22.6.1941 — সোভিয়েট-জার্মান চুক্তি ভঙ্গ করে জার্মানির রাশিয়া আক্রমণ
7.12.1941 — জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ।
8.12.1941 — অক্ষশক্তির বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা
13.8.1942 — ‘ম্যানহাটান-প্রকল্পের জন্ম
17.9.1942 — গ্রোভস্ ঐ প্রকল্পের সর্বময় কর্তা নিযুক্ত
12.6.1943 — ওপেনহাইমার সানফ্রান্সিস্কোয় মিস্ ট্যাটলকের সঙ্গে সন্দেহজনকভাবে সাক্ষাৎ করেন
20.7.1943 — গ্রোভস্ ওপেনহাইমারকে পাকা নিয়োগপত্র দেন
26.8.1944 — বোহর রুজভেল্টকে অ্যাটম-বোমার ব্যবহার বিষয়ে সতর্ক করেন
15.11.1944 — জেনারেল প্যাটন জার্মানির স্ট্রাসবের্গ দখল করেন
11.4.1945 — রুজভেল্টের মৃত্যু
12.4.1945 — ট্রুম্যান আমেরিকার প্রেসিডেন্ট
25.4.1945 — ট্রুম্যান অ্যাটম-বোমা প্রকল্পের কথা প্রথম শোনেন
ঐ — অ্যাটমিক ইন্টারিম কমিটি গঠন
30.4.1945 — বার্লিনের পতন ও হিটলারের আত্মহত্যা
জুন 1945 — অ্যাটম-বোমা নিক্ষেপের বিরুদ্ধে ‘ফ্রাঙ্ক-রিপোর্ট’ দাখিল
16.7.1945. — ট্রিনিটি টেস্টে প্রথম অ্যাটম-বোমার পরীক্ষা
ঐ — গ্রোভস্ বেতারে ট্রুম্যানকে ঐ সংবাদ জানালেন
17.7.1945 — পটসড্যামে চার্চিলকে গোপনে ঐ সংবাদ জানানো হল
19.7.1945 — পটসড্যামে ট্রুম্যান হোস্ট-হিসাবে ভোজ দিলেন।
21.7.1945 — পটসড্যামে স্তালিন হোস্ট-হিসাবে ভোজ দিলেন।
23.7.1945 — পটসড্যামে চার্চিল হোস্ট-হিসাবে ভোজ দিলেন।
24.7.1945 — পটসড্যামে ট্রুম্যান স্তালিনকে দ্ব্যর্থবোধক ভাষায় অ্যাটম-বোমার ইঙ্গিত দেন।
24.7.1945 — ট্রুম্যান অ্যাটম-বোমা নিক্ষেপের চূড়ান্ত আদেশ দিলেন
26.7.1945 — মিত্রপক্ষ থেকে জাপানকে শেষ চরমপত্র ঘোষণা
26.7.1945 — চার্চিল নির্বাচনে পরাজিত; চার্চিলের পদত্যাগ
6.8.1945 — হিরোশিমায় প্রথম অ্যাটম-বোমার বিস্ফোরণ
9.8.1945 — নাগাসাকিতে দ্বিতীয় বোমার বিস্ফোরণ
11.8.1945 — জাপানের আত্মসমর্পণ ঘোষিত
11.8.1945 — ‘ডেক্সটার’ গোপন নথি ‘রেমন্ড’কে হস্তান্তর করে
6.9.1945 — গোজেঙ্কো কানাডার কাছে আত্মসমর্পণ করে
15.9.1945 — ম্যাকেঞ্জি কিং-এর পত্রে বিশ্বাসঘাতকতার কথা ট্রুম্যান জানতে পারেন
3.3.1946 — ‘অ্যালেক’ ধরা পড়ে
জুন, 1945 — ফুকস্ হারওয়েলে আসেন
23.9.1946 — রাশিয়া কর্তৃক পরমাণু-বোমার বিস্ফোরণ
27.1.1950 — ‘ডেক্সটার’ আত্মসমর্পণ করে ও জবানবন্দি দেয়
2.9.1950 — পন্টিকার্ভো হেলসিঙ্কি থেকে নিরুদ্দেশ হন
1.11.1952 — আমেরিকা হাইড্রোজেন বোমা (৩০ লক্ষ টন টি. এন. টি.) বিস্ফোরণ ঘটায়
12.4.1954 — ওপেনহাইমারের ঐতিহাসিক বিচার শুরু হয়
15.3.1957 — ব্রিটেন কর্তৃক পরমাণু-বোমার পরীক্ষা সাফল্যমণ্ডিত
13.2.1960 — ফ্রান্স কর্তৃক পরমাণু-বোমার পরীক্ষা সাফল্যমণ্ডিত।
16.10.1964 — কম্যুনিস্ট-চিন কর্তৃক পরমাণু-বোমার পরীক্ষা সাফল্যমণ্ডিত
8.5.1974 — ভারত কর্তৃক পরমাণু-বোমার পরীক্ষা সাফল্যমণ্ডিত
13.5.1988 দীর্ঘ চব্বিশ বছর পর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পরপর পাঁচটি অ্যাটম বোমা পোখরানের ভূগর্ভে বিস্ফোরণ করান।
15.5.1998 — অ্যাটম বোমা ব্যবহারের ক্ষমতাশালী হিসাবে ভারত ষষ্ঠ রাষ্ট্র বলে স্বীকৃতি পেল।
.
