আমি এলিসের ছুরিটা নিলাম। আমাকে ডাক্তার বলেছিলো কিভাবে এই ছুরিটা দিয়ে মারা যায়। কিভাবে তা স্নায়ুর মধ্যে প্রবেশ করে।
ক্যাটলেনা তার বোনকে কথাটা বলে যাক আমি চাইনি।
আমি চিন্তা করলাম যে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য আমি ডিনারে গেলাম এবং সেখানে কারলেটা ও আমি ড্রেস বদলালাম।
আমাকে ডিউকের মা ভালোবাসতেন না। কিন্তু সে আমায় বিয়ে করতে চায়। আমি ভাবতে পারিনি আমার স্বামীর ভাগ্নে ধরা পড়বে।
আমি খুব খুশী হয়েছিলাম যে অ্যাডামসের লেখা চিঠিটা ছিঁড়ে ফেলেছে। ডোনাল্ড রসের ব্যবহার ভালো লাগে নি বলে তাকে আমি শেষ করলাম। এলিস আমায় বলেছিল তাকে তুমি ডেকে পাঠিয়েছ এবং সে ব্যারণ মার্টিনের ব্যাপারে সব বলে দিয়েছে। তুমি তাকে জিজ্ঞাসা করনি প্যারিসের পার্শেলের বিষয়ে। এটা খুব অবাক লাগল। আমার যেটা নিজের ভালো লেগেছে সেটাই আমি করেছি। আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক। আমি সবার সামনে ঝুলতে চাই না ফাঁসিকাঠে।
আমি মনে করি তুমি আমার আগে এরকম কোন খুনীকে দেখনি। আমি বিদায় নিতে চাই। আমি কাল তোমায় জয়ী দেখতে চাই। তুমি আমায় নিশ্চয়ই ক্ষমা করবে।
–জেন উইলকিনসন।