দোহাই তোমার, আমাকে ওল্ডম্যান বলা থামাও। বন্ডের মনে প্রথমে এই কথাটাই এল–যেন কেউ একটা জ্বলন্ত বাড়ির মধ্যে আগুন থেকে বাঁচাবার জন্য সবচেয়ে তুচ্ছ জিনিসটা কুড়িয়ে নিচ্ছে।
দুঃখিত, ওল্ডম্যান। এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ব্লডি জেন্টলম্যান হতে চেষ্টা করার ফল। এই পোশাকের মতই। এসব পোশাক-ডিপার্টমেন্টের। ওরা বলেছিল এগুলো পরলে লোকের চোখে ধূলো দিতে পারব। সেটা পেয়েছি–তাই না, ওল্ডম্যান মনে হয় এসব ব্যাপারের মানে কি তুমি জানতে চাও? খুশি হয়েই বলব। তোমার বিদায় নেবার আগে হাতে আধঘন্টা আছে। ব্রিটিশ গুপ্তচর দপ্তরের বিখ্যাত মিষ্টার বন্ড যে কি ধরনের ব্লাডি ফুল সেটা তাকে বলতে পারলে আরো একটা বাড়তি আনন্দ পাব। দেখলে তো, ওভম্যান, নিজেকে যতটা চালাক মনে কর ততটা চালাক তুমি নও। তুমি শুধু কাঠের গুড়ো ভরা একটা পুতুল, তার বেশি নয়। তোমার ভেতর থেকে সেই কাঠের গুড়োগুলো বার করে দেবার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।
বন্ড বলল, হ্যাঁ–ব্যাপারটার পুরো মানে জানতে চাই। তার জন্য তোমাকে আধঘণ্টা সময় দিতে হবে। বন্ড ভাবল, এই লোকটার মানসিক নিশ্চিন্ত ভাবটা চুরমার করার কোন কি উপায় আছে।
ধাপ্পা দিয়ে লাভ নেই, ওল্ডম্যান, তার স্বরে বন্ডের ভীতি প্রদর্শনের ওপর কোন কৌতূহল নেই। একটা টারগেট ছাড়া বন্ড তার কাছে কিছু নয়। আধ ঘণ্টার মধ্যে তুমি মরবে তাতে কোন সন্দেহ নেই। আমি কখনো ভুল করিনি। করলে এ কাজটা পেতাম না।
তোমার কাজটা কি?
SMERSH-এর প্রধান ঘাতক। তার স্বরে খানিকটা উৎসাহ ও গর্ব প্রকাশ পেল। মনে হয় SMERSH নামটা তোমার জানা। তাই না ওভম্যান?
sMERSH! সমস্ত ব্যাপারটার মূলে তাহলে SMERSH যার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। আর এ লোকটা তার প্রধান ঘাতক। দেখেই মনে হয় লোকটা জন্ম থেকেই খুনে। হঠাৎ ভাার কথা মনে পড়ল বন্ডের। অন্ধকারে ঢিল ছুঁড়ল বন্ড, ন্যাশ, চাঁদ কি তোমার ওপর কোন প্রভাব বিস্তার করে?
