৭। এরপরে, [ অনাগত] শেষ বিচার সম্বন্ধে কিসে তোমাকে অবিশ্বাসী করে ? ৬২০১
৬২০১। ‘তোমাকে’ শব্দটি দ্বারা অবিশ্বাসী সকল মানব সম্প্রদায়কে সামগ্রিকভাবে বুঝানো হয়েছে। ‘এর পরের’ বাক্যটি দ্বারা বুঝানো হয়েছে যে, এ কথা যখন পরিষ্কার ভাবে ঘোষণা করা হয়েছে যে, আল্লাহ্ মানুষকে পূত পবিত্র রূপে সৃষ্টি করেছেন এবং তাঁকে সঠিক পথের সন্ধান দান করেছেন এর পরেও যারা আল্লাহ্র আইনকে প্রত্যাখান করে, আল্লাহ্র আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহ্ তাঁদের পরকালে হীনতাগ্রস্থ করবেন। কে এমন নির্বোধ আছে যে এ সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে পারে ? বা রাসুলের (সা) প্রচারিত সত্যকে অবিশ্বাস করতে পারে ?
আয়াতঃ 095.008
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
Is not Allâh the Best of judges?
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
Alaysa Allahu bi-ahkami alhakimeena
YUSUFALI: Is not Allah the wisest of judges?
PICKTHAL: Is not Allah the most conclusive of all judges?
SHAKIR: Is not Allah the best of the Judges?
KHALIFA: Is GOD not the Most Wise, of all the wise ones?
৮। আল্লাহ্ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন ? ৬২০২
৬২০২। আল্লাহ্ জ্ঞানে, প্রজ্ঞায় ও ন্যায় বিচারে সর্বশ্রেষ্ঠ। সুতারাং যারা পূণ্যাত্মা তাদের ভয়ের কিছু নাই। কিন্তু পাপীরা শাস্তি এড়াতে পারবে না।