কি জান ভাই, মানুষের শুভবুদ্ধি যখন তাকে ত্যাগ করে তখন সে কোনটা ন্যায়— কোনটা অন্যায় সে-বিবেচনাটুকুও হারিয়ে ফেলে। আর তার ফলে যে মানুষ তখন কোন স্তরে গিয়ে দাঁড়ায় আজকের দিনে তারও প্রমাণের অভাব নেই তোমার চারপাশে। কিন্তু আর ঐ প্রসঙ্গ নয়, মণিশঙ্কর তার পাপের মাসূল নিজেই হাত পেতে নিয়েছে সেই একজনের অলঙঘ্য বিচারে ও নির্দেশে—
সাবিত্রী এতক্ষণ চুপ করে শুনছিল, দু চোখে তার জল, স্নান কণ্ঠে বললে, আশ্চর্য!
কিরীটী মৃদু হেসে বলল, মানুষের চরিত্র সত্যিই আশ্চর্য সাবিত্রী! আরো যত বয়স হবে দেখবে—আরো জানবে—আরো
দাদা! সাবিত্রী ডাকে।
বল? কিরীটী জবাব দেয়।
চা আনি?
নিশ্চয়ই। অবিলম্বে।-গলাটা শুকিয়ে গিয়েছে।
সাবিত্রী উঠে গেল।
Page 20 of 20