কাজ আমাদের সবাইকেই করতে হয়।
তা তো বটেই।
বারবার নিজেকে অত কাজের লোক বলে জাহির করছেন কেন?
খেটে খাই তো, সে কথাটাই বোঝাতে চাইছি।
দুনিয়ায় সবাই খেটে খায়, কেউ মাথা খাটিয়ে, কেউ শরীর খাটিয়ে।
আজ্ঞে হ্যাঁ।
তা হলে আপনি তো আর পাঁচজনের চেয়ে আলাদা কিছু নন।
না, তা নই বটে।
যারা খেটে খায় বা জীবন সংগ্রাম করে তাদের তো হৃদয়বৃত্তি মরে যায় না।
আমি কি বলেছি, যে আমার হৃদয়বৃত্তি মরে গেছে?
সেরকমই তো বোঝাতে চাইছেন। যেন এত কাজ যে প্রেম পর্যন্ত শুকিয়ে গেছে।
ম্যাডাম, আমি তা বলতে চাইনি। আমি তো বলেছি মেয়েরা আমাকে বড্ড বেশি স্থূলভাবে ব্যবহার করেছে।
আপনি ব্যবহৃত হলেন কেন?
বললে আপনি চটে যাবেন।
তবু বলুন।
বায়োলজিক্যাল প্রয়োজন তো আমারও আছে।
ইস আপনি ভীষণ অসভ্য।
এই তো চটে গেলেন। এসব আপনার না শোনাই ভাল।
আর এ বিষয়ে একটাই প্রশ্ন।
বলুন।
জনা কে?
সুব্রত বকশির বোন।
কেমন মেয়ে?
ভাল মেয়ে।
সুন্দর?
সুন্দরও নয়, কুৎসিতও নয়। ওই একরকম। খুব গম্ভীর।
জনা নাকি আপনার প্রেমে হাবুডুবু?
আপনি তো সবই জানেন দেখছি।
জানি।
তা হলে আর জিজ্ঞেস করছেন কেন?
আপনার মুখ থেকে শোনার জন্য।
কী আর শুনবেন ম্যাডাম। চেষ্টা করেও জনার প্রেমে পড়তে পারিনি।
আপনার কি একজন মার্কিন স্ত্রী ছিল?
না। স্ত্রী আমার ছিল না। মেয়েটি ছিল লিভ ইন গার্লফ্রেন্ড।
এমাঃ। আপনি তো জঘন্য লোক।
ম্যাডাম, এটাই তো অর্ডার অফ দ্য ওয়ার্ল্ড।
মোটেই নয়। সুবিধেবাদীরা ওসব কথা বলে।
আমি যে সুবিধেবাদী তাতে অবশ্য সন্দেহ নেই।
সেই মেয়েটি কি খুন হয়েছিল?
মাই গড, আপনার নেটওয়ার্ক তো দারুণ।
খুন হয়েছিল, না?
হ্যাঁ।
তাকে খুন করলেন কেন আপনি?
ম্যাডাম আমার যে দু-একটা গুণকে আমি নিজেই অ্যাপ্রিসিয়েট করি তা হল আমি খুনখারাপি করতে অক্ষম।
তার মানে কী?
ওই একটা জিনিস আমি বোধহয় পারি না। আজ অবধি পারিনি।
সত্যি বলছেন? বিশ্বাস করা বা না করা আপনার হাতে।
দু-দুটো মেয়ে আপনার সংস্পর্শে আসার পর খুন হল, এটা কি কাকতালীয় বলতে চান?
আমি কিছুই বলতে চাই না। শুধু বলি, দুশ্চরিত্র হলেও আমি খুনি নই।
দুশ্চরিত্র কথাটা কিন্তু আমি বলিনি।
না। আপনি বেশ ভদ্র। বললেও কিছু মনে করতাম না।
আচ্ছা আপনি দুশ্চরিত্রই বা কেন?
ম্যাডাম, ওখানেও গণ্ডগোল আছে। আমি লম্পট হিসেবে কারও কারও কাছে চিহ্নিত বটে, কিন্তু সেটাও আমার চারিত্রিক তারল্যের ব্যাপার নয়। বরং বলতে পারেন ভিকটিম অফ সারকামস্ট্যান্সেস।
অর্থাৎ আপনি সাধুপুরুষ, মেয়েরাই আপনাকে নষ্ট করেছে, এই তো?
