হাদীস নং ১৯৩৩
মুহাম্মদ রহ………উবায়দুল্লাহ ইবনে উমায়র রহ. থেকে বর্ণিত যে, আবু মূসা আশআরী রা. উমর ইবনে খাত্তাব রা.-এর নিকট প্রবেশের অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয়নি; সম্ভবত: তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন। তাই আবু মূসা রা. ফিরে আসেন। পরে উমর রা. পেরেশান তাকে আসতে বল। কেউ বলল, তিনি তো ফিরে চলে গেছেন। উমর রা. তাকে ডেকে পাঠালেন। তিনি (উপস্থিত হয়ে) বললেন, আমাদের এরূপই নির্দেশ দেওয়া হয়েছে। উমর রা. বললেন, তোমাকে এর উপর সাক্ষী পেশ করতে হবে। আবু মূসা রা. ফিরে গিয়ে আনসারদের এক মজলিসে পৌছে তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তাঁরা বললেন, এ ব্যাপারে আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ আবু সাঈদ খুদরী রা.-ই সাক্ষ্য দেবে। তিনি আবু সাঈদ খুদরী রা.-কে নিয়ে গেলেন। উমর রা. (তার কাছ থেকে সে হাদীসটি শুনে) বললেন, (কি আশ্চর্য) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ কি আমার কাছ থেকে গোপন রয়ে গেল ? (আসল ব্যাপার হল) বাজারের ক্রয়-বিক্রয় অর্থাৎ ব্যবসায়ের জন্য বের হওয়া আমাকে অনবহিত রেখেছে।
হাদীস নং ১৯৩৪
মুহাম্মদ রহ……..জাবির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে জুমুআর দিন সালাত আদায় করছিলাম। এমন সময় এক বাণিজ্যিক কাফেলা এসে হাযির হয়, তখন বারজন লোক ছাড়া সকলেই কাফেলার দিক ছুটে যান। তখন এ আয়াত নাযিল হয় : যখন তারা দেখল ব্যবসা ও কৌতুক তখন তারা আপনাকে দাঁড়ান অবস্থায় রেখে সেদিকে ছুটে গেল। (৬২ : ১০)।
হাদীস নং ১৯৩৫
উসমান ইবনে আবু শায়বা রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মহিলা তার ঘরের খাদ্য থেকে ফাসাদের উদ্দেশ্য ছাড়া ব্যয় করে তখন তার জন্য সাওয়াব রয়েছে তার খরচ করার, তার স্বামীর জন্য সাওয়াব রয়েছে তার উপার্জনের এবং সংরক্ষণকারীর জন্যও অনুরূপ রয়েছে। তাদের কারো কারণে সাওয়াব কিছুই কম হবে না।
হাদীস নং ১৯৩৬
ইয়াহইয়া ইবনে জাফর রহ…..আবু হুরায়রা রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোন মহিলা তার স্বামীর উপার্জন থেকে তার অনুমতি ছাড়াই ব্যয় করবে, তখন তার জন্য অর্ধেক সাওয়াব রয়েছে।
হাদীস নং ১৯৩৭
মুহাম্মদ ইবনে আবু ইয়াকুব কিরমানী রহ……আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে, তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে।
হাদীস নং ১৯৩৮
মুয়াল্লা ইবনে আসাদ রহ………আমাশ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন ইবরাহীম রহ.-এর কাছে বাকিতে ক্রয়ের জন্য বন্ধক রাখা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তখন তিনি বলেন, আসওয়াদ রহ. আয়িশা রা. থেকে আমার কাছে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহুদীর নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধের শর্তে খাদ্য ক্রয় করেন এবং তার নিকট নিজের লোহার বর্ম বন্ধক রাখেন।
হাদীস নং ১৯৩৯
মুসলিম ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাওশাব রহ……….আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত যে, একবার তিনি যবের আটা ও পুরোনো গন্ধযুক্ত চর্বি নিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলেন। রাবী বলেন, আমি তাকে বলতে শুনেছি যে , মদীনায় অবস্থায় কালে তাঁর বর্ম জনৈক ইয়াহুদীর নিকট বন্ধক রেখে তিনি নিজ পরিবারের জন্য তার থেকে যব খরিদ করেন। (রাবী কাতাদা রহ বলেন) আমি তাকে (আনাস রা.-কে) বলতে শুনেছি যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারের কাছে এক সা’ পরিমাণ গম বা এক সা’ পরিমাণ আটাও থাকত না, অথচ সে সময় তাঁরা নয়জন সহধর্মিণী ছিলেন।
হাদীস নং ১৯৪০
ইসমাঈল ইবনে আবদুল্লাহ রহ…….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আবু বকর সিদ্দীক রা.-কে খলীফা বানানো হল, তখন তিনি বললেন, আমার কওম জানে যে, আমার উপার্জন আমার পরিবারের ভরণ পোষণে অপর্যাপ্ত ছিলনা। কিন্তু এখন আমি মুসলিম জনগণের কাজে সার্বক্ষণিক ব্যাপৃত হয়ে গেছি। অতএব আবু বকরের পরিবার এই রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য গ্রহণ করবে এবং আবু বকর রা. মুসলিম জনগণের সম্পদের তত্ত্বাবধান করবে।
হাদীস নং ১৯৪১
মুহাম্মদ রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাহাবীগণ নিজেদের কাজ-কর্ম নিজেরা করতেন। ফলে তাদের শরীর থেকে ঘামের গন্ধ বের হত। সেজন্য তাদের বলা হল, যদি তোমরা গোসল করে নাও (তবে ভাল হয়) হাম্মাম রহ………আয়িশা রা. থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
হাদীস নং ১৯৪২
ইবরাহীম ইবনে মূসা রহ……..মিকদাম রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, নিজ হাতে উপার্জিত জীবিকার খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ আ. নিজ হাতে উপার্জন করে খেতেন।
হাদীস নং ১৯৪৩
ইয়াহইয়া ইবনে মূসা রহ……..আবু হুরায়রা রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, আল্লাহর নবী দাউদ আ. নিজের হাতের উপার্জন থেকেই খেতেন।