সুকান্ত ভট্টাচার্য
৫৪. বাঁচিয়া থাকার জন্য লাঙল নিয়া মাটির সাথে মানুষের যে-সংগ্রাম ইহাই বৃহত্তম সংগ্রাম।
–কাশতকার
৫৫. বিপ্লবের কোনো পদ্ধতি অথবা দর্শন রাতারাতি জন্ম বা স্বীকৃতি লাভ করে না। আত্মপ্রকাশের সময় থেকেই তা কঠিন পরীক্ষা, প্রতিকূলতা, উপহাস ও সংস্কারের সম্মুখীন হয়। সমাজের পুরনো কর্মীরা নতুন কোনো পদ্ধতির প্রতি সর্বদাই বিদ্বেষ পোষণ করেন, কেননা চিরাচরিত পদ্ধতিতে সংগ্রাম পরিচালনা করেই তারা কৃতিত্বের অধিকারী হয়েছেন।
মার্টিন লুথার কিং
৫৬. বাধা-বিপত্তি আর বিপদকে আপন ভেবে এড়িয়ে যাবার চেষ্টা করবেন না। কারণ আপনার চরিত্র মজবুত করে গড়ে তোলার জন্য এগুলো হচ্ছে প্রয়োজনীয় লোহার কড়িবর্গা।
–চেস্টারটন
৫৭. কবি, তুমি প্রাণ খুলে শুধু সামাজিক বিপ্লবের গান শুরু করে দাও। যা কিছু সনাতন, যা কিছু প্রাচীন, জীর্ণ, পুরাতন, সমাজ, সংস্কার–সবকিছু ভেঙ্গেচুরে ধ্বংস হয়ে যাক।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫৮. আমি বেদুইন, আমি চেঙ্গিস,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ,
আমি বজ্র, আমি ঈশান বিষাণে ওঙ্কার,
আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার।
কাজী নজরুল ইসলাম
৫৯. বিশ্বে যারা নিঃস্ব তাদের
চির নিদ্রা হতে জাগিয়ে দাও
শোষক ধনীর প্রাসাদ প্রাচীর
জয়হুংকারে টলিয়ে দাও।
ইকবাল
৬০. সামান্য কয়েকজন লোভী
অনেক অভাবীর বিরুদ্ধে–
আর স্বাস্থ্যবানদের বিরুদ্ধে
ক্ষয়ে-যাওয়ার দল।
সূর্যালোকের পথে যাদের যাত্রা
তাদের বিরুদ্ধে তাই সাপেরা।
অতীতে অবশ্যই এই সাপেরা জিতেছে বহুবার।
কিন্তু এখন সেই সময়,
সচেতন মানুষ! এখন ভুল করো না–
বিশ্বাস করো না সেই সব সাপেদের
জমকালো চামড়ায় যারা নিজেদের ঢেকে রাখে,
বিপদে পড়লে যারা ডাকে
তাদের চেয়ে কম চটকদার বিষাক্ত অনুচরদের।
এতটুকু লজ্জা হয় না তাদের ধর্মঘট ভাঙতে যে
ধর্মঘট বেআব্রু ক্ষুধার চূড়ান্ত চিহ্ন।
সুকান্ত ভট্টাচার্য
৬১. আনো তোমার হাতুড়ি, ভাঙ ঐ উৎপীড়কের প্রাসাদ–ধুলায় লুটাও অর্থপিশাচ বলদর্পীর শির। ছোড়ো হাতুড়ি, চালাও লাঙল, উচ্চে তুলে ধরো তোমার বুকের রক্তমাখা লালে লাল-ঝাণ্ডা। যারা তোমাদের পায়ের তলায় এনেছে, তাদের তোমরা পায়ের তলায় আনো। সকল অহঙ্কার তাদের চোখের জলে ডুবাও। নামিয়ে নিয়ে এসো ঝুঁটি ধরে ঐ অর্থপিশাচ যক্ষগুলোকে। তোমার পিতৃপুরুষের রক্ত-মাংস-অস্থি দিয়ে ঐ যক্ষের দেউল গড়া, তোমাদের গৃহলক্ষ্মীর চোখের জল আর দুধের ছেলের হৃৎপিণ্ড নিংড়ে ঐ লাবণ্য, ঐ কান্তি।
কাজী নজরুল ইসলাম
৬২. যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ্ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন।
–আল-কোরআন