আকাড়া সত্যি কথা বলতে গেলে তাই বলতে হয়।
দেখুন মশাই, আপনার মধ্যে নষ্ট হওয়ার ইচ্ছে না থাকলে কোনও মেয়ে কি আপনাকে নষ্ট করতে পারত?
আপনি বেশ পিউরিটান আছেন। ব্যাপারটাকে নষ্ট হওয়া বলছেন কেন বলুন তো? বিদেশে ফিজিক্যাল নিডটাকে ওরা টয়লেটে যাওয়ার চেয়ে বেশি গুরুত্ব দেয় না। তবে মরালিটি বা পিউরিটানিজমকে আমি অশ্রদ্ধা করি না। ওরও দাম আছে।
দামটা কি আপনি দেন?
দিই ম্যাডাম, দিই।
তবে নিজে ঠিক থাকেন না কেন?
ওই যে বললাম, আমি কেবল খেলার পুতুল হিসেবে কাজ করেছি।
এদেশে এসে ক’জন মেয়ের সর্বনাশ করেছেন?
গত এক বছরে আমার জীবনে নারীসঙ্গ বলতে কিছু নেই তেমন। মিথ্যে বলব না, দু চারটে কেস হয়ে গেছে।
রোমান্টিক ইনভলভমেন্ট না ফিজিক্যাল?
ফিজিক্যাল।
তারা কারা?
শুনবেন?
শুনিই না।
একজন এয়ার হোস্টেস, একজন বড়লোকের বয়স্কা স্ত্রী, একজন বয়স্কা অ্যাকট্রেস এবং একজন মধ্যবয়স্কা বিধবা।
সবাই বয়স্কা?
কপালে আমার দেখছি বয়স্কাই জোটে।
আপনি সত্যিই ভীষণ খারাপ।
তা তো বলাই যায়। কিন্তু এর প্রত্যেকটারই প্রয়োজন ছিল, তা কি জানেন?
না। আপনার প্রফেশনাল প্রয়োজন?
হ্যাঁ। ট্রেড লাইসেন্স, কন্ট্রাক্ট, পুলিশের ঝামেলা এইসব নানা স্বার্থে আমাকে আপনার ভাষায় নষ্ট হতে হয়েছে।
নষ্ট হতে তো আপনি ভালই বাসেন দেখছি।
তা ম্যাডাম, খারাপও কিছু লাগে না।
আবার মরালিটিকেও পছন্দ করেন।
তাও করি। আমি নিজে বিশুদ্ধ নই বলে বিশুদ্ধতাকে অস্বীকার করব কেন?
বিশুদ্ধ হতে ইচ্ছে করে না?
কোনও ফল পচতে শুরু করলে আর কি বাঁচানো যায়?
ফলে ইচ্ছাশক্তি নেই, মানুষের তো তা আছে।
ভাল বলেছেন। তবে ফের ওই কথা বলতে হয়, আমি নিমিত্ত মাত্র।
ওটা অজুহাত। আসলে আপনি একজন প্লেবয়। প্লে
বয় হতে যোগ্যতা লাগে। আমার সোশ্যাল স্ট্যান্ডিং কই? সুন্দরী তরুণীদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হওয়ার স্কোপ কম। বিশেষ করে হাই সোসাইটির। আমাকে যারা ব্যবহার করে তাদের অধিকাংশই হল বয়স্কা, সেক্স স্টাভার্ড, ফ্রাস্ট্রেটেড বা সিনিক মহিলা। ওরা আমাকে কাজে লাগায়, আমি ওদের কাজে লাগাই।
ছিঃ ছিঃ, আপনি একটা কী বলুন তো?
বলেছি তো, নিজেকে নিয়ে আমার গৌরব হয় না।
নিজেকে ঘেন্না হয় না?
না ম্যাডাম, তাও হয় না। কারণ মস্তিষ্কহীন হওয়ার ফলে আমার কৃতকর্মের জন্য অনুশোচনার বালাই নেই। আর আমি তো রেপিস্ট নয়।
রেপিস্টের চেয়ে ভালও কিছু নন।
ভাল কথা রেপিস্ট শব্দটা আমার মতে একটা ভুল শব্দ। ওটা হওয়া উচিত রেপার।
ওমা। তা কেন?
যে অর্থে কমিউনিস্ট, লিরিসিস্ট, আইডিয়ালিস্ট সেই অর্থে তো রেপিস্ট হওয়া উচিত নয়। কমিউনিজম, আইডিয়ালিজম, লিরিসিজমের মতো তো রেপিজম বলে কিছু নেই। আছে কি?