আচ্ছা তাহলে বলছি আমি, বহুবার হ্যাঁ, অনেকবার আমাকে হ্যাটি বলেছিল, ডি সৌউসা মানুষ পর্যন্ত খুন করতে পারে, বুঝলেন ইনসপেক্টর?
ব্লান্ড কথাটা পুরনাবৃত্তি করল, সে মানুষ খুন করে?
স্যার জর্জ জানালো, তবে কথাটার মধ্যে এতটা গুরুত্ব দিতে হবে আমার এরকম মনে হয় না, কারণ এই ডি সৌউসা লোকটা সেরকম কিছু করতে পারে বলে আমার মনে হয়না। তবে এটাও যেন ভাববেন না, ইয়ট থেকে নেমে অরণ্যপথ দিয়ে বোট-হাউস এসে সেই খুন করেছে হতভাগিনী মেয়েটাকে। আর কেনই বা সে খুন করতে যাবে বলুন, তার কি প্রয়োজন হতে পারে?
ইনসপেক্টর ব্লান্ড বলল, না, আমি তা বলিনি যে সেরকম কিছু ঘটেছে।
তবে স্যার জর্জ একটা কথা মনে রাখবেন, সেরকম ভাবা হয়েছিল মারলিন টাকারের হত্যার আগে এখন আর সেরকম নয়, ব্যাপারটা সীমিত। এখন তার সন্দেহভাজন হত্যাকারী সীমিত। কেউ বোট-হাউসে চাবি ছাড়া প্রবেশ করতে পারে না একথা শুনেছি। একটা চাবি হচ্ছে শেষ ক্ল এই মার্ডার হান্ট-এ। বাগানের মধ্যে এখনও কোথাও লুকিয়ে রাখা আছে। মিসেস অলিভার যিনি এই মার্ডার হান্টের সংগঠক। দ্বিতীয় চাবি তার কাছে আছে, স্যার জর্জ জানেন কি তৃতীয় চাবিটা কোথায়?
স্যার জর্জ বলল, যে ডেস্কের সামনে বসে আছেন আপনি তার ডানদিকের ড্রয়ারে রয়েছে। তারপর নিজেই সে ড্রয়ার খুলে বলল, দেখছি এখানেই সেটা রয়েছে।
ইন্সপেক্টর ব্লান্ড বলল, তাহলে এবার লক্ষ্য করুন, এমন একজন লোক, যে বোট-হাউসে সর্বপ্রথম প্রবেশ করতে পারে…যে কিনা চাবির সন্ধান পেয়েছিল। মার্ডার হান্ট সম্পূর্ণ করে তিনি কোনো বাড়ির সদস্যের কাছে রেখে দিতে পারেন। আর এমন একজনের কাছে ছিলো তৃতীয় চাবিটা যাকে মারলিন স্ব-ইচ্ছায় তার ঘরে ঢোকবার অনুমতি দিয়েছিলো।
যেসব লোকদের সে গ্রহণ করতে পারে, নিশ্চয়ই তারা বাইরে থেকে ডাক দিতে পারে, (মার্ডার হান্টের পরিকল্পনামতো পরিচিত কণ্ঠস্বর পেলেই, সে মাটিতে শুয় পড়ে, গলায় ফাঁস লাগিয়ে কৃত্রিমভাবে মৃতের মতো শুয়ে থাকার অভিনয় করবে) সুতরাং আপনি নিজেই দেখতে পাবেন। এরা হলো, যারা আয়োজন করেছিল মার্ডার হান্ট-এর। তাহলে এটাই বলতে হয়, লেডি স্টাবস, মিস ব্রেউইস, মিসেস অলিভার সম্ভবত মঁসিয়ে পোয়ারো এবং আপনি নিজে, আজ সকালে এদের মধ্যে কেউ তার সঙ্গে দেখা করে থাকবে। তাহলে স্যার জর্জ, সে কে হতে পারে?
