রুক্মিণী সাড়া দেয় না।
রুক্মিণী, উঠে বস। হিন্দীতেই কিরীটী বলে, আমি জানি তুমি জেগে–উঠে বস।
শির মে বহুৎ দরদ বাবুজী। কোঁকাতে কোঁকাতে রুক্মিণী বলে। ওঠে না–চোখও মেলে
না।
ওঠ–ওঠ বলছি!
কিরীটীর তীক্ষ্ণ কণ্ঠের নির্দেশে রুক্মিণী আর শুয়ে থাকে না। উঠে বসে খাটের উপর। ঐ ঘরটাও বেশ সাজানো–গোছানো।
একপাশে একটা কাঠের আলমারি, দেওয়ালে একটা প্রমাণ-আরশি। বড় সাইজের একটা খাট। একটা আলনা। তার উপরে শাড়ি ও জামা ভাঁজ করা। গোটা-দুই প্যান্ট ও শার্টও আছে। একটা স্টীলের ট্রাঙ্ক।
কেয়া বাত বাবুজী! কোঁকাতে কোঁকাতে রুক্মিণী আবার বলে।
পাশের ঘরে গিয়েছিলে কেন?
হায় রাম! আমি তো শুয়েছিলাম শির দরদ করছিল বলে। আমি তো যাইনি।
মিথ্যে কথা বলে কোন লাভ নেই। বল, কেন গিয়েছিলি?
হায় রাম! সচ্ বলছি বাবুজী—
যাসনি তুই?
গঙ্গামাঈকি কসম বাবুজী—
চাবিটা কোথায়?
চাবি?
হ্যাঁ। তোর সাহেবের আলমারির চাবি। কোথায় আছে বের করে দে।
সে হামি কি জানি?
তোর কাছেই আছে। বের কর। নাহলে দারোগা সাহেব এখুনি তোকে থানায় ধরে নিয়ে যাবে।
রুক্মিণী চুপ করে থাকে।
অরূপ যাও, নীচে যে সেপাই পাহারায় আছে তাকে আন। ওকে থানায় নিয়ে গিয়ে হাজতঘরে বন্দী করে রাখ।
রুক্মিণী তাকাল কিরীটীর মুখের দিকে, কেন বাবুজী–হামার কি কসুর হল?
তুই তোর সাহেবের আলমারির চাবি চুরি করেছিস।
না।
আবার ঝুট বলছিস?
নেহি–ঝুটু নেহি—
ওর ঘরটা সার্চ কর তো অরূপ!
পাওয়া গেল না। রুক্মিণীর ঘরের সবকিছু তন্নতন্ন করে খুঁজেও কোন চাবি পাওয়া গেল। কিন্তু চাবি না পাওয়া গেলেও, রুক্মিণীর ট্রাঙ্কের মধ্যে বেশ ভারি ওজনের একজোড়া সোনার বালা, কিছু দামী প্রসাধন দ্রব্য, গোটা–দুই দামী শাড়ি ও একটা ছোট টিনের কৌটোর মধ্যে পাওয়া গেল একশো ও দশ টাকার নোট মিলিয়ে প্রায় দেড় হাজারের মত টাকা।
ঐ টাকা কার? কিরীটী প্রশ্ন করে।
হায় রাম! কার আবার–আমার!
তুই তো মাইনে পেতিস না–অত টাকা তুই কোথায় পেলি?
আমি–আমি কেমন থতমত খায় রুক্মিণী।
বল, কোথায় পেলি? তোর সাহেব তোকে দিয়েছিল–তাই না?
না। রামদেও আমার মরদ—
আবার ঝুটু বলছিস! সাহেবের সঙ্গে তোর গোপন আশনাই ছিল–-সাহেব তোকে দিয়েছে।
রুক্মিণী চুপ।
শোন, এখনও সব কথা খুলে বলনা হলে এখুনি তোকে থানায় পাঠাব।
গঙ্গামাঈকী কসম–আমি কিছু জানি না বাবুজী। তোর গোড় লাগি—
রামদেও–তোর মরদ কোথায়?
কেমন করে জানব?
তুই জানিস সে কোথায়?
না, জানি না।
রামদেওর কোন ফটো আছে?
আছে। ছিল তো ঐ ট্রাঙ্কের মধ্যে।
কোথায়? তোর বাক্সের মধ্যে তো পাওয়া গেল না?
