- বইয়ের নামঃ দীওয়ান-ই-হাফিজ
- লেখকের নামঃ কাজী নজরুল ইসলাম
- বিভাগসমূহঃ অনুবাদ বই
দীওয়ান-ই-হাফিজ
কোন বেদনায় নিলাম বিদায় ‘দিলজানী’ আর দিল জানে
বদ-নসিবের দানাদানি টানছে সে কোন দূর টানে॥
তোমার সিঁথির মতির মতন নজর দেবো অশ্রু বুঁদ।
সেই দূতীরে, সালাম তোমার পৌঁছাবে যে মোর পানে॥
এসো প্রিয়া, আশিস মাগি, আমার সাথে হাত ওঠাও,
তোমার প্রাণে বিশ্বাস আসে, আসেন খোদা মোর ত্রাণে॥
মোদের পরে জুলুম যদি করেই জাগে ঈর্ষাতুর,
ভয় কী সখী, মোদের খোদা শোধ নেবে তার সেইখানে॥
তোমার শিরের কসম শিরিঁ তোমার নেশা টুটবে না,
যদিই ‘তামাম জাহান’ জুটে শির পরে মোর তির হানে॥
জান কি সই, কেনই আমায় ফেরায় গ্রহ দিগ্বিদিক?
তোমার পানে মন টানে মোর, ঈর্ষা জাগে ওর প্রাণে॥
ব্যথিত আমি, বুকের আমার ব্যথার খবর দেয় গো ওই
তৃষ্ণার্ত ঠোঁট সিক্ত আঁখি শুষ্ক মুখের উদ্যানে॥
খুবসুরত ওই রূপের তারিফ লিখনু যেদিন, সেই হতে
আমার বইয়ের পাতার কাছে ফুলের পাতা হার মানে॥
‘মাশুক’ আমার আসুক ফিরে সুস্থ দেহে জলদি গো,
আসবে হেসে কখন পাশে শিস দেবে সুখ সিস্তানে॥
দোহাই খোদার! কোথায় হাফিজ, যদিই গো কেউ জিজ্ঞাসে,
বলো – পথিক গেছে কেঁদে আমা হতে দূর পানে॥
দীওয়ান-ই-হাফিজ
(২)
নৌ-জোয়ানির জৌলুসে ফের গুলজার আজ গোলেস্তান
ফুল-কিশোরীর খোশখবরি গায় বুলবুল খোশ এলহান
যৌবনাতুর ফুলকুঁড়ি-বাস যাচ্ছ মলয় ঘোড়সওয়ার,
সরো গোলাব জুঁই কলিদের কই যে কি মোর নমস্কার।
চাঁদ চেহেরায় ম্লান কোরো না কস্তুরী-কেশ-ধূপছায়ায়,
চুনোট চুলের খুনসুড়ি তোর করবে এবার খুন আমায়!
মদপায়ীদের নিত্য যারা বদনামী গায়, হচ্ছে ভয়,
এই খারাবির খেয়াল-সুখই ইমান তাদের করবে ক্ষয়।
খোদার প্রিয়ের হও প্রিয়তম্ – আছেন মাঝি ‘নোহের’ না-র
সিন্ধুকে যে বিন্দু ভাবে তুফান যাঁহার হুকুম চায়!
শনির সরাই দুনিয়া-খানার পাতিসনে হাত, পালিয়ে আয়;
অতিথ এলেই কঞ্জুস এই কাফের করে কতল তায়!
মদ- পূজারি বাচ্চা-শুঁড়ি পুতুল যদি হয় আমার,
নয়ন-পাতায় করব ঝাডু শরাব-পানার দোরের তার!
‘সোহ্হম সত্য’ ‘জগৎ মিথ্যা’ গণ্ডূষে যদি নাও শুষে ও
দেহ দেউলের কণা রহস্য বুঝতে নারবে বন্ধু কেউ!
আখের যাহার সম্বল ভাই দু-মুঠো মাটির নিঁদ-মহল,
বল সে বেকুবে, গগন-চুম্বী সাত মহলাতে তার কী ফল?
হে মোর বন্দি কিনানের চাঁদ! মেসেরং আজ তব দন্ডাধীন,
কারাবাসে এবে বিদায় বলিয়া হও এসে সখা তখত-নশিন।
জানিনে লো তোর এলো কুন্তলে কী খেয়াল খেলে এলোমেলো,
আম লো! শ্যামল কস্তুরী-কেশ দিনে কতবার আলগেলো!
মুক্তি-মুলুক, সবুরীর কোঠা এমন অজেয় উচ্চশির
জিনিবে তা বলে নাই হেন বল শত বাদশার তরবারির।
মদ্পি হাফিজ, মস্তানি চালা, বাস নেচে গেয়ে কাটুক কাল!
অন্যের মতো কোরো না কোরান ফেরেব-বাজির ফন্দি-জাল!