…he [the nawab] is complying with his contracts, grants us parwannahs and whatever we ask within the compass of his Agreement. Our attack- ing the French I take it has nothing to do with our articles of Peace nei- ther is he bound thereby to deliver them up. He writes to you that your enemies are his and his yours, but this is only a private letter and not mentioned in the Agreement; on the contrary it says we shall not make war in Bengal while he continues firm to his Agreement.
তবে এটা ঠিকই যে সিরাজদ্দৌল্লা ফরাসিদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন এবং তাদের কখনওই পুরোপুরি পরিত্যাগ করেননি। ইংরেজদের পীড়াপীড়িতে, তাঁর নিজের ইচ্ছের বিরুদ্ধেই, জাঁ ল’-কে মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে দেওয়ার পরেও তিনি ল’-র সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন। শুধু তাই নয়, এমনকী ইংরেজদের বিরুদ্ধে ব্যুসির সাহায্য ও মদত নেওয়ারও চেষ্টা করেছিলেন। আসলে একদিকে তাঁর নিজের দরবারের অমাত্যদের মধ্যে অসন্তোষ ও বিক্ষোভের আঁচ পেয়ে ও অন্য দিকে ইংরেজদের জঙ্গি মূর্তি দেখে সিরাজদ্দৌল্লা এমন এক ‘মিত্রের’ প্রয়োজন অনুভব করেছিলেন বিপদের সময় যার সাহায্য পাওয়া যাবে। কিন্তু পরবর্তী ঘটনাক্রম থেকে দেখা যাবে যে সিরাজদ্দৌল্লা ইংরেজদের বিরুদ্ধে ফরাসিদের সঙ্গে মৈত্রীবন্ধনে যেতে দ্বিধাগ্রস্ত ছিলেন, কখনওই এ-ব্যাপারে পুরোপুরি মনস্থির করতে পারেননি। তিনি যদি এ বিষয়ে স্থিরসংকল্প হতে পারতেন এবং ইংরেজদের প্রকৃত অভিসন্ধি বোঝার মতো দূরদৃষ্টি যদি তাঁর থাকত, তা হলে ফরাসিদের সঙ্গে মৈত্রীবন্ধন করা তেমন কঠিন হত না। এমন সম্ভাবনার কথা ইংরেজরা আন্দাজ করেছিল এবং তা নিয়ে বেশ শঙ্কিতই ছিল। এক ফরাসি পর্যবেক্ষক সঙ্গতভাবেই বলেছেন, নবাবের দোনামনা ভাবের জন্যই এ মৈত্রীবন্ধন সম্ভব হয়নি। ফলে ফরাসিদের সঙ্গে মৈত্রীবন্ধনের সম্ভাবনা বিলীন হয়ে গেল।৭১ মীরজাফরের সঙ্গে ৫ জুন ইংরেজদের চুক্তি, ১২ জুন মুর্শিদাবাদ থেকে ওয়াটসের পালানো, ১৩ জুন ক্লাইভের পলাশি অভিমুখে যাত্রা—এ-সব মিলিয়ে বলা যায় যে, এভাবেই পলাশির ষড়যন্ত্র পূর্ণরূপ পেল এবং এতে পলাশি বিপ্লবের পটভূমি তৈরি হয়ে গেল।
সূত্রনির্দেশ ও টীকা
১. P. J. Marshall, Bengal, p. 91; C. A. Bayly, Indian Society, p. 50; Rajat Kanta Ray. ‘Colonial Penetration’, pp. 7, 11, 12; পলাশী, পৃ. ১২,১৬।
২. দৃষ্টান্তস্বরূপ, Scrafton, Reflections, and Watts, Memoirs.
৩. Watts’ Memoirs, p.74; ওয়ালসকে স্ক্র্যাফ্টন, ৯ এপ্রিল ১৭৫৭, Hill, III, p. 342.
৪. Law’s Memoir, Hill, III, p. 189.
৫. ক্লাইভকে ওয়াটসের চিঠি, ১১ এপ্রিল ১৭৫৭, Hill, II, p. 323.
