যখন কাকার রক্তাক্ত দেহ পড়ে ছিল তখন আমি র্যাচেলের সঙ্গে ছিলাম।
আমি মনে করি, আমি আপনাকে বোর করব না।
আপনি কি কিছু জিজ্ঞাসা করবেন।
আপনাকে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। কারলেটা অ্যাডামস কতদিন ধরে ছিলেন? যুবকটি বলল আমি তাকে গতবছর শো করার সময় দেখেছিলাম।
আমি তাকে মোটামুটি ভাবে জানি সে দয়ালু। আমি দুঃখিত যে রোনাল্ড মারা গেছে। পোয়ারোর কাছ থেকে সে বিদায় নিল।
লর্ড এডওয়্যার একজন অদ্ভুত মানুষ। গ্লেডউইন বললেন। তিনি একজন লেখাপড়া জানা মানুষ। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। লর্ড এডওয়্যার বিয়ে করে সে তার চাওয়ার উর্ধে পেয়েছিল। কিন্তু গ্লেডউইন তাকে ছেড়ে যায়নি।
একজন মানুষ লর্ড এডওয়্যার তিনি তৃতীয়বার বিয়ে করতে পারেন না কারণ তার স্ত্রী জীবিত।
তাকে স্বাধীনতা দিয়ে নিজে স্বাধীন হবে। মিস ক্যারল বললেন যে, তিনি দুটো বিবাহ করে এমনিই অত্যন্ত অসুবিধায় পড়েছেন। তিনি তৃতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন।
.
পাঁচটি প্রশ্ন
তৃতীয়বার বিবাহের কথা জিজ্ঞাসা করার কারণ জানতে চাইলেন। পোয়ারো বললেন যে এটা ঠিকই যে আপনার দৃষ্টি এখানে নয়। আমাদের কাছে প্রমাণ কই যে চিঠি লেখা হয়েছিল। অনুমানের ভিত্তিতে সে চিঠি লেখেনি, সেখানে করার কারণ–এখন কারণ হলো হঠাৎ কারো সাথে তার দেখা হয়েছে যাকে তিনি বিবাহ করতে চান। লর্ড এডওয়্যার আবার বিবাহ করেছে। সে এই বয়সে আর কোন রকম অসুবিধা নিতে চায় না। আমার মিস গ্লেডউইন মার্শের প্রতি কেমন অনুভূতি হল।
আমি তার জন্য অত্যন্ত দুঃখিত বোধ করি। তোমার অত্যন্ত কোমল হৃদয়। মেয়েদের দেখলে কোমল হয়ে পড়ে হেলিংস। পোয়ারো বলল যে, তাকে দেখে বুঝেছে যে সে কিছু অসুবিধার মধ্যে পড়েছে। সে বলেছে তার বাবা যেতে সে খুব খুশী হয়েছে। এবং সে খুব অস্বস্তিতে পড়েছে। আমি মনে করি তার যে ভয় ও বিস্ময় কারলেটা অ্যাডামস মারা যাবার খবর পেয়ে হয়েছিল তা একেবারে সঠিক। মামার সঙ্গে ভাগ্নের ঝগড়া হয়েছিল।
পোয়ারো আমার প্রতি বিশ্বাস রাখে আমি তাকে জিজ্ঞেস করলাম কে এডওয়্যারকে খুন করেছে।
সে বলল যে আমি যদি এটা বলতে পারি তাহলে আমার মুকুটে একটা পালক লাগবে।
প্রথম প্রশ্ন হল, কেন লর্ড এডওয়্যার ডিভোর্সের ক্ষেত্রে মত বদলালেন। দ্বিতীয় প্রশ্ন, সেই চিঠির কি হল। কার জন্য লর্ড এডওয়্যার এবং তার স্ত্রী একসঙ্গে থাকতে চেয়েছিলনে। তৃতীয় প্রশ্ন, এইরকম মুখের ভাবের মানে কি যেটা আমরা লাইব্রেরী থেকে আসার পরে হয়েছিল। পোয়ারো জিজ্ঞেসা করলেন তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার চতুর্থ প্রশ্ন