হ্যাঁ, চলি ভাই—সামনের শনিবার আমাদের ম্যারেজ-পার্টিতে আসা চাই—আপনারা তিন বন্ধুই-সকলকে আমার হয়ে নিমন্ত্রণ জানাবেন।
কিরীটী বের হয়ে গেল।
পরের দিন সকালে কলকাতায় একটা হোটেলে কৃষ্ণা এসে বোম্বাই থেকে উঠেছিল। কিরীটী এসে ঢুকতেই কৃষ্ণা বলে, আমি তো ভেবেছিলাম বুঝি এলেই না! গতকাল আসার কথা
কিরীটী মৃদু মৃদু হাসে।
হাসছ যে?
কিছু না, চল–
কোথায়?
বাঃ, রেজেস্ট্রি অফিসে যেতে হবে না?
কৃষ্ণার মুখটা লাল হয়ে ওঠে।
Page 33 of 33