২৩।
বাড়ি বা সুহই।
নিজ মন্দিরে ধনী বৈঠল বিরহিণী প্রিয় সহচরী মুখ চাই।
যহাঁ যদুনন্দন করত গোচারণ তুরিতে গমন করু তাই।
সুন্দরী খানিক বিলম্ব জানি।
সহচরী হাত মাথে ধরি সুন্দরী বোলত মধুরিম বাণী॥ধ্রুং॥
বংশী বট তট কদম্ব নিকট মণিকর্ণিক ধীর সমীর।
সঙ্কেত কেলি কদম্ব (১) কুসুম বন সুশীতল কুণ্ডক তীর।।
কালিন্দী পুলিন বৃন্দাবন ঘন নিধুবন কেলি বিলাস।
কুঞ্জ নিকুঞ্জ বন গোবর্ধন কানন সঙ্গে চলু গোবিন্দদাস॥
———
(১) “নিকুঞ্জ”—পাঠান্তর।
২৪।
ধানশ্রী।
প্রিয় সখী গমন করল প্রতি বনে বব প্ৰবেশল কুণ্ডক তীর।
সুশীতল বারি কুঞ্জ অতি শোহন মলয় পবন বহে ধীর।
সুবল সখা করু কোর।
সহচরী পথ হেরি অন্তর গর গর ঢর ঢর নয়নকো লোর।।ধ্রু।।
সচকিত নয়নে নেহারই সহচরী আকুল শ্যামরু চন্দ।
রঙ্গ পটাম্বর মুখ রুচি মোছই বসন ঢুলায়ত মন।।
কর্পূর তাম্বুল বদনহি পূরল সচকিত ভেল পীতবাস।
সুন্দরী গমন করল অব্ নিকটহি কহতহি গোবিন্দদাস।।
২৫।
করুণা বা ভূপালী।
কানুক দরশন ভেল। সহচরী তুরিতহি গেল।।
কানুক গুণ (১) শুনি ভোরি। বেশ বনায়ত (২) গোরী।।
প্রিয় সহচরী করি সঙ্গে। বসন ভূষণ করু অঙ্গে।।
নব নব নাগরী বালা। যৈছন চাল কি মালা।।
গাওত কত কত তান। কত রস করতহি গান।।
রসিক রমণী রস ভাষ। শুনতহি গোবিন্দদাস।।
————-
(১) “কথন”-পাঠান্তর।। (২) “বনায়লি” – পাঠান্তর।
(অসম্পূর্ণ)