আর কেউ?
না।
আচ্ছা, ডাক্তারি রিপোর্টে রোপ-এর রিপোর্টটা কীরকম? সিঙ্গল রেপ না গ্যাং রেপ?
সিঙ্গেল।
ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল?
অ্যাপারেন্টলি।
ওয়াজ ইট হার ফাস্ট টাইম?
হ্যাঁ, মেয়েটা উড়নচণ্ডী হলেও সেক্সটা আগে হয়নি।
আপনাকে জিজ্ঞেস করা উচিত নয়, তবু বলি, মেয়েটা নখ দিয়ে কাউকে খামচে দিয়েছিল কি না বা রেপিস্টের লালা বা লোম বা চুল কিছু পাওয়া গেছে কি না তা দেখেছেন?
হ্যাঁ। নখে দু-একটা হিউম্যান টিসু পাওয়া গেছে।
ভজনের সঙ্গে মিলেছে?
মেলানোর চেষ্টা হচ্ছে। স্টিল আন্ডার প্রসেস। তবে আমি যতদূর জানি, লোকাল পুলিশ আমাকে মুখে বললেও কাজে টিসু পরীক্ষা করা হচ্ছে না। ওরা এত ডিপে যাবেই বা কেন?
অর্থাৎ ভজনকে ওরা ঝোলাবেই?
হ্যাঁ।
দেন লেট দেম। হ্যাঙ হিম।
তাই তো দিচ্ছি মিস্টার ঘোষাল। লোকটা হয়তো সত্যিই কাণ্ডটা করেছে কিন্তু সন্দেহাতীত ভাবে ব্যাপারটা প্ৰমাণ হচ্ছে বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে জিঙ্গসটা একজন ভাঙলেও ভাঙতে পারে। কিন্তু সেই বিশেষ একজন খুবই স্টাবোর্ন।
কে লোকটা?
ওর স্ত্রী।
কীভাবে? ওঁর স্ত্রী তো ওঁকে ঘেন্না করে শুনলাম।
হ্যাঁ তা করে।
তা হলে?
ভজনবাবু তার স্ত্রীকে ঘেন্না করেন না।
তা হলে কী দাঁড়াল?
ডিফিকাল্ট ব্যাপার।
ভজনবাবুর্তার স্ত্রী সম্পর্কে কী বলেন?
তেমন কিছু নয়। আমি জিজ্ঞেস করেছিলাম ওঁর স্ত্রী কেন চলে গেলেন? ভজন সংক্ষেপে বলেছেন, আমার দোষে। শত চাপাচাপিতেও দোষটা অবশ্য কবুল করেননি। স্ত্রীর প্রতি অ্যাটিচুড কেমন তা জিজ্ঞেস করায় বলেছেন, ও ভাল মেয়ে, আমি খারাপ।
ব্যস?
হ্যাঁ।
তা হলে ওঁর স্ত্রী কী করবেন?
ভজনবাবুকে ঘিরে একটা রহস্য রয়েছে। ওঁর ওই চুপচাপ থাকা, জেদি মনোভাব আর মার খাওয়ার ক্ষমতা আমাকে সমস্যায় ফেলেছে।
তাই তো দেখছি।
আমি যদি বিভাবরীকে রাজি করাতে পারতাম এবং উনি যদি লোকটার সঙ্গে একটু কথা বলতেন তা হলে একটা কিছু বেরিয়ে আসতে পারত।
এটা কী করে বলছেন?
জাস্ট এ হানচ।
ও।
আরও একজন মহিলা ভজনবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন।
তিনি কে?
রিঙ্কুর মা। শ্যামলী।
তিনি কেন দেখা করবেন?
বোধহয় ভজনবাবুকে নিজের হাতে খুন করতে চান।
আপনি রাজি হয়েছেন নাকি?
হয়েছি।
কেন?
ভজনবাবুকে শক দেওয়ার কোনও চেষ্টাই আমি ছাড়ছি না।
ও। আপনি সবসময়ে ডেনজার নিয়ে খেলা করেন।
অ্যান্ড হোয়াই নটী?
ঘোষাল হাসল, ইটস ওকে ইফ ইট পেজ। কিন্তু এসব তো পণ্ডশ্রম।
মনে হচ্ছে তাই।
বাই দি বাই, রেপ করার সময় যদি রিঙ্কু ভজনবাবুকে বাধা দিয়ে থাকে তা হলে ভজনবাবুর গালে বা গলায় বা পিঠে বা হাতে নখের দাগ থাকার কথা।
নিশ্চয়ই। তবে গণপ্ৰহারে ভজনবাবুর সারা শরীর এমনই ক্ষতবিক্ষত ছিল যে রিঙ্কুর নখের দাগের মতো সূক্ষ্ম জিনিস খোঁজা খড়ের গাদায় ছুচ খোঁজার সামিল।
তাও তো বটে।
আরও একটা কথা।
কী বলুন তো!
