অরিন্দম সুজয়াকে শান্ত করতে চায়। তারপর একটানে সুজয়াকে টেনে নেয় বুকে। সুজয়া আজ আর কিছু বলতে পারে না। সারা শরীরের স্ব টান শিথিল হয়ে যায়। অরিন্দম আজ সব কিছু নষ্ট করে দিচ্ছে। সুজয়ার সারা শরীর অবশ হয়ে যায়। সারা গায়ে অনুভূতি, শিহরণ। খুব ঘুম পায়। প্রম তৃপ্তিতে শুধু সুজয়ার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসে অভি। অরিন্দম নিজেকে খুঁজতে থাকে। এদিকে বাতাস বৃষ্টি সারা ঘরময়–কারোর খেয়াল নেই।
Page 4 of 4