M বন্ডকে বললেন, তাস খেলার ঘরে আমরা কফি আর ব্রান্ডি খাব। ওখানে সিগারেট খাওয়া বারণ। আর কোন মতলব আছে।
বন্ড বলল, চরম আঘাত হানার আগে ধাপে ধাপে ড্রাক্সের লোভটা আমাকে বাড়িয়ে যেতে হবে। তাই আমাকে চড়া বাজি ধরতে দেখলে ঘাবড়াবেন না। উপযুক্ত সময় না আসা পর্যন্ত আমরা যেমন খেলে থাকি তেমনি খেলে যাব। ড্রাক্স তাস বিলি করার সময় আমাদের সাবধান হতে হবে। তিনি অবশ্য তাস বদল করতে পারবেন না। আমাদের ভাল তাস বিলি না করারও কোন কারণ নেই। কিন্তু নিশ্চয়ই তিনি কয়েক বার আকস্মিক ও প্রচণ্ড আক্রমণ করে যে সফল হবেন তাতে কোন সন্দেহ নেই। ড্রাক্সের বাঁ পাশে বসলে আপনার আপত্তি হবে? M বললেন না। বন্ড একটু চিন্তা করে আবার বলল, শুধু একটা কথা, স্যার। সময় হলে আমার কোটের পকেট থেকে সাদা একটা রুমাল আমি বার করব। তার মানে এমন হাত আপনাকে বিলি করা হচ্ছে যার মধ্যে নহলার ওপরে কোন তাস নেই। সেই দানের ডাকটা আমার ওপর দয়া করে ছেড়ে দেবেন।
.
সেয়ানে সেয়ানে
ড্রাক্স আর মেয়র তাদের জন্য অপেক্ষা করছিলেন। হাভানা চুরুট টানছিলেন তারা চেয়ারে বসে বসে। M আর বন্ড যখন পৌঁছাল, ড্রাক্স তখন একটা নতুন তাসের প্যাকেটের কাগজের মোড়কটা ছিঁড়ছিলেন।
ড্রাক্সের বাঁ পাশে বন্ড বসল। একজন ওয়েটারকে ডেকে M বললেন, কফি আর ক্লাব ব্রান্ডি।
M এর দিকে তাকিয়ে ড্রাক্স প্রশ্ন করলেন, বাজিটা কি? One and One নাকি তার বেশি? Five and Five পর্যন্ত খেলতে আমি রাজি। তীক্ষ্ণ গলায় ড্রাক্স প্রশ্ন করল, তোমার বন্ধু জানে তো বাজিটা কি?
M এর হয়ে বন্ড উত্তর দিল, জানি। তারপর ড্রাক্সের দিকে তাকিয়ে বলল, আজ রাতে নিজেকে খুব দরাজ বলে মনে হচ্ছে। আমার কাছ থেকে কত জিততে চান? ড্রাক্স হেসে বললেন, তোমার বন্ধু জানে তো বাজিটা কি?
M এর হয়ে বন্ড উত্তর দিল, জানি। তারপর ড্রাক্সের দিকে তাকিয়ে বলল, আজ রাতে নিজেকে খুব দরাজ বলে মনে হচ্ছে। আমার কাছ থেকে কত জিততে চান? ড্রাক্স হেসে বললেন, তোমার প্রত্যেকটা পয়সা। কত হারতে। পারবে? বন্ড বলল, সবটা ফুরিয়ে গেলে আপনাকে বলব। হঠাৎ সে নির্মম হয়ে উঠল। শুনেছি আপনার বাজির সীমা Five and Five সেই বাজিতেই খেলা যাক। বন্ড টের পেল তার কপালটা ঘেমে উঠেছে।
ড্রাক্স তার দিকে চাইলেন, তার দৃষ্টিতে ফুটে উঠেছে তীব্র বিদ্রূপ আর অবিশ্বাস।
বন্ড লক্ষ্য করল M এর সমস্ত মুখ টকটকে লাল হয়ে উঠেছে। M জানালেন, যদি বলতে চাও সঙ্গীর হারের টাকা দেবার ক্ষমতা আমার আছে কিনা–তাহলে বলব হ্যাঁ। ড্রাক্স বললেন, চড়া বাজির খেলা আমার অবশ্যই পছন্দ। তাস বিলি করতে করতে তিনি বললেন, তাহলে শুরু করা যাক্।
