আয়াতঃ 053.051
এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
And Thamûd (people). He spared none of them.
وَثَمُودَ فَمَا أَبْقَى
Wathamooda fama abqa
YUSUFALI: And the Thamud nor gave them a lease of perpetual life.
PICKTHAL: And (the tribe of) Thamud He spared not;
SHAKIR: And Samood, so He spared not
KHALIFA: And wiped out Thamoud.
৫১। এবং সামুদ সম্প্রদায়কে; তাদেরকে চিরস্থায়ী জীবনের ইজারা দেন নাই।
৫২। এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে [ ধবংস করেন ] কেননা তারা [ সকলে ] ছিলো ভয়ঙ্কর অন্যায়কারী ও প্রচন্ড উদ্ধত সীমালংঘনকারী ;
৫৩। এবং তিনি [ সদম ও গোমরাহ্ ] নগরীকে ধ্বংস ও উৎপাটিত করেছিলেন ; ৫১২১
৫৪। সুতারাং [অজানা ধ্বংস স্তুপ ] তাদের আচ্ছাদিত করেছিলো।
৫১২১। আয়াত ৫৩ – ৬০ পর্যন্ত উপদেশ বাণী সমূহের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করা যায়। হযরত লূত (আ) এর সম্প্রদায়ের জনপদ সদম ও গোমরাহ্ কে উল্টিয়ে দেয়া হয়েছিলো। লূত কে তাঁর সম্প্রদায়ের নিকট সর্তককারী হিসেবে প্রেরণ করা হয়েছিলো। দেখুন সূরা [ ১১ : ৭৪ – ৮০ ] আয়াত সমূহ এবং টিকা সমূহ।
আয়াতঃ 053.052
এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
And the people of Nûh (Noah) aforetime, verily, they were more unjust and more rebellious and transgressing [in disobeying Allâh and His Messenger Nûh (Noah) ].
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَى
Waqawma noohin min qablu innahum kanoo hum athlama waatgha
YUSUFALI: And before them, the people of Noah, for that they were (all) most unjust and most insolent transgressors,
PICKTHAL: And the folk of Noah aforetime, Lo! they were more unjust and more rebellious;
SHAKIR: And the people of Nuh before; surely they were most unjust and inordinate;
KHALIFA: Also the people of Noah before that; they were evil transgressors.
৫১। এবং সামুদ সম্প্রদায়কে; তাদেরকে চিরস্থায়ী জীবনের ইজারা দেন নাই।
৫২। এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে [ ধবংস করেন ] কেননা তারা [ সকলে ] ছিলো ভয়ঙ্কর অন্যায়কারী ও প্রচন্ড উদ্ধত সীমালংঘনকারী ;
৫৩। এবং তিনি [ সদম ও গোমরাহ্ ] নগরীকে ধ্বংস ও উৎপাটিত করেছিলেন ; ৫১২১
৫৪। সুতারাং [অজানা ধ্বংস স্তুপ ] তাদের আচ্ছাদিত করেছিলো।
৫১২১। আয়াত ৫৩ – ৬০ পর্যন্ত উপদেশ বাণী সমূহের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করা যায়। হযরত লূত (আ) এর সম্প্রদায়ের জনপদ সদম ও গোমরাহ্ কে উল্টিয়ে দেয়া হয়েছিলো। লূত কে তাঁর সম্প্রদায়ের নিকট সর্তককারী হিসেবে প্রেরণ করা হয়েছিলো। দেখুন সূরা [ ১১ : ৭৪ – ৮০ ] আয়াত সমূহ এবং টিকা সমূহ।
আয়াতঃ 053.053
তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
And He destroyed the overthrown cities [of Sodom to which Prophet Lout (Lot) was sent].
وَالْمُؤْتَفِكَةَ أَهْوَى
Waalmu/tafikata ahwa
YUSUFALI: And He destroyed the Overthrown Cities (of Sodom and Gomorrah).
PICKTHAL: And Al-Mu’tafikah He destroyed
SHAKIR: And the overthrown cities did He overthrow,
KHALIFA: The evil communities (of Sodom and Gomorrah) were the lowliest.
৫১। এবং সামুদ সম্প্রদায়কে; তাদেরকে চিরস্থায়ী জীবনের ইজারা দেন নাই।
৫২। এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে [ ধবংস করেন ] কেননা তারা [ সকলে ] ছিলো ভয়ঙ্কর অন্যায়কারী ও প্রচন্ড উদ্ধত সীমালংঘনকারী ;
৫৩। এবং তিনি [ সদম ও গোমরাহ্ ] নগরীকে ধ্বংস ও উৎপাটিত করেছিলেন ; ৫১২১
৫৪। সুতারাং [অজানা ধ্বংস স্তুপ ] তাদের আচ্ছাদিত করেছিলো।
৫১২১। আয়াত ৫৩ – ৬০ পর্যন্ত উপদেশ বাণী সমূহের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করা যায়। হযরত লূত (আ) এর সম্প্রদায়ের জনপদ সদম ও গোমরাহ্ কে উল্টিয়ে দেয়া হয়েছিলো। লূত কে তাঁর সম্প্রদায়ের নিকট সর্তককারী হিসেবে প্রেরণ করা হয়েছিলো। দেখুন সূরা [ ১১ : ৭৪ – ৮০ ] আয়াত সমূহ এবং টিকা সমূহ।
আয়াতঃ 053.054
অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
So there covered them that which did cover (i.e. torment with stones).
فَغَشَّاهَا مَا غَشَّى
Faghashshaha ma ghashsha
YUSUFALI: So that (ruins unknown) have covered them up.
PICKTHAL: So that there covered them that which did cover.
SHAKIR: So there covered them that which covered.
KHALIFA: Consequently, they utterly vanished.
৫১। এবং সামুদ সম্প্রদায়কে; তাদেরকে চিরস্থায়ী জীবনের ইজারা দেন নাই।
৫২। এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে [ ধবংস করেন ] কেননা তারা [ সকলে ] ছিলো ভয়ঙ্কর অন্যায়কারী ও প্রচন্ড উদ্ধত সীমালংঘনকারী ;
৫৩। এবং তিনি [ সদম ও গোমরাহ্ ] নগরীকে ধ্বংস ও উৎপাটিত করেছিলেন ; ৫১২১
৫৪। সুতারাং [অজানা ধ্বংস স্তুপ ] তাদের আচ্ছাদিত করেছিলো।
৫১২১। আয়াত ৫৩ – ৬০ পর্যন্ত উপদেশ বাণী সমূহের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করা যায়। হযরত লূত (আ) এর সম্প্রদায়ের জনপদ সদম ও গোমরাহ্ কে উল্টিয়ে দেয়া হয়েছিলো। লূত কে তাঁর সম্প্রদায়ের নিকট সর্তককারী হিসেবে প্রেরণ করা হয়েছিলো। দেখুন সূরা [ ১১ : ৭৪ – ৮০ ] আয়াত সমূহ এবং টিকা সমূহ।