মিস মারপলের মনে হল লুইজি ঠিক একইরকম রয়েছে।
জিনা মারপলকে বলল, তার মিলড্রেড মাসীর কাছেই দিদা ভালো থাকবে। মাসীও বেশ ভালো হয়ে গেছে।
মারপল তাতে সায় দিল। জিনা জানাল এবার সে স্টোনিগেটসের ইতালী, ছেলেমানুষী সমস্ত ভুলে খাঁটি আমেরিকান হয়ে যাবে।
মারপল বললো ওদের দেখে তারও সেই বহু পুরনো দিনের সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে। সেই ছোটবেলা– সেই বন্ধুত্ব– কতশত অতীতের কাহিনী।
Page 19 of 19