পরিশিষ্ট ঘ
বিদেশী নামের সূচি
[বিদেশী স্থান ও ব্যক্তির নাম বাংলা বানানে আমি যেভাবে লিখেছি, স্বদেশে তা হয়তো সর্বক্ষেত্রে সেভাবে উচ্চারিত হয় না। এজন্য এই তালিকায় রোমান হরফে ঐ বিশেষ্য পদগুলিকে সনাক্ত করা গেল। তারকা-চিহ্নিত বিজ্ঞানী নোবেল-পুরস্কার প্রাপ্ত।]
(1) Alamogordo অ্যালামোগোর্ডো
(2) Alsos অ্যালসস
(3) Amold, Henry হেনরি আর্নল্ড
(4) * Becquerel বেকারেল
(5) * Bethe, Hans হান্স বেথে
(6) * Bohr, Niels নীলস বোহর
(7) Boltzmann বোলৎসম্যান।
(8) * Bom, Max ম্যাক্স বর্ন
(9) Bush, Vaniver ভ্যানিভার বুশ
(10) Bruhat ব্রুহাট
(11) Cario, G ক্যারিও
(12) * Chadwick, James জেমস্ চ্যাডউইক
(13) Chevalier, H হাকন শেভেলিয়ার
(14) Cherwell চেরওয়েল
(15) * Cockcroft, Sir J কক্ক্রফট
(16) * Compton, Arthur আর্থার কম্পটন।
(17) Conant, J জেমস্ কনান্ট
(18) Conel, A J কনেল
(19) * Curie, Irine আইরিন কুরি
(20) * Curie, Joliot জোলিও কুরি
(21) * Curie, Pierre পিয়ের কুরি
(22) * Curie, Marie মেরি কুরি
(23) Dalber ডালবার
(24) Dalhem ডালহেম
(25) Democritus ডেমোক্রিটাস
(26) * Dirac, Paul ডিরাক
(27) * Einstein, A আইনস্টাইন
(28) Eltenton এলটেনটন
(29) Enola Gay এনোলা গে
(30) * Fermi, E এনরিকো ফের্মি
(31) * Feynman, R ফাইনম্যান
(32) * Franck, J জেমস ফ্রাঙ্ক
(33) Frisch, O ফ্রিশ
(34) Fuchs, K ক্লাউস ফুকস
(35) Fulton ফালটন
(36) Gamow, G জর্জ গ্যামো
(37) Gauss, K কার্ল গাউস
(38) Geiger, H হান্স গাইগার
(39) Goetingen, University গোটিনজেন বিশ্ববিদ্যালয়
(40) Goudsmit, S গাউডসমিট
(41) Gouzenko, J গোজেঙ্কো
(42) Groves, L লেসলি গ্রোভস
(43) * Hahn, O অটো হান
(44) Halban হালবান
(45) Hallweck হলওয়েক
(46) Harwell হারওয়েল
(47) * Heisenberg হেইসেনবের্গ
(48) Helmholtz হেল্মহোল্টজ
(49) Hilbert, D ডেভিড হিলবার্ট