৬. ঐ; Hil, I, clxxvii.
৭. Orme Mss., vol. 170, f. 99, Records of Fort St. George, Diary and Consultation Books, Military Department, 1756, p. 330; Hill, I, pp. 239-40.
৮. Clive to Select Committee, Fort St. George, 2 July 1757, Hill, II, p. 442.
৯. Hill, II, p.440.
১০. তাঁর পিতাকে লেখা ক্লাইভের চিঠি, ৫ অক্টোবর ১৭৫৬, Hill, I, p. 227.
১১. Powis Collection, Box 20, John Brown to Clive, 27 Feb. 1752, quoted in Mark Bence-Jones, Clive of India, p. 92.
১২. সিক্রেট কমিটিকে লেখা ফোর্ট উইলিয়াম কাউন্সিলের চিঠি, ৩১ জানুয়ারি ১৭৫৭, Bengal Letters Received, vol. 23, f. 405.
১৩. ওয়াটসকে সিলেক্ট কমিটি, ১৪ মার্চ ১৭৫৭, Ome Mss., Inida, V,f. 1275; Orme Mss., O.V. 170,f. 397.
১৪. Law’s Memoir, Hill, III, pp. 173-74.
১৫. ঐ, পৃ. ১৭৫-৭৭।
১৬. ঐ, পৃ. ১৭৪।
১৭. সিয়র, ২য় খণ্ড, পৃ. ১৯৬।
১৮. Law’s Memoir, Hill, III, p. 185.
১৯. ক্লাইভকে ওয়াটস, ১১ এপ্রিল ১৭৫৭, Hill, II, p. 322.
২০. ওয়ালসকে স্ক্র্যাফ্টন, ৯ এপ্রিল ১৭৫৭, Hill, III, p. 342.
২১. ঐ, Hill, III, p. 343. জোরটা আমার দেওয়া।
২২. ক্লাইভকে ওয়াটস, ১১ এপ্রিল ১৭৫৭, Hill, II, p. 323.
২৩. ওয়ালসকে স্ক্র্যাফ্টন, ১৮ এপ্রিল ১৭৫৭, Hill, II, pp. 342-43.
২৪. ওয়ালসকে স্ক্র্যাটফ্ন, ২০ এপ্রিল ১৭৫৭, Hill, II, pp. 349-50.
২৫. ওয়াটসকে নবাবের চিঠি, সম্ভবত ১৬ এপ্রিলের পর যখন জাঁ ল’ মুর্শিদাবাদ ছেড়ে চলে যান, Hill, II, p. 335.
২৬. ক্লাইভকে ওয়াটস, ২৩ এপ্রিল ১৭৫৭, Hill, II, pp. 353-54.
২৭. ক্লাইভকে স্ক্র্যাটন, ২৪ এপ্রিল ১৭৫৭, Hill, II, pp. 357-58.
২৮. ক্লাইভকে ওয়াটস, ২৬ এপ্রিল ১৭৫৭, Hill, II, pp. 363.
২৯. ওয়াটসনকে ক্লাইভ, ২৬ এপ্রিল ১৭৫৭, Hill, II, p. 362,
৩০. ওয়াটসকে ক্লাইভ, ২৮ এপ্রিল ১৭৫৭, Hill, II, p. 366.
৩১. ক্লাইভকে ওয়াটস, ২৮ এপ্রিল ১৭৫৭, Hill, II, p. 366.
৩২. Select Committee Consultations, 23 April 1757; Orme Mss., India V, f. 1212; O.V. 170, f. 222.
৩৩. ক্লাইভকে সিলেক্ট কমিটি, ২৯ এপ্রিল ১৭৫৭, Hill, II, p. 368; Select Committee Consultations, 28 April 1757; Orme Mss., O.V. India, f. 1214.