- বইয়ের নামঃ মহাপ্লাবন
- লেখকের নামঃ অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
- বিভাগসমূহঃগল্পের বই
মহাপ্লাবন – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
.
উৎসর্গ : যাঁরা সত্যের হাত স্পর্শ করেছে
.
মুখবন্ধ (মহাপ্লাবন)
লঘু-গুরু মিলিয়ে মোট দশটি পৃথক বিষয় নিয়ে এই মহাপ্লাবন’ প্রবন্ধ সংকলনটি সাজানো হয়েছে। যাঁরা আমার লেখার সঙ্গে পূর্ব থেকেই পরিচিত তাঁদের নতুন করে কিছু বলার নেই। যাঁরা পরিচিত নন, তাঁদের বলব প্রবন্ধগুলির বক্তব্য বৈচিত্র্যপূর্ণ, ঋজু, দৃঢ় ও তথ্যনির্ভর। কিন্তু ভারাক্রান্ত নয়। বিষয়বস্তু অনেকক্ষেত্রে সামান্য কঠিন মনে হলেও আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্বচ্ছ ও সরল। তাই যে-কোনো পাঠকই বিষয়ের গভীরে ঢুকে পড়তে পারবেন। ডান বা বামপন্থায় নয়, প্রতিটি প্রবন্ধই যুক্তিনির্ভর ও তথ্যনির্ভর সত্য। হয়তো নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে আপনাদের। বহু অবহেলিত ইতিহাস, বহু বিতর্কিত মিথ ও বহু অনালোচিত সত্যের উপর আলোকপাত করা হয়েছে প্রতিটি প্রবন্ধে। বিশ্লেষণ ও খণ্ডনের মধ্য দিয়ে সত্যকে সামনে টেনে আনা হয়েছে।
বিভিন্ন পত্রপত্রিকায় লেখাগুলি প্রকাশের পর আমার প্রিয় পাঠকপাঠিকারা উপর্যুপরি তাগাদা দিয়ে আসছিল, যাতে আমি প্রবন্ধগুলি একই মলাটের মধ্যে এনে একটি সংকলন প্রকাশ করি। সময়ের অভাবে হয়ে উঠছিল না। অবশেষে বহু মননশীল পাঠকের আবদার ও অনুরোধে সাড়া দিয়ে এই বই প্রকাশ।
পরিশেষে যাঁরা আমার পাশে সবসময় থেকেছেন, লেখার জন্য বিষয় নির্বাচনে সাহায্য করে দিয়েছেন, প্রয়োজনীয় তথ্য প্রেরণ করেছেন এবং প্রয়োজনীয় বইপত্র দিয়ে সাহায্য করেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। কৃতজ্ঞতা তাঁর প্রতিও, যিনি আমাকে সবসময় প্রেরণা জুগিয়েছেন– কবি দেবযানী দত্ত। আমি বিশ্বাস করি ‘মহাপ্লাবন’ বইটি পাঠকসমাজে সমাদৃত হবে।
অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
সূচিপত্র
সংস্কৃত সাহিত্য : হিন্দুধর্মের প্রাণভোমরা
মহাপ্লাবনের সত্য-মিথ্যা
মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান
দেবতা এবং মানুষের পদবির ইতিহাস
সংস্কৃতের জন্ম এবং বিলুপ্তির পথ
গঙ্গা একটি নদীর নাম
বিবাহ : অবাধ যৌনাচারের বৈধ ছাড়পত্র
সুরা সমাচার
দুর্গা দুর্গতিনাশিনী নয়
অজাচার : সেকাল-একাল