তুমি খুব চালাক, মিস্টার সিক্রেট সার্ভিস। ভাবছ আমার মাথা খারাপ। তাহলে এ কাজটা আমাকে দিত না।
লোকটার গলায় রাগের সুর শুনে বন্ড বুঝল লক্ষ্যভ্রষ্ট হয়নি। তার মেজাজের সঙ্গে তাল রেখে চলাই ভাল। তাতে খানিকটা সময় পাওয়া যাবে। হয়ত তাতিয়ানা…
এ ব্যাপারের সঙ্গে মেয়েটির কি সম্পর্ক।
টোপের সে একটা অংশ। দুর্ভাবনা কর না। আমাদের আলোচনায় সে বাধা দিতে পারবে না। তার গ্লাসে মদ ভরবার সময় এক চিমটে ক্লোরাল হাইড্রেট মিশিয়েছি। আজ রাতের মধ্যে তার আর জ্ঞান ফিরবে না। আর তারপর কোন রাতেই ফিরবে না তার জ্ঞান। তোমার সঙ্গে তাকেও যেতে হবে।
তাই নাকি পুরো গল্পটা শোনা যাক।
সাবধান ওল্ডম্যান, কোন রকম চালাকি করতে যেয়ো না। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। একটু নড়েছ কি তোমার হার্টের মধ্য দিয়ে একটা বুলেট চলে যাবে। নড়লে বুলেটটা ছুটবে একটু আগে। এই যা তফাৎ। আর ভুল না আমি কে তোমার রিস্টওয়াচটার কথা মনে আছে তো? আমি কখনো ফসকাই না।
বন্ড বলল, খুব ভাল কথা। ভয় পেয়ো না। মনে আছে তো? আমার পিস্তলটা তোমার কাছে। তোমার গল্পটা বলে যাও।
বেশ ওল্ডম্যান। শুধু আমার কথার মাঝখানে কান চুলকানে যেয়ো না। গেলেই গুলি, বুঝলে? SMERSH তোমাকে খুন করবে বলে স্থির করেছিল। আরো উঁচুস্তরে, একেবারে ওপরতলায় মনে হয় ব্রিটিশ গোয়েন্দা দপ্তরকে ভাল শিক্ষা দিতে চায়। বুঝলো।
কিন্তু আমাকে বাছা হল কেন?
সে কথা আমাকে জিজ্ঞেস কর না, ওল্ডম্যান। লোকে বলে তোমার নাম ডাক আছে। যেভাবে তোমাকে খুন করা হবে তোমার সুনাম তাতে একেবারে মিশে যাবে। তিন মাস ধরে এই সুন্দর প্ল্যানটা করা হয়েছে। সম্প্রতি SMERSH দু-একটা ভুলচুক করেছে। যেমন, খক লোভের ব্যাপারটা। সেই বিস্ফোরক সিগারেট কৌটার কথা মনে আছে তো? SMERSH-এর মধ্যে খুব ভাল একজন প্ল্যান বানাবার লোক আছে। নাম এনস্টিন। মস্ত বড় দাবা খেলোয়াড়। সে বলেছিল দম্ভ আর লোভে আর প্লটটার মধ্যেকার সামান্য পাগলাটে ভাব দেখে তুমি আকৃষ্ট হবে। তাই হয়েছে–তাই না ওল্ডম্যান?
বন্ড ভাবল সত্যিই গল্পটার মধ্যে পাগলাটে ভাবটা তার দপ্তরের লোকেদের কৌতূহলী করেছিল। তার দম্ভ হ্যাঁ– রুশী মেয়েটির প্রেমে পড়ে আমার অহংক্তার হয়েছিল। লোভ–স্পেক্টর মেশিনটার ওপর লোভ। তারপর এল কাজ করার পালা। আমাদের আপারেশানস্ ডিপার্টমেন্টের প্রধান একজন অদ্ভুত মহিলা। আমাদের মনে হয় পৃথিবীতে তার চেয়ে বেশি লোক কেউ খুন করেনি–কিংবা খুন করার ব্যবস্থা করেনি। হ্যাঁ; সেই প্রধান একজন মহিলা। নাম–রোজা ক্লেব। একেবারে পাকা একটা শুওর। কিন্তু বাস্তবিকই মানুষ খুনের ব্যাপারে তার জুড়ি নেই।
রোজা ক্লেব। SMERSH-এর বড় কর্তাদের মধ্যে তাহলে একজন মহিলা আছে। যদি এ যাত্রা বেঁচে গিয়ে সেই মহিলাকে একবার বাগে পাই।
ন্যাশ বলে চলল, এই রোমানোভা মেয়েটাকে ক্লেব খুঁজে বার করে। এই কাজের জন্য ট্রেনিং দেয়। ভাল কথা? বিছানায় মেয়েটা কেমন? খুব ভাল?
না! কিছুতেই কথাগুলো বন্ড বিশ্বাস করতে পারল না। প্রথম রাতটা অভিনয় হতে পারে। কিন্তু তারপর? এই সুযোগে বন্ড একটু বেশি জোরেই কাঁধ ঝাঁকাল। সে চাইল লোকটা তার নড়ন চড়নে খানিকটা অভ্যস্ত হউক।