“আমি জানি,” আমি বললাম।
একটা দীর্ঘ মুহূর্ত ও নড়াচড়া না করে চুপ করে থাকল। তারপর মাথা নামিয়ে নড় করে বলল, “তাহলে ঠিক আছে। এভাবে বকবক করার জন্য আমি দুঃখিত।”
আমি ওর ব্যাগটা এগিয়ে দিলাম, ও সেটা এমনভাবে হাতে নিল যেন কিছুই হয়নি। এবার আর সেটা খসে পড়ল না।
আমাদের ডান-বাম দিয়ে যাওয়া আসা করা লোকজনের দিকে তাকাল। আমি বুঝতে পারছিলাম না ও কী দেখছে, কারন লোকজনের ভিড় ছাড়া আর কিছু ছিল না।
তারপর আস্তে করে বলল, “আমি আসলেই নাটসুমির জন্য আনন্দিত। খানিকটা হিংসাও হচ্ছে।”
মোরিনো আবার আগের মোরিনোতে ফিরে এসেছে, আমার সাহায্যের আর ওর দরকার নেই।
এরপর আমরা দুজন দুজনার থেকে বিপরীত দিকে হেঁটে চলে গেলাম, একজন আরেকজনকে কোন রকম কোন বিদায় না জানিয়েই।
Page 106 of 106