২৮। ” যেনো তারা আমি যা বলি তা বুঝতে পারে।
২৯। ” আমার পরিবার থেকে আমাকে একজন সাহায্যকারী দাও , –
৩০। ” আমার ভ্রাতা হারুনকে।
৩১। ” তার মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি কর ২৫৫৪।
২৫৫৪। এই আররী আয়াতটির আক্ষরিক অর্থ ” আমার পিঠকে তাঁর দ্বারা শক্তিশালী কর।” ব্যাখ্যা হিসেবে বলা যায় মানুষের পিঠে বা শিঁর দাড়াতে মানুষের শক্তি। সেই কারণে বাংলা বাগ্ধারাতে প্রচলিত আছে ” শিরঁদাড়া শক্ত করে দাড়াও” অর্থাৎ সোজা ভাবে দাড়াতে যেনো তুমি তোমার কর্তব্যের ভার সাহসের সাথে মোকাবিলা করতে পার। অর্থাৎ পিঠ বা শিঁরদাড়া হচ্ছে সাহসের প্রতীক।
আয়াতঃ 020.030
আমার ভাই হারুনকে।
”Hârûn (Aaron), my brother;
هَارُونَ أَخِي
Haroona akhee
YUSUFALI: “Aaron, my brother;
PICKTHAL: Aaron, my brother.
SHAKIR: Haroun, my brother,
KHALIFA: “My brother Aaron.
২৮। ” যেনো তারা আমি যা বলি তা বুঝতে পারে।
২৯। ” আমার পরিবার থেকে আমাকে একজন সাহায্যকারী দাও , –
৩০। ” আমার ভ্রাতা হারুনকে।
৩১। ” তার মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি কর ২৫৫৪।
২৫৫৪। এই আররী আয়াতটির আক্ষরিক অর্থ ” আমার পিঠকে তাঁর দ্বারা শক্তিশালী কর।” ব্যাখ্যা হিসেবে বলা যায় মানুষের পিঠে বা শিঁর দাড়াতে মানুষের শক্তি। সেই কারণে বাংলা বাগ্ধারাতে প্রচলিত আছে ” শিরঁদাড়া শক্ত করে দাড়াও” অর্থাৎ সোজা ভাবে দাড়াতে যেনো তুমি তোমার কর্তব্যের ভার সাহসের সাথে মোকাবিলা করতে পার। অর্থাৎ পিঠ বা শিঁরদাড়া হচ্ছে সাহসের প্রতীক।
আয়াতঃ 020.031
তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন।
”Increase my strength with him,
اشْدُدْ بِهِ أَزْرِي
Oshdud bihi azree
YUSUFALI: “Add to my strength through him,
PICKTHAL: Confirm my strength with him
SHAKIR: Strengthen my back by him,
KHALIFA: “Strengthen me with him.
২৮। ” যেনো তারা আমি যা বলি তা বুঝতে পারে।
২৯। ” আমার পরিবার থেকে আমাকে একজন সাহায্যকারী দাও , –
৩০। ” আমার ভ্রাতা হারুনকে।
৩১। ” তার মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি কর ২৫৫৪।
২৫৫৪। এই আররী আয়াতটির আক্ষরিক অর্থ ” আমার পিঠকে তাঁর দ্বারা শক্তিশালী কর।” ব্যাখ্যা হিসেবে বলা যায় মানুষের পিঠে বা শিঁর দাড়াতে মানুষের শক্তি। সেই কারণে বাংলা বাগ্ধারাতে প্রচলিত আছে ” শিরঁদাড়া শক্ত করে দাড়াও” অর্থাৎ সোজা ভাবে দাড়াতে যেনো তুমি তোমার কর্তব্যের ভার সাহসের সাথে মোকাবিলা করতে পার। অর্থাৎ পিঠ বা শিঁরদাড়া হচ্ছে সাহসের প্রতীক।
আয়াতঃ 020.032
এবং তাকে আমার কাজে অংশীদার করুন।
”And let him share my task (of conveying Allâh’s Message and Prophethood),
وَأَشْرِكْهُ فِي أَمْرِي
Waashrik-hu fee amree
YUSUFALI: “And make him share my task:
PICKTHAL: And let him share my task,
SHAKIR: And associate him (with me) in my affair,
KHALIFA: “Let him be my partner in this matter.
৩২। “এবং তাকে আমার কর্মের অংশী কর।
৩৩। “যাতে আমরা প্রচুর ভাবে তোমার পবিত্রতা ঘোষণা করতে পারি ২৫৫৫।
২৫৫৫। আমরা সাধারণ মানুষ সর্বদা জাগতিক বিষয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি। হযরত মুসা নবী রাসুলের মতই জাগতিক কিছুই প্রার্থনা করেন নাই, তাঁর প্রার্থনা ছিলো আধ্যাত্মিক। তাঁর নিয়ত বা উদ্দেশ্যকে তিনি সার্বজনীন না করে নির্দ্দিষ্ট করেছিলেন এই বাক্য দ্বারা যে, তিনি যেনো প্রচুরভাবে আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে পারেন। প্রচুর ভাবে অর্থাৎ ধারাবাহিক ও ক্রমাগত ভাবে কখনও না থেমে আল্লাহকে স্মরণ করতে পারেন অধিক মাত্রায়।
এই আয়াত ও পরের আয়াতের উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য হযরত মুসা আয়াত ২৫ থেকে ৩২ পর্যন্ত আল্লাহর নেয়ামত ও সাহায্য প্রার্থনা করেন।
আয়াতঃ 020.033
যাতে আমরা বেশী করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষনা করতে পারি।
”That we may glorify You much,
كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا
Kay nusabbihaka katheeran
YUSUFALI: “That we may celebrate Thy praise without stint,
PICKTHAL: That we may glorify Thee much
SHAKIR: So that we should glorify Thee much,
KHALIFA: “That we may glorify You frequently.
৩২। “এবং তাকে আমার কর্মের অংশী কর।
৩৩। “যাতে আমরা প্রচুর ভাবে তোমার পবিত্রতা ঘোষণা করতে পারি ২৫৫৫।
২৫৫৫। আমরা সাধারণ মানুষ সর্বদা জাগতিক বিষয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি। হযরত মুসা নবী রাসুলের মতই জাগতিক কিছুই প্রার্থনা করেন নাই, তাঁর প্রার্থনা ছিলো আধ্যাত্মিক। তাঁর নিয়ত বা উদ্দেশ্যকে তিনি সার্বজনীন না করে নির্দ্দিষ্ট করেছিলেন এই বাক্য দ্বারা যে, তিনি যেনো প্রচুরভাবে আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে পারেন। প্রচুর ভাবে অর্থাৎ ধারাবাহিক ও ক্রমাগত ভাবে কখনও না থেমে আল্লাহকে স্মরণ করতে পারেন অধিক মাত্রায়।
এই আয়াত ও পরের আয়াতের উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য হযরত মুসা আয়াত ২৫ থেকে ৩২ পর্যন্ত আল্লাহর নেয়ামত ও সাহায্য প্রার্থনা করেন।
আয়াতঃ 020.034