প্রথমোক্ত অনুমান সত্য হলে, আর একটি অনুমানও যোগ করতে হবে, তা এই Doen চন্দ্রের রাজ্যসীমা সমতট অবধি বিস্তৃত ছিল। বৈশালীর চন্দ্র রাজবংশের পতনের পর পরপুর নামক উপকূল অঞ্চলের সামন্ত (?) রাজা মহাবীর আরাকানের একাংশে রাজত্ব করেন। সে অঞ্চলের রাজপরম্পরার নামই আনন্দের স্তম্ভলিপিতে উত্তীর্ণ হয়েছে। এরপরে ব্রয়জপ ( Vrayajap) ও Seoinreni–উভয়েই বারো বছর করে ২৪ বছর রাজত্ব করেন। তারপর রাজা হন ধর্মশূর। তারপর বজ্রশক্তি-ধর্মবিজয়-নরেন্দ্রবিজয়-ধৰ্মচন্দ্র অথবা নরেন্দ্র চন্দ্র (বজ্রশক্তির অপর পুত্র) আনন্দচন্দ্র।
চন্দ্রদের রাজধানীর উল্লেখ আনন্দচন্দ্রের উৎকীর্ণ স্তম্ভলিপিতে নেই। এই স্তম্ভ কোথায় প্রতিষ্ঠিত ছিল তাও জানা নেই। স্থানান্তরিত হয়ে ম্রোহঙের Shitthaung প্যাগোডায় রক্ষিত আছে। কাজেই বৈশালীই আনন্দ-চন্দ্রদের রাজধানী ছিল, তেমন কথাও বলা চলে না। তবে ম্রোহঙ-এ বা তার সন্নিহিত কোনো অঞ্চলে আনন্দ চন্দ্ররা যে রাজত্ব করতেন, তা মোহঙ-এ রক্ষিত আলোচ্য স্তম্ভলিপি থেকেই অনুমান করা সম্ভব। যা হোক, সমতটের সঙ্গে যে এর ধর্মীয় সাংস্কৃতিক যোগ ছিল তা উভয় অঞ্চলে চুণ্ডাদেবীর প্রতিষ্ঠা, মহাযান সর্বাস্তি মতের প্রাবল্য, Naulakka, Domgaha, Dankangamarganga, Duvara Bhuro kanaulakkalvaraka প্রভৃতি বঙ্গের অনার্য স্থান-নাম এবং সমতট অঞ্চলে (ময়নামতীতে) আরাকানী চন্দ্ররাজাদের মুদ্রা প্রাপ্তি প্রভৃতি তার প্রমাণ।
E. H. Johnston–এর বিবৃত পাঠের অনুসরণে আমরা আনন্দের স্তম্ভলিপিতে উৎকীর্ণ রাজ পরম্পরার নামের তালিকা পেশ করছি :
১। ক্রমিক সংখ্যা ————– রাজা ————– রাজত্বকাল
১ ————– ————– ১২০
২ ————– ————– ১২০
৩ ————– ————– ১২০
৪ ————– বহুবলি ————– ১২০
৫ ————– রঘুপতি ————– ১২০
৬ ————– ————– ১২০
৭ ————– চন্দ্রোদয় ————– ২৭
৮ ————– অন্নবেত ————– ৫
৯ ————– ————– ৭৭
১০ ————– রিম্ভ্যপ্প ————– ২৩
১১ ————– রানী কুবেরামী বা কুবেরা ——– ৭
১২ ——— তারস্বামী উমাবীর্য ———— ২০
১৩ ————– যজ্ঞ (Jugna) ————– ৭
১৪ ———- লাঙ্কী (Lanki) ————- ২
এঁরা ১০১৬ কিংবা ১০৬০ বছর ব্যাপী রাজত্ব করেন।
.
