আ মিটিং উইথ সেডুসা (ইন দ্য উইন্ড ফ্রম দ্য সান) ছোট গল্পটা দেখলেই বৃহস্পতির জীবনের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কার্ল সাগানের কসমস এর দ্বিতীয় অংশেও এ নিয়ে বিস্তর লেখা আছে। তা বই দেখে তোক বা টিভি সিরিয়াল, পাওয়া যাবে সহজেই।
ইউরোপার বরফের ভেতরটা সে কারণেই তরল থাকার কথা যে জোয়ারে আইওর আগুন বর্ষা উদ্বেলিত হয়। বৃহস্পতির জোয়ার। স্টার অ্যান্ড স্কাই ম্যাগাজিনে রিচার্ড সি হল্যান্ড প্রথমে এ ধরনের ব্যাপার ঘটার সম্ভাবনার কথা বলেন। (দ্য ইউরোপা এনিগমা, ১৯৮০) এই চমৎকার আইডিয়াটা নিয়ে অনেক জ্যোতির্বিজ্ঞানীই আপ্লুত হয়েছেন। (নাসার ইনস্টিটিউট অব স্পেস স্টাডিস, ড. রবার্ট জ্যাস্ট্রো এ নিয়ে সম্ভাব্য গ্যালিলীয় অভিযানের পরিকল্পনাও করেছেন।
সর্বোপরি ভ্যালেরি এবং হেক্টর,
লাইফ সাপোর্ট সিস্টেমের জন্য,
ক্যারেন, মিষ্টি চুমুতে
প্রতিটা অধ্যায়ের বারোটা বাজানোয়:
স্টিভ, এখানে থাকায়,
কলম্বো, শ্রীলঙ্কা,
জুলাই, ১৯৮১- মার্চ ১৯৮২
বইটা আর্কাইভ থ্রি মাইক্রোকম্পিউটারে লেখা হয়েছিল। সফটওয়্যার ছিল ওয়ার্ডস্টার। একটা পাঁচ ইঞ্চি ডিস্কেটে করে পাঠানো হয়েছিল কলম্বো থেকে নিউ ইয়র্কে। শেষ বেলার কারেকশন সম্প্রচার করা হয় পাদুকা আর্থ স্টেশন থেকে, ইন্ডিয়ান ওশেন ইন্টোলসেট-১৫ এর মাধ্যমে।
স্যার আর্থার চার্লস ক্লার্ক
স্যাটেলাইট বিজ্ঞানের জনক ও সর্বকালের শ্রেষ্ঠ স্পেস ট্র্যাভেল সায়েন্স ফিকশন রাইটার আর্থার চার্লস ক্লার্ক। জীবিতদের মধ্যে তিনিই পৃথিবীর সেরা কল্পবিজ্ঞানী। দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার অফ সায়েন্স ফিকশন। সবচে বেশি রাশ টেনে রাখেন এস এফ এর কল্পনায়। মহাকাশের কোথায় অভিযান করলে কী হবে তা তিনি অত্যন্ত বিস্তারিত ব্যাখ্যার সাহায্যে বলে দিয়েছেন মানুষ মহাকাশে যাবার আগেই।
নিজদেশ ইংল্যান্ড ছেড়েছুঁড়ে দ্বীপরাজ্য শ্রীলঙ্কায় বাস করেন সেই প্রথম যৌবন থেকে। তাঁর কাছে এস এফ সব সময় সিরিয়াস ব্যাপার, হেলাফেলার ছেলেখেলা নয়। ওডিসি সিরিজের পঞ্চম বইটার জন্য এস এফ এর ইতিহাসে সবচে মোটা অঙ্কের সম্মানী পেয়েছেন। রঁদেভু উইথ রামা এবং ফাউন্টেনস অব প্যারাডাইস দুটোই হুগো এবং নেবুলা প্রাইজ পেয়েছে। এ দু পুরস্কার এস এফ এর ক্ষেত্রে শ্রেষ্ঠ। এ মানিক-জোড় পূর্ণ হয়েছে মাত্র আট-নবার। তার আর সব পুরস্কারের স্রোতও কম যায় না। মহাকাশ ও সমুদ্র নিয়ে রচনার সংখ্যা শতেক ছাড়াবে।
একজন মহাকাশ বিজ্ঞানী, বিজ্ঞান গবেষণার পৃষ্ঠপোষক, সামরিক অফিসার, স্কুবা ডাইভার, স্পেস মিশনের ধারাভাষ্যকার-উপদেষ্টা, চলচ্চিত্র নির্মাতা, এবং শ্রেষ্ঠ কল্প-বিজ্ঞানবিদের চেয়েও তার বড় পরিচয়, তিনি এস এফ জগতের এক প্রধান দিকনির্দেশক। প্রতিটা রচনা নির্দিষ্ট দিকনির্দেশ করে। কোনো শখ হিসেবে কিম্বা