রিঙ্কু যদি ভজনের প্রেমেই পড়ে থাকে তা হলে সেক্সের সময় বাধা দেবে কেন?
কিন্তু আপনিই তো বললেন যে ভজন ভায়োলেন্ট লাভার।
হ্যাঁ।
সেক্ষেত্রে বাধা দিতে পারেই।
সেটা ঠিক। তবু সব দিক ভেবে দেখতে হচ্ছে।
চার্জশিট তো নিশ্চয়ই ফাইল করা হয়নি?
না।
ভজনবাবু উকিল নিয়েছেন?
হ্যাঁ। ওর পরিবার জামিন চেয়েছে।
এখন আপনার অ্যাঙ্গেল অফ থটটা কী?
মাথা নেড়ে শবর বলল, আই অ্যাম ইন কনফিউশন।
শবর দাশগুপ্তর মুখে এ কথা শুনব বলে ভাবিনি।
শবর মৃদু হেসে বলল, ঘটনাবলি নয়, আমাকে কনফিউজ করছে লোকটা। ভজন আচার্য।
লোকটাকে কি আপনার ক্রিমিন্যাল বলে মনে হচ্ছে না?
তা বলছি না। হতেই পারে।
রজাতদা আসলে কী চাইছেন বলুন তো!
রজাতদা ভেঙে কিছু বলেননি। তিনি আমাকে শুধু বলেছেন, এ কেসটািয় আমার একটা পারসোনাল ইন্টারেস্ট আছে। তুমি প্যারালেল ইনভেস্টিগেশন করো। আমি লোকাল থানাকে বলে দিচ্ছি। তোমার সঙ্গে কো-অপারেট করতে।
ওঁর ইন্টারেস্টটা কোন দিকে তা বুঝতে পেরেছেন? ভিকটিম না। সাসপেক্ট?
সম্ভবত সাসপেক্ট।
মাই গড! তাই আপনি মুশকিলে পড়েছেন।
অনেকটা তাই। ছবিটা আবার দেখুন তো দাদা।
ঘোষাল রঙিন ছবিটা তুলে নিয়ে দেখল। গায়ে একটা পোলকা ডটওলা টিলা কামিজ, পরনে নীল জিনস, একখানা সাইকেলে হেলান দিয়ে দাঁড়ানো, পিছনে একটা মাঠ। মেয়েটার মুখে একটু হাসি।
কিছু মনে হয়?
না। ছবি তো স্থির জিনিস। একটা এক্সপ্রেশন মাত্র। এ থেকে কী বোঝা যাবে বলুন!
ইজ শি সেক্সি?
টিন এজাররা সবাই বয়সের গুণেই অ্যাট্রাকটিভ। যৌবনে কুক্কুরী ধন্যা।
আমি মহিলাদের ব্যাপারে একটু অনভিজ্ঞ, তাই জিজ্ঞেস করলাম।
অনভিজ্ঞ থাকার দরকারটা কী? বয়স তো বোধহয় একত্রিশ-বত্ৰিশ হল।
ওরকমই।
তা হলে টোপরটা এবেলা পরে ফেললেই তো হয়।
ঘোষালদা, নিজের কথা ভুলে যাচ্ছেন। বছর খানেক আগেও আপনি ফ্যামিলি লাইফ নিয়ে আতঙ্কিত ছিলেন।
হ্যাঁ দাশগুপ্ত, সেবার আপনি আমার পাশে না দাড়ালে মরতে হত।
ফ্যামিলি লাইফকে আমি একটু ভয় পাই।
ভয়ও আছে, ভরসাও আছে।
আমার এরকমই ভাল লাগে। সিঙ্গল, অ্যাকটিভ, ফ্রি।
দাঁড়ান। আমার বউকে আপনার পেছনে লাগাব। সে খুব ভাল ঘটকী।
সর্বনাশ! আমি ওর কাছে যাব। একটা রেপিস্ট, খুনির কাছে আমি যাব কেন শবরবাবু? আমার তো ওর সঙ্গে কোনও সম্পর্কই নেই।
জানি, সব জানি। আমি শুধু একটা জিনিস জানতে চাই।
কী সেটা?
সেদিন রাতে উনি সত্যিই রিঙ্কুর সঙ্গে কথা বলছিলেন কি না।