ক্রসের পদক্ষেপ ছিল খুবই দুরভিসন্ধিমূলক। তখন ডেন্টি জীবিত ছিল। সে আস্তে আস্তে তার শরীর থেকে আসবাবপত্রগুলো সরানোর চেষ্টা করছিল। ক্রস তা লক্ষ্য করে পুনরায় তার মুখে গুলি করল।
তারপরও ডেন্টি উঠে দাঁড়াল। ক্রস তাকে আবারও গুলি করল, ডেন্টি পড়ে গেল, ক্রস পুনরায় তার মাথায় গুলি করল। এবার মাথা থেকে হ্যাটটি আলাদা হয়ে গেল। এমনকি তার মাথর খুলিও উড়ে গেল। তখন তার মাথাটাকে ফাঁকা মনে হচ্ছিল।
ক্রস দাঁড়াল। তার বন্দুকটি হোলস্টারে রাখল। ঠিক সেই মুহূর্তে লিয়া রুমের মধ্যে এলো। তারা একে-অপরকে দেখল।
শেষ, লিয়া বলল, বাথরুমটা পরিষ্কার করে চলো আমরা হোটেলে যাই। তুমি তোমার পোশাক গোজগাছ করো, আমি বন্দুক নিয়ে পরিষ্কার করি।
আর বাকি আসবাবপত্র, অন্যান্য জিনিস? ক্রস জিজ্ঞেস করল।
আমি সবকিছুর যত্ন নেব, লিয়া বলল।
সবকিছু ধৌত করে আমি পার্টিতে যোগদান করব।
যখন ক্রস চলে গেল, লিয়া নিজে নিজেই ঘরের যাবতীয় আসবাবপত্র ঠিকঠাক করে থোয়া-মোছার যাবতীয় কাজ সম্পন্ন করল।
সেখানে কেউ ছিল না। কিন্তু সোফা ভারী হওয়ার কারণে ফ্লোর সরাতে পারল না। তারপরেও মোটামুটিভাবে সে গোজগাছ করল।
সে ডেন্টির দেহ প্লাস্টিকের সেট দিয়ে মোড়াল তারপর তা বড় কেনভাস ব্যাগে ঢুকাল। তারপরও অনেক প্লাস্টিকের সেট, অনেক ব্যাগ ঘরের মধ্যে পড়ে রইল। যখন যে কাজটি শেষ করল, সে এটাকে শক্তভাবে বাঁধল তারপর তাকে বহন করে লুজির কাছে নিয়ে গেল। পরে দুটো ডেডবডিই ভিলার মধ্য দিয়ে ভ্যানে রাখল। ভ্যানে, লিয়া ভাজি সবকিছু ব্যবস্থা করল। দুটি ফ্লোরের। মধ্যে একটি স্পেস ছিল। লিয়া এবং তার নিজস্ব একজন দুটো ব্যাগ স্পেসে আনল। তারপর তারা ফ্লোরটি পরিষ্কার করল।
একজন দক্ষ মানুষ হিসেবে সবকিছুই প্রস্তুত করল। ভ্যানে দুটি গেসোলিনের ক্যান ছিল। সে নিজেই তা ভ্যান থেকে ভিলাতে সব আসবাবপত্র এবং ফ্লোরগুলো পুনরায় পরিষ্কার করল। তারপর ভেনে উঠে লক অ্যাঞ্জেলেসের দিকে যাত্রা করল। তার সামনে এবং তারপরের লোস দুটি তার নাবিক দলের সদস্য ছিল। সকাল হওয়ার আগেই সে ইসাথের সামনে ব্যাগগুলো নামাল। সে ব্যাগ দুটো ভ্যান থেকে খালাস করে বহুদূর নিয়ে গেল। ইযাথ সাগরের কিনারায় নামাল।
তখন বিকেল গড়িয়ে আসছিল, যখন তারা ব্যাগ দুটি সাগরে ফেলে দিল। সে দেখল লোহার বাক্সে ঢুকানো দুটি লাশ সাগরের স্রোতের সঙ্গে আস্তে আস্তে দূরে যাচ্ছে। এভাবেই তারা তাদের শেষ কাজটি করল।
ক্রস তার পোশাক পরিবর্তন করে পার্টিতে যোগদান করতে গেল। সে ক্লডিয়ার সঙ্গে বসল। ববি বানজ ডিটাটমি, স্কিপি ডিরি ম্যাসিলিনার সাফল্যের জন্য তাকে অভ্যর্থনা জানাল। হঠাৎ বাইরে থেকে কিছু চিল্কারের শব্দ তার কানে পৌঁছল। হলিউডের লোকজন দৌড়ে বাইরে চলে যাচ্ছে। ক্রস তাদেরকে অনুসরণ করল।
উৎসবে ব্যবহৃত গোলাপি ফিতায় আগুন ধরে গেছে। যার ফলে পুরো ঘরটি নিয়নের মতো আলো ছড়িয়ে দিচ্ছিল। এভাবে কিছুক্ষণ পর বালিশেও আগুন ধরে গেল।
যিশু ক্লডিয়া ক্রসকে শক্ত করে ধরে বলল, এটাই তোমার সবচেয়ে ভালো ভিলা।
ক্রস নিশ্চুপ ছিল। সে ভিলার ওপরে সবুজ পতাকা দেখছিল। সে অনুমান করল সম্ভবত সিগারেটের আগুন থেকে ঘটনা ঘটেছে। যার ফলে ক্রস বারো মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হলো। লিয়া ভাজি একজন দক্ষ মানুষ, যে এটাকে আমোদ করে দেখাল।
.
