নাদিরা, দারা শুকোহর পত্নী
সুলাইমান, দারা শুকোর জ্যৈষ্ঠ পুত্র
সিপির, দারা শুকোর কনিষ্ঠ পুত্র
জাহাঙ্গীর, শাহজাহানের পিতা
আকবর, শাহজাহানের পিতামহ
হুমায়ুন, শাহজাহানের প্রপিতামহ
খসরু, শাহজাহানের সভাই ও জাহাঙ্গীরের জ্যৈষ্ঠ পুত্র
পারভেজ, শাহজাহানের সত্তাই ও জাহাঙ্গীরের দ্বিতীয় পুত্র
শাহরিয়ার শাহজাহানের সত্তাই ও জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র
মেহরুন্নিসা (নূরজাহান আর নূরমহল নামেও পরিচিত) জাহাঙ্গীরের সর্বশেষ পত্নী ও মমতাজ মহলের ফুফু।
আসফ খান, মমতাজ মহলের পিতা ও মেহরুন্নিসার ভাই
জানি, খসরুর বিধবা পত্নী।
ইসমাইল খান, জানির ভ্রাতুস্পুত্র
রাজকীয় গৃহস্থালি আর দরবারের সদস্যবৃন্দ।
সাত্তি আল-নিসা, মমতাজের বিশ্বস্ত ও পরবর্তীতে জাহানারার বন্ধু
আসলান বেগ, শাহজাহানের বয়স্ক পরিচারক।
তুহিন রায়, পারস্যের শাহ আব্বাসের দরবারে মোগল কূটনীতিক
উস্তাদ আহমাদ, তাজমহলের স্থপতি
নাসরীন, রোশনারার প্রাক্তন কর্মচারী ও জাহানারার সেবাদাসী
আলী নকী, গুজরাটের রাজস্বমন্ত্রী
শাহজাহানের প্রধান সেনানায়ক আর কর্মকর্তাগণ
অশোক সিং, শাহজাহানের বন্ধু ও রাজপুত শাহজাদা
নিকোলাস ব্যালান্টাইন, ইংরেজ ও মোগল দরবারের প্রাক্তন ইংরেজ কূটনীতিকের আর্দালি
কামরান ইকবাল, আগ্রা দুর্গের সেনানায়ক।
আহমেদ আজিজ, দাক্ষিণাত্যের সেনাপতি
আবদুল আজিজ, আহমেদ আজীজ পুত্র
জাফির আব্বাস, আহমেদ আজিজের সেকেন্ড ইন কমান্ড।
মহবত খান, শাহজাহানের রাজত্ব কালের প্রথম দিককার কমান্ডার-ইন-চিফ
মালিক আলী, শাহজাহানের আস্তাবলের পরিচালক
সাদিক বেগ, বালুচির জ্যৈষ্ঠ উপদেষ্টা রায় সিং, রাজপুত এবং শাহজাহানের প্রধান গুপ্তচরদের অন্যতম সুলাইমান খান, একজন কর্মকর্তা
মাওয়ানের রাজা যশয়ন্ত সিং
খলিলউল্লাহ খান, উজবেক উপদেষ্টা
আম্বারের রাজা জয় সিং
দিলীর খান, আফগান সেনাপতি
রাজা রাম সিং রাঠোর, একজন রাজপুত শাসক
অন্যান্যরা
মালিক জিউয়ান, দারা শুকোহ ও তার পুত্রের বিশ্বাসঘাতক
মাখদুমী খান, আগ্রা দুর্গের প্রশাসক ও শাহজাহানের কারারক্ষী
ইতিবর খান, আওরঙ্গজেবের প্রধান নপুংসক, পরবর্তীতে শাহজাহানের কারারক্ষী।