আমি ব্যারণ মার্টিনের গত সকালের কথাগুলো মনে করলাম। তার ভবিষ্যত দৃষ্টি মতামতের কথা মনে হলো।
জ্যাপ বললেন, অভিনেত্রী জেন, তিনি তিনবছর আগে তাকে ছেড়ে চলে এসে ছিলেন। তুমি কি করে বুঝলে যে তার স্ত্রী তাকে খুন করেছে পোয়ারো।
কোন মতামত নয়। আসলে তাকে চিহ্নিত করা গেছে। সে একটা ট্যাক্সিতে উঠেছিল। আমি বললাম একটি ট্যাক্সি! তার কথা স্যভয়ের রাদির আমার কাছে ভেসে উঠছিল।
ডাক্তার বলেছেন ভদ্রমহিলা খুব ভাগ্যবতী। কিন্তু সে তার নাম খ্যাতি সব নষ্ট করল। সত্যি এটা খুব অদ্ভুত ব্যাপার। সে একটা দুর্ঘটনা ঘটিয়েছে। হয়তো সে ঝগড়া করেছে এবং পেনের মতো ছুরি দিয়ে মেরেছে।
পোয়ারো বললো, এটা এরকম নয়। আমি মেয়েটিকে চিনি। সে হয়তো এরকম গরম রক্তের নয়। সে এরকম ছুরি তার কাছে নাও রাখতে পারে। এটা একটা সোজাসুজি হত্যা, সে অন্য লোককে বিয়ে করতে চেয়েছিল এবং তাই সে তাকে হত্যা করল।
জ্যাপ বলল, আমরা জিনিষটা জানতে চাই। জ্যাপ কাগজ খুলল এবং সে জিজ্ঞালা করল যে আমি জানি তোমরা কাল রিজেন্ট গেটের কাছে গেছিলে। তাই তোমাদের কাছে এসেছি। তার কিছু করার আগে আমি তোমাদের সঙ্গে পরামর্শ করতে চাই। মহিলাকে গ্রেপ্তার করার আগে আমি জানতে চাই।
আমি কিছু করতে চাই না যাতে তুমি বলতে পারো যে ইংরেজটা ভালো নয়। পোয়ারোর মতামত ঠিক হল। নিজে হাত ছুঁড়ে তাকে মাটিতে ফেলে কাজ সেরেছে সে অজ্ঞান হয়নি এবং সে ব্যাপারে বেশ উপভোগ করছে।
পোয়ারো মনে করেন যে এই খুন করেছে তারপর সলিসিটারের কাছে যাওয়া বিচিত্র নয়। তার মনে সে যে দোষ করেছে তা সে জানত, হ্যাঁ এটা তার ছবি। প্রথমে সে একজন তীব্র প্রকৃতি সম্পর্কে বলেছে। হঠাৎ সে তার স্বামীর মৃত্যু চেয়েছে তার মধ্যে একটা পাগলামি কাজ করেছে। সে দোষের কোন কিছু প্রমাণ রাখেনি। সে প্রমাণ করেছে সে অভাগী, সে এখনও কোন মতামত দেয়নি।
জ্যাপ বললেন, সলিসিটারের কাছে থেকে দুজন লোককে বসিয়ে তিনি এখানে এসেছেন। না না, কাগজের অফিসের ফন্দি শোন এর জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি সে খুবই অসুবিধায় পড়বে। তাকে জ্যাপ জিজ্ঞাসা করলেন, এডওয়্যার তার সাথে লেডির সঙ্গে কথোপকথন করতে চাইলেন। আসলে নিজেই তার সাথে কথা বলতে গেছিলাম, যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে অভিনেতা ব্যারণ মার্টিনকে তোমার সঙ্গে কথা বলতে পারি সে তোমাকে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।
আমি টেলিফোন বুথে দেখলাম তার বাড়ি সেন্ট জেমস পার্কে ভিক্টোরিয়া ৪৯৪৭৯। মার্টিনকে ফোনে বললাম যে, এডওয়্যার মারা গেছেন, যদি আপনি চান তো আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করতে পারেন, আমরা আপনার সাহায্য চাই। তিনি বললেন তাহলে সে এটা করল, আমি এখুনি আসছি।
পোয়ারো এটা জেনে খুশী হলেন।
.
