আবদুর রহমান শাদাব
২৬৭. কর্মব্যস্ত জীবনের মধ্যে অবসরের জন্যে একটু ঠাঁই করে রাখা ভালো। কারণ, মানুষ না দিলেও, সময় হলে প্রকৃতি অবসর দেবেই।
আবদুর রহমান শাদাব
২৬৮. ছুটিকে যারা উপভোগ করতে পারে না, তাদের ছুটি ভোগ না করাই উচিত।
–হ্যারি হগম্যান
২৬৯. সাপ্তাহিক ছুটি মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে। অবসর না মিললে গতি বাড়ে। পরিশ্রমের পর বিশ্রাম একান্ত জরুরি।
–হুইটিয়ার
২৭০. দীর্ঘদিনের ছুটি মানুষকে অলস ও কর্মবিমুখ করে তোলে।
বুদ্ধদেব গুহ
২৭১. আমি বড় ব্যস্ত, দুশ্চিন্তা করবার মতো সময় নেই।
উইনস্টন চার্চিল
২৭২. দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল–ব্যস্ত থাকুন।
–ডেল কার্নেগি
২৭৩. অবসর হচ্ছে মূল্যবান কিছু করার উৎকৃষ্ট সময়।
ক্রিস্টোফার
২৭৪. উদ্বিগ্ন চিত্তের মানুষেরা কাজের চেয়ে অসলংগ চিন্তাই বেশি করে।
জে. এন. ব্যারি
২৭৫. তুমি অন্য কিছু চিন্তা না করে শুধুমাত্র তোমার কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করে যাও, পুরস্কৃত হবেই।
নরমান ডগলাস
২৭৬. সকালে চিন্তা করো, দুপুরে কাজ করো, সন্ধ্যায় খাও এবং রাত্রে ঘুমাও।
উইলিয়াম ব্লেক
২৭৭. প্রয়োজনীয় কিছু চিন্তা করার জন্য অবসরই হচ্ছে উপযুক্ত মুহূর্ত।
স্যামুয়েল স্কাইল
২৭৮. বিশ্বাস হইতেছে আত্মার খাদ্য। বিশ্বাস হইতে চিন্তা এবং চিন্তা হইতে কার্যের উৎপত্তি। প্রত্যেক মানবের কার্যই তাহার বিশ্বাসের অনুরূপ হইবে।
ইসমাইল হোসেন সিরাজী
২৭৯. এমন মানুষ পৃথিবীতে কেউ জন্মায়নি, যার কাজ তার সঙ্গে সঙ্গে জন্মায়নি।
–জেমস রাসেল লোওয়েল
২৮০. আমরা খাঁটি হতে পারি যদি আমাদের কর্ম হয় খাঁটি, বিনয়ী হতে পারি যদি আমাদের কর্ম হয় বিনয়ী, সাহসী হতে পারি যদি আমাদের কর্ম হয় সাহসী।
–অ্যারিস্টটল
২৮১. আলস্য আর অকর্মণ্য জীবন এক কথা নয়, কিন্তু যাহাকে অকর্মণ্য জীবন বল তাহারই অপর অর্থ আত্মদ্রোহ, সমাজদ্রোহ ও বিশ্বদ্রোহ। অতএব যে অলস, সে ত্রিবিধ অপরাধেই সর্বপ্রকার দণ্ডাৰ্হ ও নিগ্রহভাজন।
–কালীপ্রসন্ন ঘোষ
২৮২. হাতে মুখে কাজে যেন থাকে এক যোগ
সহসা না হয় যেন কটুভাষী রোগ
মন দিয়া লেখাপড়া করিও যতনে
তৎপর থাকিও মাতা-পিতার বচনে
আদরে তুমিও তব প্রিয় বন্ধু জনে
লিখিত বচনগুলি রেখ সদা মনে।
–আরজ আলী মাতুব্বর
২৮৩. আমরা যত কাজ করি তার চেয়ে আরো বেশি করে কাজ আমরা করতে পারি, এবং কাজে যত বেশি ব্যস্ত আমরা থাকবো, অবসর বিনোদনের সময় আমাদের তত বেশি বেড়ে যাবে।
–হেজেল্ট
২৮৪. সকাজে তোমরা একে অন্যের প্রতিযোগিতা কর।
–আল-কোরআন
২৮৫. কাজ যত সামান্যই হোক না কেন, পরিশ্রমী আর বুদ্ধিমান লোক তা দিয়ে জীবনে উন্নতি লাভ করবে।
বুকার ওয়াশিংটন