২। চন্দ্রবংশীয় রাজা : এ বংশের উদ্ভবকাল আনু. ৩৩০-৬০ খ্রীস্টাব্দ, পতনকাল আনু. ৫৬০-৯০ খ্রীস্টাব্দ।
ক্রমিক সংখ্যা– রাজা —–রাজত্বকাল ——মন্তব্য
১–(Doen) দ্বেনচন্দ্র — ৫৫– ১০১ জন রাজা পরাভূত করেন
২– রাজচন্দ্র —- ২০
৩– কালচন্দ্র – ৯ — একটি প্রাপ্ত মুদ্রা কালচন্দ্রের বলে অনুমিত। (Johnston p.384) এ নামটি এবং ৯ বছর শাসনকাল বৈশালীর কালচন্দ্রের সঙ্গে মিলে যায়।
৪– দেকচন্দ্র – ২২ — এর মুদ্রা মিলেছে।
৫–যজ্ঞচন্দ্র – ৭–
৬ — চন্দ্ৰবন্ধু – ৬ — কেউ কেউ নামের তাৎপর্যে গুরুত্ব দিয়ে এঁকে ভিন্নবংশীয় বলে (জবর দখলকার?) অনুমান করেন।
৭—ভূমিচন্দ্র—৭–
৮–ভূতিচন্দ্র—২৪–
৯–নীতিচন্দ্র—৫৫–এঁর বড় ছোট অনেক মুদ্রা মিলেছে।
১০–বীর্যচন্দ্র বা বীরচন্দ্র—৩— মুদ্রায় ‘বীর’ নাম উৎকীর্ণ।
১১—প্রীতিচন্দ্র—১২– মুদ্রা মিলেছে।
১২—পৃথিবীচন্দ্র—৭– মুদ্রা মিলেছে।
১৩—ধৃতিচন্দ্র—৩– মুদ্রা মিলেছে।
এঁরা আনু . ৫৬০ বা ৫৯০ অবধি ২৩০ বছর রাজত্ব করেন।
.
৩। পরবর্তী শাসকগণ :
১–মহাবীর–১২
২–ব্ৰযজপ (Vrajayap)–১২
৩–Sevinirin (Mavukaghatin)–১২
৪–ধর্মশূর—১৩
.
৪। ধর্মশূরের পরবর্তী শাসকবংশ :
১–বজ্রশক্তি—১২–দেবাউজ বা শ্রীধর্মবাজাওজ তথা আদিনাথের বংশজ।
২—ধর্মবিজয়—৩৬–বিজ্ঞানবাদী বা সর্বাস্তিবাদী মহাযান পন্থী, এর মুদ্রা মিলেছে।
৩–নরেন্দ্র বিজয়–২ মাস
৪–শ্রীধৰ্মচন্দ্র বা বীরনরেন্দ্রচন্দ্র (বজ্রশক্তির অপর সন্তান)—১৬– এঁর মুদ্রা মিলেছে।
৫–আনন্দচন্দ্র ইনি সিংহলের শিলামেঘ বর্ণ রাজার ও দাক্ষিণাত্যের শীতাম্রপত্তনের রাজা শৈব-অন্দের কন্যা Dhanda কে বিয়ে করেছিলেন—৯–এঁর রাজত্বের নবম বছরে আলোচ্য স্তম্ভলিপি উত্তীর্ণ হয়। আনন্দচন্দ্র আনন্দোদয় আনন্দ মাধব, আনন্দেশ্বর নামের বহু মঠ মন্দির ও বিহার প্রতিষ্ঠাতা; সিংহলের ভিক্ষুদেরকেও দানে তুষ্ট করেন।
আনন্দচন্দ্ররা আনু. ৬৮৫ কিংবা ৭১৫ খ্রীষ্টাব্দ অবধি ১২৫ বছরকাল রাজত্ব করেন। পরবর্তী দুজন রাজার নাম (আনু. দশ শতকের) সিংহ গণপতিশূর চন্দ্র এবং সিংহ বিক্রমশূর চন্দ্র।
উপরে আলোচিত তথ্য থেকে আমরা কয়েকটি ধারণা গঠন করতে পারি :
ক. ঐতিহাসিক তথ্য-প্রমাণ না থাকলেও বোঝা যাচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রভাবিত উত্তরভারতীয় লোকেরা আরাকানে উপনিবিষ্ট হয়। এদেরই ঐতিহ্যসূত্রে প্রাপ্ত আদি রাজার নাম চন্দ্রসূর্য। ধন্যবতী (Dinnyapati > ধন্যবতী Johnston প্রদত্ত নাম)। এঁর ও এর বংশীয়গণের আটশতক অবধি রাজধানী ছিল।
খ. সম্ভবত খ্রীস্টিয় চতুর্থশতক থেকে এদের জ্ঞাতিবংশীয় বা অপর চন্দ্র বংশীয় সামন্ত Doern (Devendra বা Doija Singh) চন্দ্র বৈশালীতে বা ম্রোহঙ-এ স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং ২৩০ বছর যাবৎ এ বংশীয়রা রাজত্ব করেছিলেন। এঁদের রাজ্যসীমা সম্ভবত সমতট অবধি বিস্তৃত ছিল।