‘মাদাম বোনাসিক্স?’ মঁসিয়ে অ্যাট্রাগঁন আপন মনেই বলল, ‘আমার বাড়িওলার স্ত্রী, যাকে খুঁজে বার করার দায়িত্ব আমি নিয়েছি?’
মুহূর্ত মাত্র দেরি না করে অ্যাট্রাগঁন তার তরোয়ালটা নিয়ে সেই আক্রান্তা মহিলার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতেই তার ভৃত্যকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল–‘প্ল্যানচেট, তুমি এখনই অ্যাম্বোস, প্যায়োস আর অ্যারামিসকে খবর দাও, তারা যেন দ্রুত তাদের অস্ত্র নিয়ে এখানে চলে আসে।’
প্ল্যানচেট বলল–‘মঁসিয়ে আপনি একা যাবেন না। ওরা কার্ডিনাল-এর রক্ষী।’
কিন্তু সে কথায় কান দেবার মতো সময় তখন অ্যাট্রাগঁনের ছিল না। উন্মুক্ত তরোয়াল হাতে অ্যাট্রাগঁন জাপিয়ে পড়ল কার্ডিনাল যোদ্ধাদের ওপর, তারা সংখ্যায় তিন-চার জন ছিল। হঠাৎ এই আক্রমণে তারা দিশেহারা হয়ে পড়ায় খুব বেশি সময় লাগল না শত্রুকে পরাজিত করতে, আবার একটা যুদ্ধে মঁসিয়ে দ্য অ্যাট্রাগঁন নায়ক হলো। ঘরের মধ্যে ঢুকে অ্যাট্রাগঁন দেখল আক্রান্ত মহিলা প্রায় অজ্ঞান অবস্থায় মেঝেয় পড়ে আছেন।
মহিলার বয়স প্রায় পঁচিশ। সুন্দরী, কালো চুল, নীল চোখ, নাকটা একটু বাঁকা, চমৎকার দাঁত আর গায়ের রং গোলাপের মতো।
মহিলা দ্য অ্যাট্রাগঁনকে দেখেই বুঝতে পারল ইনি রাজার দলের যোদ্ধা এবং সাহসী যুবক। তার ওপর তলার ভাড়াটে মঁসিয়ে দ্য অ্যাট্রাগঁন।
‘আপনাকে অসংখ্য ধন্যবাদ মঁসিয়ে, আপনি আমার জীবন রক্ষা করেছেন।’ মহিলাটি আস্তে আস্তে কথাগুলো বললেন।
‘না, আমায় ধন্যবাদ দেবেন না মাদাম, যে কোনো পুরুষই এখানে থাকলে আমারই মতো আপনাকে রক্ষা করত।’
‘হ্যাঁ মঁসিয়ে আপনি ঠিকই বলেছেন। কিন্তু মঁসিয়ে আমি বুঝতে পারছি ওই ডাকাতেরা আমার ওপর এভাবে চড়াও হলো কেন? তারা আমার কাছ থেকে কি চাইছিল? আর আমি এটাও বুঝতে পারছি না আমার স্বামী মঁসিয়ে বোনাসিক্স কোথায় গেলেন?’ উত্তেজনার সাথে প্রশ্নগুলো করলেন মাদাম বোনাসিক্স।
খুব শান্ত অথচ গম্ভীর স্বরে মঁসিয়ে দ্য অ্যাট্রাগঁন বললেন–‘মাদাম আপনার প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যাদের আপনি ডাকাত ভাবছেন তারা। আদৌ ডাকাত নয় বরং তার চেয়েও কিছু ভয়ঙ্কর, ওরা কার্ডিনাল এর রক্ষী বাহিনীর স্বশস্ত্র যোদ্ধা। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনার স্বামী এখন বাস্তিল দুর্গে বন্দি।’
‘আমার স্বামী বাস্তিল দুর্গে বন্দি! হায় ঈশ্বর ওই নিরাপধ লোকটাকে বাস্তিল দুর্গে বন্দি করা হলো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।’ আতঙ্কিত শোনালো মাদাম বোনাসিক্সের গলা।
‘দুর্ভাগ্য-ও বটে আর সৌভাগ্যও বটে যেহেতু আপনার স্বামী।’
‘তাহলে মঁসিয়ে আপনি নিশ্চয়ই জানেন…’ মাদামের কথা শেষ হবার আগেই মঁসিয়ে দ্য অ্যাট্রাগঁন বলল।
‘হ্যাঁ মাদাম, আমি জানি আপনাকে অপহরণ করা হয়েছিল।’ অ্যাট্রাগঁন থেমে জানতে চাইল
‘মাদাম আপনাকে অপহরণ করেছিল? আর আপনি সেখান থেকে মুক্তিই বা পেলেন কেমন করে?’