স্যার জর্জ সামান্য সময় কি যেন ভাবলো, তারপর সে বললো, নিশ্চয়ই লেগি দম্পতিরা। শুরু থেকেই এখানে রয়েছে আলেক আর শেলি লেগি। বাকী থাকল একজন আর্কিটেক্ট মাইকেল ওয়েম্যান, সে এখানে এসে উঠেছে টেনি প্যাভিলিয়ানের নক্সা তৈরি করার জন্য। মাস্টারটনরা ওয়ারবারটন এবং মিসেস ফোলিয়াটও আছেন সেই সঙ্গে।
জায়গাটা বিরাট কিছু বড় নয়, স্যার জর্জ। বলল ব্লান্ড। যা আমরা এখনো জানতে পারিনি সেটা হয়তো, একটা বিরাট দাও মারার পরিকল্পনা ছিলো, আমি কেবলমাত্র এটাই বলতে চাই। হয়তো মেয়েটিকে অন্য কোথাও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে তারপর তাকে বোট-হাউসে মেঝের ওপর শুইয়ে রেখে গেছে। তবে যেই এ কাজ করুক না কেন, সে মার্ডার হান্ট-এর সম্পূর্ণ পরিকল্পনা জানতো। লেডি স্টাবসকে খুঁজে বার করার সবরকম চেষ্টাই আমরা চালাচ্ছি। এই আশ্বাস আপনাকে আবার আমরা দিচ্ছি। তবে এরই মধ্যে আমি একবার কথা বলতে চাই আলেক লেগি, মিসেস শেলি এবং মাইকেল ওয়েম্যানের সঙ্গে।
মিস ব্রেউইস-এর দিকে তাকিয়ে স্যার জর্জ নির্দেশ দিলো, ওদের এখানে উপস্থিত করার জন্য। মাথা নেড়ে সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মিস ব্রেউইস, তাকে অনুসরণ করলো স্যার জর্জ।
বুঝতে পারলো ব্লান্ড, মিঃ জর্জ একান্ত নির্ভরশীল মিস ব্রেউইসের উপর, অনেকটা শিশুর মতো। ব্লান্ড এই অবসরে হেলমাউথ পুলিশ স্টেশনে ফোন করে ইয়ট ইসপেরাল সংক্রান্ত ব্যাপারে খোঁজখবর নিতে বলল।
হপকিন্সকেও ব্লান্ড বলল, নিশ্চয়ই তুমি অনুমান করে থাকবে এটা আমার মনে হয়, ভদ্রমহিলার সম্ভাব্য যাওয়ার জায়গা হলো ডি সৌউসার ওই ইয়টে। হয়তো সে সেখানে গিয়েছে অরণ্যপথ দিয়ে সবার অলক্ষ্যে। হয়তো সে বোট-হাউসে মিলিত হয় তার আগে ডি সৌসার সঙ্গে হয়তো সেই লোকটি তার লঞ্চে করে তাকে ইয়টে রেখে এসে থাকবে। যদি সেখানে লেডি স্টাবস গিয়েই থাকে, এখন দেখতে হবে কারোর দৃষ্টি এড়িয়ে সে যেন সেখান থেকে বেরিয়ে আসতে না পারে।
তারা নীরব হয়ে গেল একজন যুবককে ঘরে প্রবেশ করতে দেখে। যুবকের দিকে চোখ তুলে জিজ্ঞেস করল ব্লান্ড, মিঃ আলেক লেগি আপনি?
যুবকটি উত্তর দিল,, আমি মাইকেল ওয়েম্যান। আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন শুনলাম।
আজ বিকালে এখানে একটা বিয়োগান্তক নাটক ঘটে গেছে, আপনি কি জানেন মিঃ ওয়েম্যান? এক কিশোরী খুন হয়েছে, তার নাম মারলিন টাকার? প্রশ্ন করলেন ব্লান্ড।
মাইলেক চমকে উঠে বলল, তাই নাকি সে কিভাবে খুন হলো?
তাকে শ্বাস রোধ করে খুন করা হয়, গলায় দড়ির ফাস লাগিয়ে। বলল ব্লান্ড।
মাইকেল শিষ দিয়ে উঠল, ঠিক একেবারে চিত্রনাট্যের মতো? তাহলে আসল কথা হল, একটা অনুমান করা যেতে পারে যে, এখন আমরা সকলেই সন্দেহভাজন ব্যক্তি? অথবা কোনো স্থানীয় যুবক।