কত বড় কাপুরুষ যে নিরপরাধ লোককে এভাবে হত্যা করে, এভাবে সামরিক বাহিনীর লোকেরা, আর তারা বলে কি আমরা পাকিস্তানের মুসলমান! সামরিক বাহিনী! ঘৃণা করা উচিত! জানানো উচিত, দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশই দ্বিতীয় মুসলিম দেশ, ভারত তৃতীয়, পাকিস্তান চতুর্থ।
আমরা মুসলমান। মুসলমান মা-বোনদের রেপ করে? আমার রাষ্ট্রে হবে সমাজতন্ত্র ব্যবস্থা। এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যাঁরা জানতে চান, আমি বলে দিবার চাই, আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে কথা হয়েছে, আমি আপনাদের বলতে পারি, তাকে জানি, আমি তাকে শ্রদ্ধা। করি, সে পণ্ডিত নেহরুর কন্যা, সে মতিলাল নেহরুর ছেলের মেয়ে। তারা রাজনীতি করেছে, ত্যাগ করেছে, তারা আজকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। যেদিন আমি বলব, সেদিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে এবং তিনি আস্তে আস্তে কিছু সরিয়ে নিচ্ছেন।
যে সাহায্য তিনি করেছেন, আমি আমার সাত কোটি বাঙালির পক্ষ থেকে তাকে, তার সরকারকে, ভারতের জনগণকে শ্রদ্ধা, অন্তরের অন্তস্তল থেকে মোবারকবাদ জানাই।
ব্যক্তিগতভাবে এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই, যার কাছে তিনি আপিল করেন নাই শেখ মুজিবকে ছেড়ে দিতে। তিনি নিজে ব্যক্তিগতভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছেন, তোমরা ইয়াহিয়া খানকে বলো শেখ মুজিবকে ছেড়ে দিতে, একটা রাজনৈতিক সমাধান করতে। এক কোটি লোক নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে গেছে! এমন। অনেক দেশ আছে, যেখানে লোকসংখ্যা ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ। শতকরা ৬০ ভাগ দেশে লোকসংখ্যা এক কোটির কম আর আমার বাংলা থেকে এক কোটি লোক মাতৃভূমির মায়া ত্যাগ করে ভারতে স্থান নিয়েছিল, কত অসুস্থ হয়ে মারা গেছে, কত না খেয়ে কষ্ট পেয়েছে, কত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এই পাষাণদের দল!
ক্ষমা করো, আমার ভাইয়েরা, ক্ষমা করো আজ, আমার কারও বিরুদ্ধে প্রতিহিংসা নাই। একটা মানুষকে তোমরা কিছু বোলো না। অন্যায় যে করেছে, তাকে সাজা দিব। আইন নিজের হাতে তুলে নিয়ো না। মুক্তিবাহিনীর ছেলেরা, তোমরা আমার সালাম গ্রহণ করো। ছাত্রসমাজ, তোমরা আমার সালাম গ্রহণ করো। শ্রমিকসমাজ, তোমরা আমার সালাম গ্রহণ করো। বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান, আমার সালাম গ্রহণ করো।
আর আমার কর্মচারী পুলিশ, ইপিআর, যাদের উপর মেশিনগান চালিয়ে দেওয়া হয়েছে, যারা মা-বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে, তার স্ত্রীদের ধরে কুর্মিটোলা নিয়ে যাওয়া হয়েছে, তোমাদের আমি সালাম জানাই, তোমাদেরকে আমি শ্রদ্ধা জানাই।
নতুন করে গড়ে উঠবে এই বাংলা। বাংলার মানুষ হাসবে, বাংলার মানুষ খেলবে, বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে, বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে–এই আমার সাধনা, এই আমার জীবনের কাম্য। আমি যেন এই কথা চিন্তা করেই মরতে পারি–এই আশীর্বাদ এই দোয়া আপনারা আমাকে করবেন। এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিবার চাই। আমার সহকর্মীদের আমি ধন্যবাদ জানাই, যাদের আমি যে কথা বলে গিয়েছিলাম, তারা সকলে একজন একজন করে প্রমাণ করে দিয়ে গেছে, মুজিব ভাই বলে গিয়েছে, তোমরা সংগ্রাম করো, তোমরা স্বাধীন করো, তোমরা জান দাও, বাংলার মানুষকে মুক্ত করো। আমার কথা চিন্তা কোরো না। আমি চললাম। যদি ফিরে আসি…আমি জানি আমি ফিরে আসতে পারব না। আজ আল্লাহ আছে, তাই আজ আমি আপনাদের কাছে। ফিরে এসেছি। তোমাদের আমি মোবারকবাদ জানাই। আমি জানি, কী কষ্ট তোমরা করেছ। আমি কারাগারে ছিলাম। ৯ মাস আমাকে কাগজ দেওয়া হয় নাই। এ কথা সত্য, আসার সময় ভুট্টো আমায় বললেন, শেখ সাব দেখেন, দুই অংশের কোনো একটা বাঁধন রাখা যায় নাকি! আমি বললাম, আমি বলতে পারি না। আমি বলতে পারব না। আমি কোথায় আছি বলতে পারি না। আমি বাংলায় গিয়ে বলব। আজ বলছি, ভুট্টো সাহেব, সুখে থাকো, বাধন ছিঁড়ে গেছে, আর না। তুমি যদি কোনো বিশেষ শক্তির সাথে গোপন করে আমার বাংলার। স্বাধীনতা হরণ করতে চাও, মনে রেখো, দলের নেতৃত্ব দিবে শেখ। মুজিবুর রহমান। মরে যাব, স্বাধীনতা হারাতে দিব না।
ভাইয়েরা আমার, আমার চার লক্ষ বাঙালি আছে পাকিস্তানে। আমি অনুরোধ করব…তবে একটা জিনিস আমি বলতে চাই ইন্টারন্যাশনাল ফোরামে জাতিসংঘের মাধ্যমে অথবা ওয়ার্ল্ড জুরির পক্ষ থেকে একটা ইনকোয়ারি হতে হবে–কী পাশবিক অত্যাচার, কীভাবে হত্যা করা হয়েছে আমার লোকেদের, এ সত্য দুনিয়ার মানুষকে জানতে হবে। আমি দাবি করব জাতিসংঘকে, বাংলাদেশকে আসন দাও এবং ইনকোয়ারি করো। ভাইয়েরা আমার, যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন। আমি জানি, ষড়যন্ত্র শেষ হয় নাই। সাবধান বাঙালিরা, ষড়যন্ত্র শেষ হয় নাই।
একদিন বলেছিলাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, একদিন। বলেছিলাম যার যা কিছু আছে, তা নিয়ে যুদ্ধ করো, বলেছিলাম এ সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এ জায়গায় ৭ মার্চ। আজ বলছি, তোমরা ঠিক থাকো, একতাবদ্ধ থাকো, কারও কথা শুনো না।
ইনশা আল্লাহ স্বাধীন যখন হয়েছি, স্বাধীন থাকব–একজন মানুষ এই বাংলাদেশে বেঁচে থাকতে এই সংগ্রাম চলবে। আজ আমি আর বক্তৃতা করতে পারছি না, একটু সুস্থ হলে আবার বক্তৃতা করব। আপনারা আমাকে মাফ করে দেন। আপনারা আমাকে দোয়া করেন,