হল, সেই পাইন-পেজকার, জে নও কাটলেন। অ্যাডামস কেউ চশমা পরে না, তাহলে চশমা ব্যাগে কি করছিল। আমার পঞ্চম প্রশ্ন হল, জেনকে কে ফোন করেছিল এবং কেন জেন ফিগউহকে আছে কিনা। আমি যদি-এর উত্তরগুলো খুঁজে পাই তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না। আরো প্রশ্ন হতে পারে কারলেটা অ্যাডামস দশটার পর কোথায় গেছিল, ডি কে ছিলেন, সে সোনালী বাক্স তাকে দিয়েছিল, পোয়ারো বললে এগুলো নিজের প্রমাণের জন্য প্রয়োজন। মনে হতে পারে এবং দুবছর আড়াইবছর হতে পারে।
আমি কথা দিচ্ছি এটা একটা ভালো সম্ভাবনা আছে, আমি মনে করছি তুমি এটা আত্মহত্যা কিনা জানতে চাও। এটা অ্যাকসিডেন্ট, আসলে ডেভিল বেশী খেলে মানুষ মারা যায় না, অথচ এটা খেয়ে সে মারা গেছে। আমি মনে করি এটা একটা দুর্ঘটনায় মৃত্যু। এটা আমি ট্রায়ালে বলব। এছাড়া আমি তোমায় আর কিছু সাহায্য করতে পারব না। বাক্স থেকে একটা সি.এম.এ লেখা একটা পাউডার পাফ, লিপস্টিক একটা পাউডারের নোটও খুচরো এবং এক জোড়া পেঁজাগজ ছিল।
পোয়ারো বললেন, মিস অ্যাডামস, চশমা পরতেন কিনা জানেন। ডাক্তার বললেন, তিনি চোখে কম দেখেন।
পোয়ারো বললেন, যে মহিলা নিজেকে শেষ করার জন্য ওষুধ নিয়েছিলেন আত্মহত্যা বা অ্যাকসিডেন্ট-এর জন্য নয়। আমি ষড়যন্ত্র করে কিছু করার পক্ষপাতী নই।
পোয়ারো তাকে বললেন আপনারা দুজন খুব ভালো বন্ধুজানি। আমি আপনার বন্ধু সম্বন্ধে জানি। আমি আপনার বন্ধু সম্পর্কে বেশ আগ্রহী। আপনি যদি আমাদের সাহায্য করেন। তিনি এতে সম্মতি দিলেন। জেনি বললেন, তিনি তার সঙ্গে সকালে থাকবেন। তিনি কিছু বলেন নি যে বাড়িতে কি করবেন। সে যদি কিছু করত সে নিশ্চয়ই বলত। ক্যারেলা একটু সিরিয়াস প্রকৃতির ছিল। ট্যাক্স ছাড়া তাকে কিছু আগ্রহী করত না। তার খুব ব্যবসায়িক বুদ্ধি ছিল। সে যা কিছু করত সবেতে সে জিততে চাইত, ক্যারেলা বাজী লড়েনি। আমি কখনো বাজি লড়তে দেখিনি।
সে এটা করতে চায়নি। সে তার বোনের কাছে আমেরিকা থেকে প্যারিসে যেতে চাইত। সে তার ছোট বোনের জন্য পাগল ছিল। তার বন্ধু নিজেকে একটা ব্যক্তিগত সত্তায় ঘিরে থাকত। সে চাইত না তার বন্ধুর ঘটনা জানাতে।
আপনি কি লর্ড এডওয়্যার সম্পর্কে জানেন। না আমি জানি না। আপনি কি জানেন মিসেস অ্যাডামস তার সঙ্গে জড়িত ছিলেন।
না তা আমি জানি না। তার সেই মানুষটি সম্পর্কে জানি অত্যন্ত কুর। তিনি যে মারা গেছেন এটা অপরের পক্ষে ভালো। এটা সে তার বন্ধুর কাছে শুনেছিল। কিন্তু তার বন্ধু ছমাস আগে সেটা বলেছিল। যখন সে তাকে চিন্তিত দেখেনি। সে তাকে ভানোল নিতে দেখেনি। তবে সে তা শুনেছে। সে তার ছোট বাক্সটা দেখেনি। নভেম্বর মাসে যে স্টেটস-এ-এ গিয়েছিল।