেলা হল। আমি তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের মূল্য, কুকুরের মূল্য, দাসীর (ব্যভিচারের মাধ্যমে) উপার্জন করা থেকে নিষেধ করেছেন। আর তিনি শরীরে উলকি অংকনকারী ও উলকি গ্রহণকারী, সূদখোর ও সূদ দাতার উপর এবং (জীবের) ছবি অংকনকারীর উপর লা’নত করেছেন।
সলম অধ্যায় (২০৯৭-২১১৩)
হাদীস নং ২০৯৭
আমর ইবনে যুরারা রহ……..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন তখন লোকেরা এক বা দু’বছরের বাকীতে (রাবী ইসমাঈল সন্দেহ করে বলেন, দু’ অথবা তিন বছরের (মেয়াদে) সলম (পদ্ধতিতে) বেচা-কেনা করত। এতে তিনি বললেন,) যে ব্যক্তি খেজুরের সলম করতে চায় সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওযনে সলম করে।
হাদীস নং ২০৯৮
মুহাম্মদ রহ……..ইবনে আবু নাজীহ রহ. থেকে নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওযনে (সলম করার কথা) বর্ণিত রয়েছে।
হাদীস নং ২০৯৯
সাদাকা রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন তখন মদীনাবাসী ফলে দু’ ও তিন বছরের মেয়াদে সলম করত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : কোন ব্যক্তি সলম করলে সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওযনে নির্দিষ্ট মেয়াদে সলম করে।
হাদীস নং ২১০০
আলী ইবনে আবদুল্লাহ রহ……..ইবনে আবু নাজীহ রহ. সূত্রে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করে।
হাদীস নং ২১০১
কুতাইবা রহ………ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মদীনা) আসেন এবং বলেন, নির্দিষ্ট ওযনে ও নির্দিষ্ট মেয়াদে (সলম) কর।
হাদীস নং ২১০২
আবুল ওয়ালীদ রহ. ইয়াহইয়া রহ. ও হাফস ইবনে উমর রহ…….মুহাম্মদ অথবা আবদুল্লাহ ইবনে আবুল মুজালিদ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে হাদ ও আবু বুরদাহ রহ.-এর মাঝে সলম কেনা-বেচার ব্যাপারে মতভেদ দেখা দিলে তাঁরা আমাকে ইবনে আবু আওফা রা.-এর নিকট পাঠান। আমি এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর রা.-এর যুগে আমরা গম, যব, কিসমিস ও খেজুরের সলম করতাম। (তিনি আরো বলেন) এবং আমি ইবনে আবযা রা.-কে জিজ্ঞাসা করলে তিনিও অনুরূপ বলেন।
হাদীস নং ২১০৩
মূসা ইবনে ইসমাঈল রহ………মুহাম্মদ ইবনে আবু মুজালিদ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে সাদ্দাদ ও আবু বুরদাহ রহ. আমাকে আবদুল্লাহ ইবনে আবু আওফা রা.-এর কাছে পাঠান। তাঁরা বললেন যে, (তুমি গিয়ে) তাকে জিজ্ঞাসা কর, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সাহাবায়ে কিরাম গম বিক্রয় কি সলম (পদ্ধতি গ্রহণ) করতেন ? আবদুল্লাহ রা. বললেন, আমরা সিরিয়ার লোকদের সঙ্গে গম, যব ও কিসমিস নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। আমি বললাম, যার কাছে এসবের মূল বস্তু থাকত তাঁর সঙ্গে ? তিনি বললেন, আমরা এ সম্পর্কে তাদের জিজ্ঞাসা করিনি।তারপর তাঁরা দু’জনে আমাকে আববদুর রহমান ইবনে আবযা রা.-এর কাছে পাঠালেন এবং আমি তাকে (এ ব্যাপারে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সাহাবীগণ সলম করতেন, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করতেন যে, তাদের কাছে মূল বস্তু মওজুদ আছে কি-না।
হাদীস নং ২১০৪
ইসহাক ওয়াসিতী রহ……….মুহাম্মদ ইবনে আবু মুজালিদ রহ. থেকে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, আমরা তাদের সঙ্গে গম ও যবে সলম করতাম।