তিনি কি ফিল্ম অ্যাক্টর ব্যারণ মার্টিনকে চিনতেন।
কেন, হ্যাঁ সে তাকে চিনতো। হঠাৎ জেনির কাজ মনে পড়ে যাওয়ার সে চলে গেল। পোয়ারোকে আমি বললাম তাকে আমার বেশ ভালো লেগেছে। তার বন্ধুর মৃত্যু তাকে আঘাত দেয়নি, আমি ভেবেছিলাম তা হবে।
পোয়ারো বলল, আমি ডি নামক লোকটি সম্পর্কে জানতে চাই সে তাকে সোনার বাক্স দিয়েছে। অ্যাডামস একজন চাপা স্বভাবের। সে কারোর সম্পর্কে তার বন্ধুর সম্পর্কে কিছু বলল? পোয়ারো বলল, আমার কয়েকটি সূত্রর কথা মনে হচ্ছে। একটা ভিক্টোরিয়া নাম্বারে টেলিফোনের কথা। এটা আমার মনে হচ্ছে কারলেটা অ্যাডামস আমাকে ফোন করেছে তার সফলতার কথা জানাতে এবং আরেকটি হলো রাত দশটা পাঁচ মিনিচে কি ছিল। এই ঘটনার নিশ্চয়ই ফোনে কোন বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়েছে। দ্বিতীয় সূত্র কি? তার বোনকে লেখা চিঠি, এটা ঘটতে পারে সে সম্পূর্ণ ব্যাপারটি ব্যাখ্যা করবে। সে চায় না কখনও আমরা অন্যদিক দিয়ে চেষ্টা করি। একটা চিন্তা করি যে এডওয়্যার-এর মৃত্যুতে কে লাভ করবে। তার ভাগ্নে এবং তার স্ত্রী আমি বললাম। পোয়ারো বললেন, ডিউক সে তার স্ত্রীকে বিয়ে করতে চায়।
সে তো এখন প্যারিসে। কিন্তু তার তত উপস্থিতি অস্বীকার করতে পারবে না। উইলকিনসন কিছু ঠিক করে দিতে পারবে। এরপর স্যভয়ে গিয়ে দেখলাম যে জেন বাক্স ও টিস্যু পেপার নিয়ে বসে আছে। তাকে বেশ খুশী দেখাচ্ছে।
ডিউকের কাছ থেকে টেলিফোন পেলাম ডিভোর্সের পক্ষে কোন অসুবিধা নেই। আমি ও ডিউক চার পাঁচের মধ্যে বিয়ে করব কিন্তু স্বামীকে কে মোবছে এই সম্বন্ধে কোন উৎসাহ নেই।
না আমার উৎসাহ নেই। পুলিশ খুঁজে বার করুক। পোয়াবো জোর দিয়ে বললেন তার মেয়ে গ্লেডলাইন খুনী। পোয়ারো ও আমি অ্যাণ্ডের উদ্দেশ্যে গেলাম।
.
