মোল্লাগুলো
মোল্লাগুলো যখন-তখন
ফতোয়া জারি করে-
পাড়াগাঁয়ের দুলালিরা
দোর্রা খেয়ে পরে।
পাথর ছুড়ে, ঝাঁটা মেরে
ওদের করে জখম,
এভাবে সব দুখি মেয়ে
নিমেষে হয় খতম।
দুখিনী সব মেয়েগুলো
বড় অসহায়।
কী ক’রে এই দুলালিদের
রক্ষা করা যায়?
মোল্লাগুলোর জুলুমবাজি
খতম করার তরে
দেশের মানুষ সবাই মিলে
যেতে হবে ল’ড়ে।
যদি
আলবদরের ঝাড় বেড়েছে,
ওদের বড় বাড় বেড়েছে।
আলবদরের দলটি ঘুমায়;
দিকে দিকে পাড়া জুড়ায়।
ওরা যদি না জাগে আর
ঘর হবে না ছারখার।
ওরা যদি শানায় ছুরি,
পায়রার প্রাণ হবে চুরি।
হাতের পায়ের শিরা কেটে
রক্ত ওরা নেবে চেটে।
ওরা যদি হল্লা করে,
শান্তি যাবে দেশান্তরে।
যা রাজাকার
যা রাজাকার ভেগে যা,
এদেশ ছেড়ে ভেগে যা,
খোকার সাহস দেখে যা,
মারের মজা চেখে যা।
তোদের হাতে খুনের দাগ,
ভাগরে তোরা জোরসে ভাগ।
নোসরে তোরা ভালো মানুষ,
ওড়াস শুধু ঝুটের ফানুস।
শয়তানিটা নেশা তোদের,
মানুষ মারা পেশা তোদের,
এদেশেতে নেইকো ঠাঁই,
তোদের সবার বিচার চাই।
যা রাজাকার ভেগে যা,
এদেশ ছেড়ে ভেগে যা।
যুদ্ধজয়ের কথা
আজকে আমি বলব শুধু
যুদ্ধজয়ের কথা,
যার সুবাদে পেয়ে গেছি
সাধের স্বাধীনতা।
জাদুবলে নয়কো মোটে,
নয়কো সহজ পথে,
স্বাধীনতা এল জানি
রক্তমাখা রথে।
স্বাধীনতার শক্র যারা,
তাদের পায়াভারি।
এসো, সবাই মিলে ওদের
তাড়াই তাড়াতাড়ি।
নইলে বাগান উজাড় হবে
ফুটবে না তো ফুল।
এক নিমেষে বিরান হবে
ক্ষীরনদীর কূল।
রংধনুর সাঁকো
তোমরা যারা এই শহরে
যে যেখানে থাকো
জলদি এসে যাও দেখে যাও
রংধনুর সাঁকো।
বাকি যারা থাকে তাদের
এখানে আজ ডাকো।
সাতটি রঙের সাঁকো দেখার
সুযোগ ছেড়ো নাকো।
রাকার ভাবনা
দুনিয়াজোড়া ভীষণ লড়াই
কখনো ফের বাঁধবে কি?
ওলটপালট ধ্বংস দেখে
হাওয়ার পরী কাঁদবে কি?
আচ্ছা, তখন সর্ষেখেতে
প্রজাপতির উড়বে তো?
তখনো রোজ রোদ মেখে গায়
পায়রাগুলো ঘুরবে তো?
জল-থইথই এই পুকুরে
হাঁসেরা সব নাইবে তো?
সবুজ পাতার আড়াল থেকে
বুলবুলি গান গাইবে তো?
নাদুসনুদুস গাছের ডালে
টসটসে ফ্ল ফলবে তো?
ভরা সাঁঝে ঝোপের মাঝে
জোনাকপোকা জ্বলবে তো
খেতে সাধের ছানার পায়েস
আম্মু আমায় ডাকবে তো?
তখনো এই পুতুলভরা
খেলাঘরটা থাকবে তো?
রৌদ্র লেখে জয়
বর্গি এল খাজনা নিতে,
মারল মানুষ কত।
পুড়ল শহর, পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত।
হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তিসেনা,
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।
আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা;
মা হয়ে যায় দেশের মাটি,
তার বুকেতেই থাকা।
কাল যেখানে আঁধার ছিল
আজ সেখানে আলো।
কাল যেখানে মন্দ ছিল,
আজ সেখানে ভালো।
কাল যেখানে পরাজয়ের
কালো সন্ধ্যা হয়,
আজ সেখানে নতুন করে
রৌদ্র লেখে জয়।
লাল কমলের সঙ্গী
সারা পাড়া ঘুমিয়ে আছে,
জাগবে এবার কারা?
লাল কমলের সঙ্গী যারা,
তারা, তারা, তারা।
দত্যি-দানো আসছে ছুটে,
মারবে ওদের কারা?
লাল কমলের সঙ্গী যারা,
তারা, তারা, তারা।
আমরা আছি অন্ধকারে,
আলোর নেই যে সাড়া।
অন্ধকারের কবল থেকে।
মুক্ত করবে কারা?
লাল কমলের সঙ্গী যারা,
তারা, তারা, তারা।