হা গো হা! এবং এই বাস্তব চেতনা এত প্রকট ছিলো বলেই তোমাকে ভালোবাসতে গিয়েও প্রথমটায় অতো ভয় পেয়েছিলাম।
আমারও ভয় ছিলো লিউক।
এখনো সেই ভয় আছে?
না, এখন আর নেই।
মৃত্যুকে কেন্দ্র করে আমরা দুজনে কাছাকাছি হয়েছিলাম। আমরা সেই অধ্যায় পেরিয়ে এসে এবার দুজনে জীবনের পথে পা বাড়িয়ে এগিয়ে চলবো…
Page 49 of 49