‘হ্যাঁ মঁসিয়ে আমি এখন মুক্ত বটে। আমি ওদের চোখে ধূলো দিয়ে পালিয়ে এসেছি, ওরা ভাবতে পারেনি ওই খোলা জানলাটা দিয়ে আমি একজন মহিলা হয়ে পালাতে পারি! আর আমাকে কে অপহরণ করেছিল? মঁসিয়ে আমি তো তার নাম জানি না! কিন্তু শয়তানটাকে আমি দেখলেই চিনতে পারবো, গায়ের রঙটা কারোর ওপর, বয়স আন্দাজ চল্লিশ-পঁয়তাল্লিশ, কালো চুল আর সবচেয়ে মনে রাখার মতো ওর কপালের বাঁ দিকে একটা ক্ষত চিহ্ন।’
‘ওঃ সেই শয়তান? আমিও ওকে চিনি,’ অ্যাট্রাগঁন দাঁতে দাঁত চেপে বলল।
‘মঁসিয়ে দ্য অ্যাট্রাগঁন মাদাম বোনাসিক্সকে ঐ বাড়ি থেকে নিরাপদ স্থানে নিয়ে গেল, কেননা সিয়ের বিশ্বাস কিছুক্ষণের মধ্যেই কার্ডিনাল-এর রক্ষী বাহিনীর সৈন্য বেশি সংখ্যায় এসে এই পরাজয়ের শোধ তুলবে এবং মাদাম। বোনাসিক্সকে ক্ষার অপহরণ করে নিয়ে যাবে। এবার দেখা গেল মঁসিয়ে দ্য অ্যাট্রাগঁন খুব দ্রুত পায়ে ঘঁসিয়ে দ্য ট্রেভিলের বাড়ির দিকে চলেছে।
একটি ভৃত্য এসে জানতে চাইল–‘মঁসিয়ে এত রাত্রে আপনি কিসের জন্য এখানে এসেছেন?’
অ্যাট্রাগঁন বলল–‘মঁসিয়ে দ্য ট্রেভিলকে খবর দাও অ্যাট্রাগঁন তাঁকে এত রাত্রে বিরক্ত করতে এসেছে বিশেষ জরুরি দরকারে এবং তাঁকে আরও বলো আমার এই সাক্ষাতটা খুবই গোপনীয়।’
ভৃত্যটি চলে যাবার কিছু পরেই মঁসিয়ে দ্য অ্যাট্রাগঁনের ডাক পড়ল। মঁসিয়ে দ্য ট্রেভিল তাঁর খাস কামরায় অপেক্ষা করছিলেন। অ্যাট্রাগঁন অভিবাদন করে ট্রেভিলের সামনে দাঁড়াতে মঁসিয়ে জিজ্ঞেস করলেন, ‘এই অসময়ে তার কি দরকার পড়ল?’
২. অ্যাট্রাগঁন মাদাম বোনাসিক্সের অপহরণ
অ্যাট্রাগঁন মাদাম বোনাসিক্সের অপহরণ এবং তাঁর মুক্তি পুনরায় কার্ডিনাল এর রক্ষী বাহিনীর দ্বারা আক্রান্ত আর তাদের হাত থেকে মাদাম বোনাসিক্সকে উদ্ধার করার কথা বলার পর জানাল রানীর সমূহ বিপদের কথা।
সব কথা শোনার পর দ্য ট্রেভিলকে খুবই চিন্তিত মনে হলো। তিনি দ্য অ্যাট্রাগঁনকে ধন্যবাদ জানালেন তাকে এই খবর সময় মতো দেবার জন্য আর বললেন রাজা-রানীকে অন্তরের সাথে রক্ষা করার ব্রত যেন সে গ্রহণ করে।
অ্যাট্রাগঁন তার নিজের বাড়িতে এসে তার ভৃত্য প্ল্যানচেট জানাল মঁসিয়ে অ্যাথোসকে গ্রেপ্তার করে নিয়ে গেছে কার্ডিনাল-এর সৈন্যরা। মঁসিয়ে অ্যাথোসকে আপনি ডেকে পাঠিয়েছিলেন। আপনি চলে যাবার পরই তিনি আসেন আর তার কিছুক্ষণ পরই কার্ডিনাল-এর অনেক সৈন্য এসে ধরে নিয়ে যায় বিচারের জন্য।