বিধবাটি
ব্যারণ মার্টিনের কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জেগে ছিলেন। সে বলল, সে অবাক নয়। সে ভেবেছিল এটা হতে পারে আপনার মনে আছে এটাই কাল আমি বলেছিলাম।
তিনি বললেন, আপনি কেন আমাকে আসতে বললেন, আমি এসবের কিছু জানি না। আমি জেনের সঙ্গে একসঙ্গে অভিনয় করেছি, এটুকুই আমি বলতে পারি।
আর এডওয়্যার মারা গেলে সে যে খুন করেছে, এ বিষয়ে তিনি নিশ্চিত কেন? আপনি মনে করেন আমি মিথ্যে বলেছি। আমার মনে হয় আমি ভুল করেছি।
পোয়ারো মনে করলে এ ব্যাপারে তার বন্ধুত্ব কোন সাহায্য করেনি। মার্টিন মনে করেন যে জেনের ঠিক ভুলের কোন জ্ঞান নেই। জ্যাপ বললেন এটা জুরির প্রশ্ন হতে পারে।
পোয়ারো বললেন, খুনীর প্রতি সাক্ষ্য দেওয়া সামাজিক কর্তব্য। তুমি কখনও মিসেস এডওয়্যারকে তার স্বামীর কাছ থেকে তার হুমকি পেতে শুনেছ।
জ্যাপ বললেন, হ্যাঁ বহুবার। সে বলছিল তার স্বামী তাকে স্বাধীনতা দেয় না। একবার সে বলেছিল সে ট্যাক্সি নিয়ে গিয়ে তার স্বামীকে মেরে ফেলবে।
মিস্টার মার্টিন, আপনি কি মানেন সে কাকে বিয়ে করতে চায়। হ্যাঁ ডিউক অফ মেট্রন হ্যাঁ সে তো ইংল্যাণ্ডের একজন ধনী ব্যক্তি।
আমি পোয়ারোর কথা বুঝতে পারলাম না। তার স্বামী কি তাকে ডির্ভোস দিতে চেয়েছিল? না সে চায়নি।
পোয়ারো তখন হঠাৎ বললেন কাল এই ডিভোর্সের কথা বলতে স্বামীর সঙ্গে তিনি দেখা করেছিলেন।
ব্যারণ বলল, এডওয়্যার কখনও রাজি হত না, জেন তাকে জানত। সে জানত না তুমি এটা করতে পারবে। সে আশা ছেড়ে দিয়েছিল।
আমি কাল এডওয়্যারের সঙ্গে দেখা করেছি সে ডির্ভোস দিতে চায়। তোমার সম্মান মিথ্যে এই খবরে মাটিন হতভম্ব হল। এটাতেই কিছুটা লক্ষ্য দুর্বল করে। মার্টিনকে কাগজ দেখানো হল। সে বলল যে, জেন আগের দিনের ঐ ডিনারে যায়নি। সে বলল, আমি একজনের কাছ থেকে শুনেছি।
জ্যাপ তার দিকে তাকাল। বেশ এখন তুমি নিশ্চয়ই চাইবে না মহিলাটি দোষী হিসেবে প্রমাণিত হোক।
পোয়ারো বললেন, একজন তরুণী তার স্বামীর থেকে ডির্ভোস চায়। এ ব্যাপারে কোন বিতর্ক নেই। সে বারবার বলেছিল সে খুন করতে চায়। সে এক সন্ধেবেলা তাকে ডেকে আনল এবং খুন করে চলে গেল তুমি একে কি বলবে, উপস্থিত বুদ্ধি।
না এটা বোকামী যখন দোষীরা বুদ্ধি হারিয়ে ফেলে তখন সেটা পুলিসের পক্ষে সুবিধা হয়। আমি স্যভয়ে যেতে চাই।
মার্টিন চলে গেল এবং বলল যে যদি কোন প্রয়োজন হয় তাহলে তাকে যেন ডাকা হয়।