মেয়েটি
বাড়িতে এসে টেবিলের উপর থেকে একটা চিঠি তুলল পোয়ারো। তাতে লেখা ছিল—
স্যার,
আমি শুনেছি আপনি ইনসপেক্টরকে নিয়ে আমার বাড়িতে এসেছেন। আমি আপনার সঙ্গে কথা বলতে পারিনি বলে দুঃখিত। যদি আপনাদের সুবিধা হয় তাহলে আমি খুব সুখী হবো যদি আপনি আজ দুপুরে যে কোন সময় আসেন।
আপনার অনুগত
গ্লেডউইন মার্স।
এটা সত্যিই খুব অবাক লাগে যে সে দেখা করছে চাইছে। জেনের সমস্যা যে গ্লেডউন তার বাবাকে হত্যা করেছে এটা অন্যমনস্কতার পরিচয়। একজন বুদ্ধিহীন লোক এটা বলতে পারেন।
লেডি এডওয়্যার এই ঘটনাটা জানেন না। পোয়ারো বললেন কেন যে মেয়েটি আমার সঙ্গে দেখা করতে চায়। উপরে এসে মেয়েটির সঙ্গে দেখা হয় গেল। সে বলল যে আমি সকালে দেখা করতে পারিনি বলে দুঃখিত। আপনি নিশ্চয়ই জানেন আমার বাবার সেক্রেটারী অত্যন্ত দয়ালু, আপনি আমার বাবা মারা যাবার আগে একদিন দেখা করতে এসেছিলেন, কেন। গোপনীয় থাকতে পারে না জীবনের শেষ দিন বাবা কি করে কাটালেন আমার জানা দরকার। মিস ক্যারল এলেন। তার মনসংযোগে এটা আঘাত করল। সে হেসে বলল আমি কখনও এটা করিনি। আমি বাবার প্রিয় ছিলাম না। আমি তাকে খুন করতাম। পোয়ারো বললেন আমি জানতে চাই কেন তিনি খুন হলেন। একজন মানুষ খুন হলে খুন আবার কাউকে খুন করে। একটা খুন করলে দ্বিতীয় খুনটা সহজ হয়ে যায়। এটা সে তার শান্তির জন্য করে।
পোয়ারো বললেন, খুনী আবার খুন করেছে। মেয়েটি বলল, আমি বড় শান্তি সম্পর্কে বিশ্বাস করতে পারি না। আমি চাই সময়টা শোধরাক। আমার বাবা কেন ডেকেছিলেন আপনি বললেন না। মেয়েটি বলল। পোয়ারো বললেন, বলতে চাই না কিন্তু কেন তাকে মিটিং-এ ডাকলে না। একবার আমি ইন্টারভিউ নিয়েছিলাম তার এক ক্লায়েন্টের। লেডি এডওয়্যার। বাবা ভেবেছিলেন কোন বিপদ ঘটতে পারে, মেয়েটি বলল।
মিস ক্যারল বললেন, কখন ঐ মহিলা দ্বিতীয় খুন করেন। আপনি কি মনে করেন লেডি এডওয়্যার তাকে মেরেছেন। সত্যিকারের খুনী চলে গেছেন। এডওয়্যারের ভাগ্নে রোনাল্ড এলেন।
আমি মনে করতে চেষ্টা করলাম কারলেটা অ্যাডামস রাতে সাপার পার্টিতে জেনের সঙ্গে যোগ দিয়েছেন।
ক্যাপ্লেট রোনাল্ড মার্শ এখন লর্ড এডওয়্যার।
.
ভাগ্নেটি
নতুন লর্ড এডওয়্যার বললেন জেনের সাপার পার্টি আছে। মিস মার্শও মিস কারলেট চলে যেতে রোনাল্ড বললেন যে আমি তোমার সঙ্গে যাব।
সে বলল, তার কাকা তাকে আগে তাড়িয়ে দিয়েছিল। আমি মনে করি আপনি এটা জানেন। পোয়ারো বলল, আমি জানি।
ভাগ্নে বলেছেন তিনি আমার তিন মাস আগে তাকে বাড়ি থেকে তাড়ানো হয়। রোলান্ড তার দিকে অদ্ভুতভাবে তাকালেন। আমি মনে করি সে কখনও এটা করতে পারে না।
তুমি নিশ্চয়ই জান না লর্ড এডওয়্যারে লেডী এডওয়্যার ডিউক কাল রাত্রিতে পার্টিতে ছিল। ওখানে যাবার কথা ছিল।
ছটার সময় তিনি তার দশ মিনিটে তার মতামত বদলালেন, মিঃ পোয়ারো আমি নিজেকে…। হ্যাঁ..আপনি এটা ভাববেন না।
সে বলল আমি তোমাদের মূল্যবান একটা মতামত দিতে পারি। আমি আমার কাকার কাছ থেকে কিছু টাকা চেয়েছিলাম এবং তিনি তা দেননি এবং সেই সন্ধ্যাবেলা তিনি মারা যান আমি আপনার মনযোগ আকর্ষণ করতে পেরেছি মিঃ পোয়ারো।
সবসময় উদ্দেশ্য মজার্দার হয়। তিনি বললেন যে কাল আমি গ্ৰসাসাগর স্কোয়ারে খেয়ে সাপার ধরে আমি র্যাচেলের সঙ্গে নাচলাম দুঘন্টা।