এই চড়া বাজি সম্পর্কে সমস্ত দ্বিধা, সঙ্কোচ, ভয় বন্ডের মন থেকে হঠাৎ মুছে গেল। তার মনে তখন একমাত্র প্রতিজ্ঞা এই বনমানুষটাকে এমন শিক্ষা দিতে হবে, জীবনে সেটা যাতে না ভোলে। এমন একটা প্রচণ্ড আঘাত তাকে হানতে হবে যাতে চিরকাল তার মনে থাকে আজকের সন্ধ্যা।
খেলার শুরুত্বের জন্য মুনরেকারের কথা সম্পূর্ণ ভুলে গেল বন্ড। এটা দুজন মানুষের মধ্যে ব্যক্তিগত লড়াই।
ড্রাক্সকে তাঁর দু-হাতের নিচেকার সিগারেট কেসের দিকে মাঝে মাঝে তাকাতে লক্ষ্য করল বন্ড। বুঝতে পারল সিগারেট কেসের ওপর দিয়ে তাসগুলো বিলি করার সময় ঠাণ্ডা মাথায় ড্রাক্স সেগুলোকে মনে মনে মুখস্থ করে চলেছেন। বন্ড খেলার দিকে মন দিল। তাসগুলো তুলল বন্ড। হাতটা সাধারণ। বড় জোর আড়াইটা ট্রিক।
ড্রাক্স বললেন, থ্রি ক্লাবস।
বন্ড দিল নো বিড।
মেয়ার হাঁকালেন চারটে ক্লাস।
M দিলেন নো-বিড।
বন্ড বুঝল ড্রাক্সের হাতে গেম করার ডাক দেবার মত তাস এবার নেই। সে ভাবল সম্ভবত আমাদের হাতে সবগুলো হার্টস আছে। দেখা গেল M এর হাতে হার্টস ছিল না। ছিল সাহেব ছাড়া ডায়মন্ডের অনেক ছোট বড় তাস। সাহেবটা ছিল মেয়ারের হাতে। তিনটের ডাক দেবার মত তাস ড্রাক্সের ছিল না। বাকি ক্লাবগুলো মেয়ারের হাতে।
পরের দান তাস বিলি করতে করতে বন্ড ভাবল, আমাদের কপাল ভাল–ওরা গেম দিতে পারেনি।
তাদের কপাল ভালই চলতে থাকল। বন্ড প্রথমে কল দিল–একটা নো-ট্রাম্প। M সেটা বাড়িয়ে করলেন তিন। একটা বাড়তি পিঠ নিয়ে খেলা করল তারা। মেয়ারের দানে পাঁচটা ডায়মন্ডের ডাকে ড্রাক্সরা একটা ডাউন খেলেন। কিন্তু পরের দানে M প্রথম ডাক দিলেন ফোর স্পেডস্। তিনটে ছোট ছোট রঙ ছাড়া বন্ডের হাতে ছিল অন্য রঙের একটা সাহেব আর বিবি। তারা গেম এবং রাবার করল।
M আর বন্ড এর প্রথম রাবার। বিরক্ত হয়ে উঠল ড্রাক্সের মুখটা। এই রাবার-এ তিনি হারলেন ৯০০ পাউন্ড।
ড্রাক্স বললেন, সোজাসুজি খেলা চলুক। কে ডিল করবে সেটা নিয়ে কাট করার দরকার নেই। M বললেন আপত্তি নেই। দেখা গেল ড্রাক্সের খুশি হবার যথেষ্ট কারণ ছিল। পরের হাতে তিনি এবং মেয়ার স্পেস্-এর খেয়াল করলেন স্মল স্ল্যাম । এই খেলার মধ্যে ছিল রোমাঞ্চকর দুটো তাসের চাল। বন্ডের মনে হল এবার সামান্য একটা খোঁচা দেওয়া দরকার।
বন্ডকে ড্রাক্স তাস কেটে দিলেন। তাস বিলি করার সময় বন্ড টের পেল ড্রাক্স খুঁটিয়ে দেখছেন।
খেলা চলল প্রায় সমান সমান। এবার তাসের মোড় ঘুরল। হার্টস-এর ডাক দিয়ে বন্ড করল স্মল স্ল্যাম এবং পরের দানে M করলেন তিনটে নো ট্রাম্পস্-এর খেলা। ড্রাক্সের ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে বন্ড হাসল। দারুণ রেগে দাঁত দিয়ে ড্রাক্স নখ কাটছিলেন।