আমার মনে হলো খুনীর ডাক নাম D দিয়ে হতে পারে। পোয়ারো সেটা খোঁজবার চেষ্টা করল।
.
প্যারিস থেকে খবর
একদিন পর আমরা প্যারিস যাব। এটা গ্লেভউইন জানালেন। সে বলল, অন্য কেউ এটা করেছে। মিঃ পোয়ারো আপনি কি অন্য কারোকে সন্দেহ করেন। তাকে জিজ্ঞাসা করা হলো তার বিমাতা সম্পর্কে? ওর মত কি? সে যখন প্যারিসে ছিল তার মা তাকে বিয়ে করেন। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। সে বলল যে, আমার নির্দিষ্ট কোন বন্ধু নেই। রোনাল্ড অত্যন্ত লাজুক। তবে তার মা তার সম্পর্কে আমাকে বলেছে। রোনাল্ড সম্পর্কে তিনি বললেন তার ফাঁসি হোক চাই না।
সে বলল, আমি নীচে লাইব্রেরীতে বেরিয়ে তাকে দেখি যখন আমি মুক্তটা আনতে যাই। নীচে ট্যাক্সিতে একটা মেয়েকে দেখলাম।
জেন-এর টেলিফোন এল। ফোন নামানোর পর বললেন যে গোল্ড বাক্সটা ট্যক্সি থেকে আনা হয়েছিল। চিঠিটা খুন হবার দুদিন আগে আনা হয়েছিল। এটা একজন চশমা পরা মধ্য বয়সী মহিলা এনেছিলেন।
.
একটি লাচেন পার্টি
আমরা মহিলার কথা ভাবতে ভাবতে লাচেন পার্টিতে গেলাম।
সকলের সঙ্গে একসঙ্গে বসলাম। জেন বললেন প্যারিস থেকে কে বিচার করেছে এই নিয়ে আলোচনা করলেন। সে পোয়ারোর সঙ্গে কথা বলতে চায়। সে বলল, সে সত্য সবসময় ঘটনার থেকে আগে হয়।
এটার জন্য সে তার পরামর্শ চায়। তাকে আমি পাঁচটার পর ফোন করে দেখা করতে বললাম, সে ফোন করে আসবে বলেছে।
ড্রাইভার আমাদের টেবিলের পাশেই ছিল, আমি দেখতে পাইনি। আমি ৪টের সময় বাড়িতে গেছিলাম। পোয়ারো রোনাল্ডের সঙ্গে ফোনে কথা বলতে চায়। এডওয়্যার মারা যাওয়া সম্পর্কে কিছু বলতে চায়। পোয়ারো সেটা শুনতে চায় না। এরপর এক্সচেঞ্জেও ফোন করলাম, কিন্তু কোন উত্তর এল না। হেস্টিংস টেলিফোনে কোন উত্তর পেলেন না।
.
প্যারিস
আমরা ট্যাক্সি করে ওপরে গেলাম বসার ঘর ছাড়িয়ে একটা ছোট খাবার ঘরে গেলাম। বর্গমারা গেছে মুখ সাদা, তার খুলিতে কোন আঘাতের চিহ্ন।
পোয়ারো বলল, যে লোকটা মারা গেল–সে এই রহস্য সম্বন্ধে কিছু বলতে পারত কিন্তু এখন অনুমানের উপর চলতে হবে।
প্যারিসে সেই গোল্ড বাক্সটা পাওয়া গেছে। সেখানে মিস অ্যাডামসকে অদ্ভুত অবস্থায় দেখেছিল। আমি বললাম তুমি জানতে পারবে না। কোনদিনই। জানতে পারব। সেখানে একটা ছোটোখাটো মহিলা তার চশমা নিয়ে যিনি জুয়েলারের দোকান থেকে সেই গয়নার বাক্সটা নিয়ে এসেছিলেন। ডিউক অফ মেলটন প্যারিসে ছিলেন যখন ঘটনা ঘটেছিল। লর্ড এডওয়্যারও প্যারিসে গেছিলেন। তাহলে পারিসে আমরা নিশ্চয়ই কিছু পেতে পারি।
