—তুমি লিখবে না?
—না বাবাই, আমায় একজায়গায় যেতে হবে যে—
—কবে ফিরবে?
ছেলেকে বুকে জড়াইয়া ধবিয়া কাজল বলিল—ফিরব। তোর ছেলে হয়ে ফিবব।
সপ্তর্ষি সবটা বুঝিল না। কিন্তু বাবা ফিরিবে শুনিয়া নিশ্চিন্ত হইল। বলিল—আমি লিখব বাবা। তোমার মতো, ঠাকুরদার মতো।
একটু চুপ করিয়া থাকিয়া বলিল–তোমার কলমটা আমাকে দিয়ে যেয়ো।
[অপুর সংসার সমগ্র সমাপ্ত]
Page 109 of 109