২৯. শক্তি ও সংগ্রাম
১. মানুষের জীবনে বাধাবিঘ্ন আসবেই, তাতে যে দমে যায় সে কখনো জীবনে উন্নতি করতে পারে না।
–নেপোলিয়ন বোনাপার্ট
২. পৃথিবী শক্তির পদানত।
–ইমারসন
৩. শক্তি হচ্ছে অভ্যন্তরীণ আলোর ছটা।
–ড্রেটন
৪. শক্তির দুটো অংশ আছে–এক অংশ ব্যক্ত, আর এক অংশ অব্যক্ত…। এক অংশ প্রয়োগ, আরেক অংশ সম্বরণ। শক্তির এই সামঞ্জস্য যদি নষ্ট কর তা হলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে, সে ক্ষোভ মঙ্গলকর নয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৫. সংগ্রাম করা, ব্যর্থ হওয়া–আবার সংগ্রাম করা, আবার ব্যর্থ হওয়া, আবার সংগ্রাম করা, বিজয় অবধি এটাই হচ্ছে জনগণের যুক্তি, তারা কখনো এই শক্তি লংঘন করবেন না।
মাও-সে-তুং
৬. আমরা যখন কর্তব্যকর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না,তখনই অকৃতকার্যকতা আসে।
–ডেল কার্নেগি
৭. অকৃতকার্যতায় ভেঙে পড়লে চলবে না। একবারে না পারিলে দেখ শতবার। অকৃতকার্যতার পরেই আসবে কৃতকার্যতা।
অজ্ঞতা
৮. আমরা যখন আমাদের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য ভুলে গিয়ে বিপথগামী হই, তখনই প্রকৃত অকৃতকার্যতা আসে।
জ্যাকুলিন মিলার
৯. উদ্যমের অভাবেই সবসময় অকৃতকার্যতা দেখা দিয়ে থাকে, পুঁজির অভাবে নয়।
ডানিয়েল ওয়েস্টার
১০. লক্ষ্য অর্জনের জন্য যে-কোনো ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঘরে ঘরে গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্গ, আমাদের দাবি ন্যায়সঙ্গত। তাই সাফল্য আমাদের সুনিশ্চিত। জয় বাংলা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১১. বাংলাদেশের শতকোটি মানুষের সার্বিক মুক্তির জন্যে আমাদের আজকের এই সংগ্রাম। অধিকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। বুলেট, বন্দুক, বেয়োনেট দয়ে বাংলাদেশের মানুষকে আর স্তব্ধ করা যাবে না। জনতা আজ ঐক্যবদ্ধ।
বঙ্গবন্ধু
১২. জীবিকার জন্য কোনোরূপ চেষ্টা সাধনা না করে নিশ্চেষ্ট বসে থাকার নাম কোনো অবস্থাতেই আওয়াক্কুল হতে পারে না। কেননা, জীবিকার জন্য চেষ্টা-তদবির ছেড়ে দেয়া বড় রকমের গুনাহ্।
ইমাম গাজ্জালী (রহ.)
১৩. বিপদ উপেক্ষা করলে বেড়ে যায় আরও।
–এডমন্ড বার্ক
১৪. ক্ষমতামদমত্ত জালেমের জুলুমবাজির প্রতিবাদে সত্য কথা ও সত্যের প্রচারই সর্বোৎকৃষ্ঠ জেহাদ।
–আল-হাদিস
১৫. ভিক্ষা না করে নিজের প্ররিশ্রম দ্বারা যারা জীবিকার ব্যবস্থা করে, আল্লাহ্ তাদের প্রতি প্রসন্ন থাকেন।
–আল-হাদিস
১৬. সুন্দর জীবন কোনো ভাগ্যের লিখন নয়। কাজ আর সংগ্রামের মধ্য দিয়ে সুন্দর জীবন গড়ে তুলতে হয়। ভালোভাবে বাঁচতে হলে কঠোর পরিশ্রম করতে হয়।