২৩.
কারণ সে অফিসিয়াল ছুটিতে। জানাদুতে আগুনের পাঁচ দিন পর পর্যন্ত গোয়েন্দা জিম লুজির অন্তর্ধান লক্ষ্যযোগ্য ছিল না। ডেন্টির অদৃশ্য হয়ে যাওয়া অবশ্য ক্লেরিকুজিওকে কোনোভাবেই কখনো জানানো হয়নি।
ফিল সারকির শরীর খোঁজার তদন্তে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে। লুজির ওপর সন্দেহটা জোরদার ছিল। আর মনে করা হয়েছিল জিজ্ঞেসাবাদ থেকে রক্ষা পেতে সে পালিয়ে ছিল।
লস অ্যাঞ্জেলেসের গোয়েন্দারা ক্রসের সাক্ষাৎকার নিতে এলো, কারণ লুজিকে জানা হোটেলে শেষ দেখা গিয়েছিল। কিন্তু এই দুজন মানুষের মধ্যে কোনো সম্পর্ক দেখা যাচ্ছিল না। ক্রস ব্যাখ্যা করল, পার্টির রাতে সে তাকে এক নজর দেখেছিল।
কিন্তু আইন সম্পর্কে ক্রস মোটেই উদ্বিগ্ন ছিল না। ক্লেরিকুজিও’র কথা শোনার জন্য সে অপেক্ষা করছিল।
ক্লেরিকুজিও নিশ্চিতভাবেই জানলেন, ডেন্টি নিখোঁজ ছিল। তারা নিশ্চিতভাবেই জানলেন, জানাতে তাকে শেষ দেখা গিয়েছিল। কেন তারা তার এই তথ্যের জন্য যোগাযোগ করল না। সমস্ত ব্যাপারটা কি এত সহজে পার পেয়ে যাবে? ক্রস এক মুহূর্তের জন্য এটা বিশ্বাস করছিল না। সে নিয়মিতভাবে দিনের পর দিন হোটেলে যেত। পুড়ে যাওয়া ভিলাগুলো পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়ে থাকত। লিয়া ভাজি নিঃসন্দেহে রক্ত মাখাদের যত্ন নিত।
ক্লডিয়া তার কাছে প্রমণে এলো। সে ছিল উত্তেজনায় কানায় কানায় পূর্ণ। ক্রস তার অনুচরদের আপ্যায়নে ডিনারের আয়োজন করেছিল যাতে ব্যক্তিগত কথা বলতে পারে।
তুমি এটা বিশ্বাস করতে চাচ্ছা না, ক্রসের কাছে সে বলল, তোমার বোন লডস্টোন স্টুডিওর প্রধান হতে যাচ্ছে।
অভিনন্দন ভাই সুলভ আলিঙ্গন করে ক্রস বললেন। আমি সব সময় বলতাম তুমি ক্লেরিকুজিও’র মধ্যে সবচেয়ে শক্তিশালী।
তোমার স্বার্থেই আমাদের পিতার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলাম। সবার কাছে পরিষ্কার করলাম। ক্লডিয়া ভ্রূকুটি করে বলল।