৬৩. ভীরুলোক বিপদ আসার আগেই ভয় পেয়ে থাকে, কাপুরুষেরা বিপদের সময় এবং সাহসী লোক বিপদ উত্তীর্ণ হয়ে গেলে ভয় পায়।
জীন পল রিচটার
৬৪. শক্তির প্রয়োগ সুষ্ঠু সংহত হওয়া চাই।
কর্নেলি
৬৫. স্ফুলিঙ্গের সঙ্গে শিখার যে প্রভেদ, উত্তেজনার সঙ্গে শক্তির সেই প্রভেদ।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৬. আমাদের আয়ত্তের বাইরে বিধাতা অনেক কিছুই রাখেন আমাদের শক্তি পরীক্ষার জন্য।
আফরাবেন
৬৭. সংগ্রাম করে যে জীবনে প্রতিষ্ঠিত হয়, যুদ্ধবিজয়ী সৈনিকের চেয়ে তার মর্যাদা কোনো অংশে কম নয়।
হুইটম্যান
৬৮. আজ তোমাদের মুক্তিসভায় তোমদের সম্মুখে,
শপথ নিলাম আমরা হাজার মুখে :
যতদিন আছে আমাদের প্রাণ, আমাদের সম্মান,
আমরা রুখব গৃহযুদ্ধের কালো রক্তের বান।
অনেক রক্ত দিয়েছি আমরা, বুঝি আরো দিতে হবে
এগিয়ে চলার প্রত্যেক উৎসবে।
তবু আজকে ভরসা, যেহেতু তোমরা রয়েছ পাশে,
তোমরা রয়েছ এদেশের নিঃশ্বাসে।
সুকান্ত ভট্টাচার্য
৬৯. রক্তের শোধ রক্তে শুধবো মাগো
রক্তের শোধ সমস্ত সগ্রাম
সহস্র যুবা সূর্য সোনালি আজ
স্মরণে তাদের উদাত্ত বহু জাগো।
আনছার আলী
৭০. যতকাল বেঁচে আছি ততকাল যেন কোনো অন্যায় না করি, জীবনে যে মহত্ত্ব মনুষ্যত্বের পরিচয় দেব, সেই স্মৃতিটুকু মৃত্যুকালে আমাদের প্রাণে যথার্থ আনন্দ আনবে। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পাপ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব। যথাসাধ্য মানুষের দুঃখ-কষ্ট মোচন করতে চেষ্টা করব। তারপর মৃত্যুর দ্বারা আমাদের মুক্তি হবে। এ জগতে অনন্ত কোটি মানুষ এসেছিল, কোথায় তারা? কত যুবক-যুবতী এ জগতে কত হাসি হেসেছে, কোথায় সেসব হাসি? কেন মিছে এই স্বপ্ন ভস্মের জন্য এত পাপ, এত মারামারি
ডা. লুৎফর রহমান
৭১. পাথরের মতো কঠিন ও হীরার মতো দামি হও।
তার দ্বারাই ইহলোক পরলোক আলোকিত হয়
যে জন কর্মী ও কৃচ্ছসাধক হয়
জীবনের সম্মান দৃঢ়তাতেই নিহিত–
দুর্বলতাই তো তুচ্ছতা ও অপরিপক্বতা।
ইকবাল
৭২. এই পৃথিবীতে সাহসের বড় পরীক্ষাই হল দৃঢ় মনে পরাজয়বরণ করা।
আর. জি. ইন্দার সোল
৭৩. ক্ষমতার আসন মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষাক্ষেত্র।
–হযরত আলি (রা.)
৭৪. পৃথিবীতে উন্নতির পথে কেবল যে বিদ্যা বা বুদ্ধিই সহায়তা করে তা নয়, তার জন্য একটি বড় প্রয়োজন হচ্ছে সাহসের। সাহস মানুষকে দেয় সফলতার পথে এগিয়ে। বাধা-বিপদ, ঝড়, ঝঞ্ঝা, ঘূর্ণি, সবকিছুকে জয় করে সার্থকতার দিকে পৌঁছাবার সোপান হচ্ছে সাহস। এ-পৃথিবীতে যে ভীরু, যে দুর্বল, সে অসহায়। প্রকৃতিদেবী ভালোবাসেন সাহসীকে, সাহসী তাই সর্বত্র পায় সফলতার জয়মাল্য। দুর্বলের জন্য শুধু জমা রয়েছে ঘৃণা আর ব্যর্থতা।