৬০৬৪। যুগে যুগে পৃথিবীর শক্তিশালী জাতিসমূহ যারা আল্লাহ্র বিধানসমূহকে প্রত্যাখান করেছে, তারা পৃথিবীর বুকে ধ্বংস হয়ে গেছে। এ সব উদাহরণ দেখার পরেও অবিশ্বাসীদের চেতনা ফিরে আসে না। একমাত্র আল্লাহ্ জানেন তাদের পরিণতি।
আয়াতঃ 085.020
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
And Allâh encompasses them from behind! (i.e. all their deeds are within His Knowledge, and He will requite them for their deeds).
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ
WaAllahu min wara-ihim muheetun
YUSUFALI: But Allah doth encompass them from behind!
PICKTHAL: And Allah, all unseen, surroundeth them.
SHAKIR: And Allah encompasses them on every side.
KHALIFA: GOD is fully aware of them.
২০। এবং আল্লাহ্ ওদের অলক্ষ্যে পরিবেষ্টন করে আছেন ৬০৬৫
৬০৬৫। সৃষ্টির সকল কিছুই আল্লাহ্র ক্ষমতার অধীন। সৃষ্টির সকল কিছুই আল্লাহ্র অস্তিত্ব দ্বারা পরিবেষ্টিত। পাপীরা মনে করতে পারে যে, তারা তাদের জ্ঞান ও বিচক্ষণতা দ্বারা নিজেদের সুরক্ষিত করতে পারবে। কিন্তু তাদের অলক্ষ্যে আল্লাহ্র ইচ্ছা বাস্তবায়িত হয়। ফলে অপ্রত্যাশিত দিক থেকে তাদের পরাজয় আসে।
আয়াতঃ 085.021
বরং এটা মহান কোরআন,
Nay! This is a Glorious Qur’ân,
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
Bal huwa qur-anun majeedun
YUSUFALI: Day, this is a Glorious Qur’an,
PICKTHAL: Nay, but it is a glorious Qur’an.
SHAKIR: Nay! it is a glorious Quran,
KHALIFA: Indeed, it is a glorious Quran.
২১। না, না ইহা তো গৌরবময় কুর-আন,
২২। সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ৬০৬৬।
৬০৬৬। ‘সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ‘ – আল্লাহ্র বাণী কোনও ক্ষণস্থায়ী বস্তু নয়। এই বাণীর শিক্ষা শ্বাসত, চিরস্থায়ী সত্য। মানুষের জীবনে চলার পথে এই বাণীর হিত বা মঙ্গল সর্বযুগের সর্ব কালের মানুষের জন্য সমভাবে কার্যকর ছিলো, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাজ জীবন ও ব্যক্তিজীবন তখনই সুখ শান্তিতে উজ্জ্বল ও পরিতৃপ্ত হয়ে ওঠে যখন ব্যক্তি বা সমাজ আল্লাহ্র বিধান অনুযায়ী ন্যায় ও সত্যের দ্বারা পরিচালিত হয়। “সংরক্ষিত ফলক” দ্বারা বুঝানো হয়েছে আল্লাহ্র এই অমোঘ বিধান সমূহ কখনও কোনও যুগেই বিকৃত হয়ে যায় নাই। প্রাচীন যুগ থেকে অদ্যাবধি ধর্মের যে নৈতিক নীতিমালা তা রয়েছে অক্ষয় ও শ্বাসত সত্য যা চিরস্থায়ী থাকবে ভবিষ্যতেও। দেখুন [ ১৫ : ৯ ] আয়াত যেখানে বলা হয়েছে এই বাণী অবিকৃত অবস্থায় রক্ষা করা হবে। আল্লাহ্র এ বাণীর মুল গ্রন্থ হচ্ছে পবিত্র কোরাণ। দেখুন [ ৩ : ৭ ] আয়াতের টিকা ৩৪৭।
আয়াতঃ 085.022
লওহে মাহফুযে লিপিবদ্ধ।
(Inscribed) in Al-Lauh Al-Mahfûz (The Preserved Tablet)!
فِي لَوْحٍ مَّحْفُوظٍ
Fee lawhin mahfoothin
YUSUFALI: (Inscribed) in a Tablet Preserved!
PICKTHAL: On a guarded tablet.
SHAKIR: In a guarded tablet.
KHALIFA: In a preserved master tablet.
২১। না, না ইহা তো গৌরবময় কুর-আন,
২২। সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ৬০৬৬।
৬০৬৬। ‘সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ‘ – আল্লাহ্র বাণী কোনও ক্ষণস্থায়ী বস্তু নয়। এই বাণীর শিক্ষা শ্বাসত, চিরস্থায়ী সত্য। মানুষের জীবনে চলার পথে এই বাণীর হিত বা মঙ্গল সর্বযুগের সর্ব কালের মানুষের জন্য সমভাবে কার্যকর ছিলো, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাজ জীবন ও ব্যক্তিজীবন তখনই সুখ শান্তিতে উজ্জ্বল ও পরিতৃপ্ত হয়ে ওঠে যখন ব্যক্তি বা সমাজ আল্লাহ্র বিধান অনুযায়ী ন্যায় ও সত্যের দ্বারা পরিচালিত হয়। “সংরক্ষিত ফলক” দ্বারা বুঝানো হয়েছে আল্লাহ্র এই অমোঘ বিধান সমূহ কখনও কোনও যুগেই বিকৃত হয়ে যায় নাই। প্রাচীন যুগ থেকে অদ্যাবধি ধর্মের যে নৈতিক নীতিমালা তা রয়েছে অক্ষয় ও শ্বাসত সত্য যা চিরস্থায়ী থাকবে ভবিষ্যতেও। দেখুন [ ১৫ : ৯ ] আয়াত যেখানে বলা হয়েছে এই বাণী অবিকৃত অবস্থায় রক্ষা করা হবে। আল্লাহ্র এ বাণীর মুল গ্রন্থ হচ্ছে পবিত্র কোরাণ। দেখুন [ ৩ : ৭ ] আয়াতের টিকা ৩৪৭।