বর্গ কি প্যারিসের সম্পর্ক কিছু বলেছেন। টেবিলে মিসেস উডবার্ন, ডিউক অফ মেলটন, জেন বসেছিলেন তারা কিছু জানত, বর্গ জানতেন ঘটনাটি হবার সময় ডিউক অফ মেলটন প্যারিসে যাননি।
পোয়ারো বললেন, সে এত টাকার মালিক তার পক্ষে এটা করা সম্ভব। বর্গের মধ্যে কি কোন উত্তেজনা কাজ করেছিল।
আমি বললাম, এই খুন রোনাল্ড মার্শের দ্বারা হতে পারে না।
পোয়ারো বললেন, তার পাঁচটি প্রশ্ন আছে। কেন লর্ড এডওয়্যার ডির্ভোসের জন্য তার মন বদলাল? সেই চিঠিটার কি হলো যেটা তিনি তার স্ত্রীকে লিখেছিলেন? যখন আমরা তার বাড়ি চলে আসি তখন তার মুখের ভাব কেমন হয়েছিল? কারলেটা ব্যাগের পিনাজ-নেজ কি জন্য ছিল? লেডি এডওয়্যাকে কে ডিউইকে ফোন করেছিল? সে বলল, আমি তিনটে প্রশ্নের উত্তর দিচ্ছি। লুসি অ্যাডামসের চিঠিটি পেয়ে ছিল। খুনী নিয়ম মেনে খুন করত তাহলে সে চিঠির পাতাটা ছিড়ত না কেটে নিত।
.
পিনাজ-নেজ সন
ট্যাক্সি নিয়ে তারা রিজেন্ট গেটে যেতে চাইল। নতুন বাটলারটি রিজেন্ট গেটের দরজা খুলল। মিস ক্যারেলকে ডাকতে বলা হল।
পোয়ারো অত্যন্ত প্রীত হয়ে তাকে বললেন আমি জানতাম না আপনি এ বাড়িতে থাকতে পারেন।
মিস ক্যারল বললেন, গ্লেডউইন একজন স্বপ্নল মহিলা, আমি আপনার জন্য কি করতে পারি। তার স্মৃতি শক্তিকে বিশ্বাস করে তাকে প্রশ্ন করা হলো লর্ড এডওয়্যার নভেম্বর মাসে প্যারিসে গেছিলেন।
হ্যাঁ তিনি ৩-৭ নভেম্বরে প্যারিসে গেছিলেন। তিনি আবার ২রা ডিসেম্বরে গিয়ে ৪ঠা ডিসেম্বর গিয়েছিলেন। দ্বিতীয়বার কোন প্রয়োজন ছিল বলে মনে হয় না। তার মেয়ের সাথে তার কোন সম্পর্ক ছিল না।
পোয়ারো বললেন যে, মেয়েটি বলেছে যে সে তার ভাইকে খুব পছন্দ করত। আমি আপনার মতামত চাই। তিনি এই নতুন এডওয়্যার বিশেষ পছন্দের কারণ বলে মনে হলো না।
আপনি কি মনে করেন যে মিঃ মার্শের তার প্রতি যত্ন নেয়। আপনি কি কারলেটা অ্যাডামসকে চেনেন, তার সামনে মিস ক্যারলের দস্তানাটা ছিল। ও তার কাছে পিছনেজ ছিল। তাকে এত প্রশ্ন করার জন্য ক্ষমা চাইল।
তিনি বললেন মিঃ পোয়ারো এটা আমার চশমা নয়, আমি চশমা পরে দেখতে পাই না। আমার চশমাটা আমার পকেটে আছে।
এই চশমাটা ক্যাটলেনা অ্যাডামস-এর ব্যাগে পাওয়া গেছে। সেই হলো একমাত্র যে এই চশমা ব্যবহার করত। আমি বললাম এটা তার নয়।
আমার D শব্দের উত্তর পাইনি। রোনাল্ড বর্গ মারা গেছে শুনে সকলে চমকে উঠল।
.
পোয়ারো কিছু প্রশ্ন করল
পোয়ারো চিন্তিত ছিল এবং লেডি এডওয়্যারকে ফোন করল। তিনি নাটক নিয়ে ব্যস্ত ছিলেন। তাকে বাড়িতে আসতে বললেন। লেডি এডওয়্যার-এর খুনের কোন উদ্দেশ্য ছিল না। তিনি বলেছিলেন যে তিনি লেডিকে একটা চিঠি লিখেছিলেন কিন্তু সেই চিঠি সে পাইনি।