সুকান্তর হঠাৎই কেমন জেদ চেপে গেল।
রামুদার অর্ডার ও ক্যানসেল করবে না। মিনুকে ও এখানে নিয়ে আসবে। সেই সঙ্গে মেডিক্যাল ফাইল দুটোও। দিল্লিতে অনেক বড়-বড় ডাক্তার আছে। মিনুকে ভালো করে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করে দেখবে সুকান্ত।
মিনুর মায়ের সেই কথাটা ওর মনে পড়ল ও তুমি মানুষ নও, দেবতা।
মানুষ থেকে হয়তো দেবতা হওয়া যায় না, কিন্তু অ-মানুষ থেকে তো মানুষ হওয়া যায়!
সুকান্ত একবার সেই চেষ্টাই করে দেখবে।