তবে আমি জানি না।
ঠিক আছে। অরূপ ওকে নিয়ে গিয়ে হাজতে রাখ। আর খবরের কাগজে রামদেও ও শমিতার নামে বিজ্ঞাপন দাও তাদের বর্ণনা দিয়ে।
.
রুক্মিণী চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দেয়, তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। সুবীর আর সুবিনয় এসে সিঁড়ির নীচে দাঁড়ায়।
সুবীর জিজ্ঞাসা করে, ওকে অ্যারেস্ট করলেন নাকি দারোগাবাবু?
হ্যাঁ। অরূপ জবাব দেয়।
আপনাকে আগেই বলেছিলাম, ও মাগীই যত নষ্টের গোড়া। সুবীর বলে।
সুবিনয় কিন্তু কোন কথা বলে না।
সে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
১৬. ঐ ঘটনার চারদিন পরে
ঐ ঘটনার চারদিন পরে।
অরূপ থানায় তার অফিস-ঘরে বসেছিল, বেলা তখন সকাল দশটা হবে।
হাতে ধরা একটা ভাঁজকরা সংবাদপত্র। শমিতা এসে অফিস-ঘরে ঢুকল।
আপনিই তো এ থানার ও.সি. মিঃ মুখার্জী?
হ্যাঁ মিস সান্যাল, আসুন।
কাগজে বিজ্ঞাপন দিয়েছেন আমি নিরুদিষ্ট বলে, কি ব্যাপার? এসবের অর্থ কি?
বসুন মিস সান্যাল।
না! আমি বসতে আসিনি। কাগজে বিজ্ঞাপন দেবার উদ্দেশ্যটা জানতে এসেছি। বলুন কি ব্যাপার?
কিরীটী রায়ই আপনার প্রশ্নের জবাব দিতে পারবেন, কারণ তাঁরই নির্দেশে ডি.সি. বিজ্ঞাপনটা দিয়েছিলেন?
বেশ, আমি তাহলে তাঁর কাছেই যাচ্ছি।
যেতে হবে না, আমি তাঁকে ফোনে ডাকছি। বসুন আপনি।
না। আমি সেখানেই যাচ্ছি।
বসুন, বসুন–ব্যস্ত হবেন না মিস সান্যাল। মনে হচ্ছে বিজ্ঞাপনটা কাগজে দেওয়ায় আপনি একটু ক্ষুব্ধ হয়েছেন!
তা যদি হয়েই থাকি, খুব অন্যায় হয়েছে কি? কোথায় কে খুন হয়েছে সেই ব্যাপারের সঙ্গে একজন ভদ্রমহিলাকে জড়িয়ে কাগজে কাগজে ঐ ধরনের বিজ্ঞাপন দিলে সেটার অর্থ যে কি দাঁড়ায় নিশ্চয়ই সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে না?
নিশ্চয়ই না।
হঠাৎ কিরীটীর কণ্ঠস্বর শুনে যুগপৎ দুজনেই দরজার দিকে ফিরে তাকাল।
মিঃ রায়! আপনি এসে গেছেন ভালই হল। আমি আপনাকে আসবার জন্য ফোন করার। কথা ভাবছিলাম। অরূপ বলে।
হ্যাঁ, কিছুক্ষণ আগে অমলেন্দুবাবুর ফোনে জানতে পারলাম শমিতা দেবী তাঁর কাছেই আছেন, তাই এসেছিলাম অরূপ তোমাকে নিয়ে তাঁর ওখানে যাব বলে, তা দেখছি উনি নিজেই এসে গেছেন। কিন্তু মিস সান্যাল, আপনি দাঁড়িয়ে কেন, বসুন। কিরীটী বলল।
না। বসবার কোন প্রয়োজন নেই। আপনি কেন বিজ্ঞাপন দিয়েছেন সেটা জানতে পারলেই আপাতত খুশি হব। একটু যেন কঠিন কণ্ঠেই কথাগুলো বলে শমিতা।
আপনি তাহলে বিজ্ঞাপনটা দেখেই এসেছেন? কিরীটী শুধায় শমিতাকে।
হ্যাঁ। নচেৎ আপনি কি মনে করেন সোস্যাল ভিজিট দিতে এসেছি থানায়?
নিশ্চয়ই না। কিন্তু বিজ্ঞাপনটা তত দিন তিনেক হল বের হয়েছে। আপনি তাহলে আরও আগে আসেননি কেন জানতে পারি কি?