জাদুর মতো করে বিজ্ঞান কল্পকাহিনী প্রচারে তিনি একমত নন। মানুষ এবং মানুষের সবটুকুর সাথে ভবিষ্যৎ আর মহাকাশের মেলবন্ধন রচনায়, সে সময়ের ভাবনা, মূল্যবোধ, চিরায়ত মানবিকতা নিয়েই তার কাজ। একজন ভবিষ্যৎ নির্দেশক হিসেবে পোপের দাওয়াতও পেয়েছেন।
মোটা দাগে তিন চারটা বৈশিষ্ট্য বলে দিলে প্রথমেই বলা যায়, মহাকাশ, ভয়, জাতিগত অভেদ, রাজনীতি আর রসিকতা তার রচনায় থাকবেই।
অনেক বয়েস হয়ে গেছে, চলাফেরা করতে পারেন না তেমন। তাও লেখা ছাড়েননি। শেষ পর্যন্ত আর্থার ক্লার্ক হার মানবেন না।
নির্ঘণ্ট:
১. এস ই টি আই: সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। অপার্থিব বুদ্ধিমত্তার খোঁজ-সেটি। এরিসিবোর জন্ম হয়েছে মূলত সেটির জন্য।
২. এরিসিবো: এরিসিবো অবজার্ভেটরি। পুর্টেরিকোর কাছাকাছি। তেষট্টি সালে বিশ্বের সবচে শক্তিশালী রেডিও টেলিস্কোপটা বসানো হয়। তিনশো পাঁচ মিটার ব্যাস। আজো বিশ্বের সবচে বড় ডিশ। অনেক মহাজাগতিক আবিষ্কারের কারণ এটা। বলা হয়। অ্যালিয়েনদের খোঁজে বসানো হয়েছে।
৩. এন সি এ: ন্যাশনাল কাউন্সিল অব অ্যাস্ট্রোনটিক্স; মহাকাশ বিষয়ে জাতীয় কর্তৃপক্ষ। নাসার স্থানে পরে আসবে। কল্পিত।
৪. কসাক: রাশিয়ার এক জাতি। এক অপরাজেয় যোদ্ধার দল। এখানে দু অর্থেই।
৫. টাইকো মনোলিথ: টাইকো হল চাঁদের এক জ্বালামুখ, ৮৭ কিলোমিটার চওড়া। মনোলিথ অর্থ এক পাথরে তৈরি স্তম্ভ। টাইকো মনোলিথ চাঁদের বুকে পাওয়া (কল্পিত) কালো একশিলাস্তম্ভ। [২০০১: আ স্পেস ওডিসি]
৬. সি আই এ : সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সি। আমেরিকার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা।
৭. ডপলার পরিবর্তন: বিজ্ঞানী ডপলার আবিস্কৃত ক্রিয়া। গতির কারণে শব্দ উপলব্ধির পরিবর্তন। দাঁড়ানো লোকের পাশে চলন্ত ট্রেনের শব্দ শুধু বাড়ে-কমেই না, বরং শব্দের গঠনও অন্যরকম মনে হয়। ব্যাখ্যা দেন ডপলার। এ থেকে শব্দ বা আলো দেখেই বস্তুর গতি পাওয়া যায়।
৮. ত্বরণ: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। তবে কখনো কখনো হ্রাসের হারও বোঝায়।
৯. নাসা: ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ইউ এস মহাকাশ সংস্থা।
১০. আয়োনোস্ফিয়ার: বাতাসের এক স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের এ স্তরটা চার্জিত পরমাণু আর মৌল কণায় ভরা। সূর্যালোকের প্রভাবে এ আয়ন সৃষ্টি হয়। এখান থেকে রেডিও ওয়েভ ফিরে আসে।