যেতেও পারি, হেসে বলল রবিন। ঠিক আছে নাকি কিছু! আমরা তো যেখানেই যাই, রহস্য নিজে নিজে এসে হাজির হয়!
কোইনসিডেন্স, পলি বলল। কাকতালীয় ঘটনা।
মাথা নেড়ে কিশোর বলল, আমি সেটা মনে করি না। আর রহস্য নিজে নিজে এসে হাজির হয়, এ কথাটাও ঠিক না। ঘটনা তার স্বাভাবিক নিয়মেই ঘটে। কারও চোখে ধরা পড়ে, কারও পড়ে না। গোয়েন্দার চোখে পড়ে যায়। আর এই জন্যেই। মনে হয়, গোয়েন্দারা যখন যেখানে থাকে, ঘটনাগুলো ঘটে।
ইনটেলিজেন্ট বয়! কিশোরের দিকে হাত বাড়িয়ে দিলেন ডক্টর মরিস। আমিও তোমার সঙ্গে একমত।
Page 28 of 28